অর্জুন রামপাল গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ইনস্টাগ্রামে পোস্ট

বলিউড অভিনেতা অর্জুন রামপাল তাঁর দীর্ঘ দাড়ি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই অর্জুন রামপাল গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা  দেমেট্রিয়েডের কাছ থেকে কিছুটা সাহায্য নিয়ে তা কামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সোমবার দিন অর্জুন রামপাল গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা এর সাথে অনেকগুলো ইনস্টাগ্রামে পোস্ট করলেন। প্রথম ভিডিও তিনি ডিসাইড করলেন দাড়ি কাটার। দ্বিতীয় ভিডিওটিতে অর্জুন রামপাল তার গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা এর  সাহায্য নিয়ে অল্প দাড়ি কাটলেন।

লাস্ট ভিডিওটিতে ওম শান্তি ওম এর  অভিনেতা অর্জুন রামপাল কে পুরো  দাড়ি ছাড়া  দেখতে পাওয়া যায় । প্রথম ভিডিওটির  ক্যাপশনে ছিল “এই বর্ধিত কোয়ারান্টাইন আমার দাড়ি আরও ভাল হয়েছে। এখন সময় হচ্ছে ওটাকে যেতে দেওয়া। আশা করছি  নতুন ফিল্ম শুরুর আগে এটি আবার বাড়বে।” # হেয়ারটুডেগনটুমোরো

দ্বিতীয় ভিডিওটির পোস্টে লিখলেন  “দাড়ি কাটার কাজ চলছে , ভিডিওটি দেখুন নিচে” । ভিডিওটিতে অর্জুন রামপাল গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা দেখা যায়।

 

View this post on Instagram

 

It’s started ?

A post shared by Arjun (@rampal72) on

লাস্ট ভিডিওটিতে ৪৭ বছরের অভিনেতা  লিখলেন: “ সব হয়ে গেছে, সভ্য হয় এ আবার  ফিরেছি” হ্যাঁ অথবা না? ২০০৬ সালের  সি ইউ ছবিটির রেফারেন্সে  তিনি  লিখলেন “ # আই সি মি .”

কাজের দিক দিয়ে অর্জুন রামপাল লাস্ট দেখা  জান ওয়েব সিরিজ “দি ফাইনাল কল”এ । ছবির দিক দিয়ে উনার লাস্ট ছবি ছিল ২০১৮ সালে মুভি “পাল্টান”, যেখানে নির্মাতা ছিলেন  জেপি দত্তা। অভিনেতা  রা ওয়ান, ওম শান্তি ওম, হিরোইন, রাজনীতি,  ইনকার  এবং অন্যান্য অনেক  মুভিতে ওনার বেস্ট পারফরমেন্সের জন্য  জানা যায়।

গ্যাব্রিয়েলা একজন সাউথ আফ্রিকান মডেল এবং তিনি একজন ডিজাইনার ও। উনার নিজস্ব “ডেমি লাভ” নামে একটি ফ্যাশন লেভেল আছে। 

সম্প্রতি গ্যাব্রিয়েলা একটি ছেলেকে জন্ম দিয়েছে তার নাম রেখেছে অরিক। 

 

View this post on Instagram

 

Camera shy ☺️ #memories #goa

A post shared by Arjun (@rampal72) on

অর্জুন রামপাল গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা সম্প্রতি মা বাবা হলেন। অর্জুন রামপালের প্রথম স্ত্রী মেহের জেসিয়া সাথে ২১ বছর আগে বিয়ে হয় এবং ২০১৯ সালে ওদের ডিভোর্স হয়  ।  অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া দুটো মেয়ে আছে নাম হচ্ছে মাহিকা এবং মাইরা  ।

২০১৯ সালে ডিভোর্সের পর অর্জুন রামপাল  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে  উনার এবং গ্যাব্রিয়েলার রিলেশনশিপ সম্পর্কে  প্রকাশ করলেন এবং  তাতে গ্যাব্রিয়েলার প্রেগনেন্সি  এর কথা ও জানালেন “।

মেহেরের  বন্ধু  জানালেন যে “মেহের জিনিসটাকে একসেপ্ট করে নিয়েছে  যে অর্জুন জীবনে আগে বেড়ে গেছে। কিন্তু ওদের সম্পর্কের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে সেটেলমেন্ট চলছে । “তিনি আরও জানালেন যে মেহের একজন খুব ভালো মা এবং উনার বাচ্চাদের জন্য উনি সবচেয়ে বেস্ট জিনিসটা করবেন ।

অর্জুন রামপাল গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা

অর্জুন  একটি ইন্টারভিউতে জানালো  যে কি করে ও  গ্যাব্রিয়েলার সাথে  পরিচয়  হয় ।

ওরা দুজনে কমন বন্ধুদের দ্বারা দেখা করে । তিনি আরো বলেন যে  উনার প্রথম গুরুত্ব ছিল মেয়েদের গ্যাব্রিয়েলা কে একসেপ্ট করা  এবং তিনি আরও জানালেন  যে তারা গ্যাব্রিয়েলা কে একসেপ্ট করে নিয়েছে  কোন প্রশ্ন জিজ্ঞেস না করে।

আরো পড়ুন , সালমান খানের নতুন গান তেরে বিনা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *