ক্রিকেটার শাকিব আলী হোসেন দ্বিতীয়বার বাবা হলেন নাম রাখলেন ইরাম

বাংলাদেশের  সর্ব পারদর্শী ক্রিকেটার শাকিব আলী হোসেন দ্বিতীয়বার বাবা হলেন। উনার স্ত্রী উম্মে আহমেদ শিশির আমেরিকাতে একটি মেয়ের  জন্ম দিলেন।

 সূত্র থেকে জানা গেছে মা এবং মেয়ে দুজনই সুস্থ আছে।

শাকিব আলী হোসেন  ২০১২ সালে উম্মে আহমেদ শিশির এর সাথে বিয়ে করেন। শাকিব আলী হোসেন  এবং উম্মে আহমেদ শিশির  সাড়ে চার বছর আগে বছর আগে  মেয়ে আলাইনা কে জন্ম দেয়। এবার দ্বিতীয়বার  মা বাবা  হলে হলেন দম্পতি।

সম্প্রতি ক্রিকেটার শাকিব আলী হোসেন  টুইটার একাউন্টের দ্বারা একটি ছবি পোস্ট করলেন  যেখানে মেয়ে এবং স্ত্রীর সাথে উনি হাসপাতালে দেখা যাচ্ছে। তিনি ক্যাপশনে লিখলেন “আমাদের  বেবি ইরাম  আমাদের  জান্নাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।”

শাকিব আলী হোসেন সম্প্রতি স্ত্রী এবং বাচ্চাদের সঙ্গে আমেরিকায় আছেন ।তিনি আমেরিকায় গিয়ে নিজেকে ১৪ দিনের জন্য  সেল্ফ  কোরআনটাইন  ও করেছিলেন ।

তিনি  সামাজিক কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন । বাংলাদেশের মহামারীতে পিরিত লোকদেরকে সাহায্য করার জন্য  তিনি ফান্ডরেইজিং এর ব্যবস্থা করছেন। 

গত বুধবার দিন শাকিব এর প্রিয় ব্যাট টি যেটা দিয়ে তিনি ২০১৯ ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড এবং ওয়েলস এ খেলেছিলেন সেই  ব্যাট  টি   নিলাম এ টি কে কুড়ি লক্ষ  টাকায় টাকায় টাকায় বিক্রি হয়েছে।

এটা কাটা যেটা জেনারেট হয়েছে সেটা বাংলাদেশের করোনা ভাইরাস মহামারীতে পিরিত  ব্যক্তিদের  সাহায্যে  খরচা করা হবে ।

শাকিব আলী হোসেন তিনি সম্প্রতি আরেকটি টুইটারে উনার মেয়ে আলায়না কে দেখিয়ে বললেন ভবিষ্যতের ইউটিউবার

ক্রিকেটার শাকিব আলী হোসেন

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এক বছর  ক্রিকেট দুনিয়া থেকে স্থগিত থাকার পর তিনি আইসিসি দুর্নীতি দমন কোড লঙ্ঘনের তিনটি অভিযোগ স্বীকার করার পর বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে দু’বছরের জন্য ব্যান করে দিয়েছিল

কোডের বিধানের অধীনে, মিঃ আল হাসান অভিযোগ স্বীকার করতে বেছে নিয়েছেন এবং দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পরিবর্তে আইসিসির কাছে অনুমোদনের বিষয়ে সম্মতি দিয়েছেন ।অনুমোদনের স্থগিতাদেশের শর্ত পূরণ করে তাঁর শর্ত সাপেক্ষে, তিনি ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করতে পারবেন  

আইসিসি জেনারেল ম্যানেজার আলেক্স মার্শল  বলেছিলেন শাকিব আলী হোসেন একজন  আন্তর্জাতিক ক্রিকেটার  । এবং তিনি অনেকগুলো অনেক শিক্ষামূলক অধিবেশনে অংশ নিয়েছে এবং কোডের অধীনে তার বাধ্যবাধকতাগুলি জানেন।  শাকিবের সবগুলো  পন্থা রিপোর্ট করা উচিত ছিল বলে জানিয়েছিলেন।

শাকিব উনার সমস্ত ভুল গুলো একসেপ্ট করেছিলেন এবং ইনভেস্টিগেশনে জন্য যথেষ্ট সহযোগিতা করেছিলেন । তিনি সেটাও বলেছিলেন যে ভবিষ্যতে তরুণ প্রজন্মকে ইন্টিগ্রিটি  ইসু নিয়ে ভালো করে শিক্ষা দেবে এবং তাদের  ক্রিকেটের বাধ্যতামূলক নিয়মকানুন গুলো ভালো করে শেখাবেন ।

 

আরো পড়ুন , সুরেশ রায়না দ্বিতীয়বার বাবা হলেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *