সলমান খানের নতুন গান “তেরে বিনা” শুটিং করলেন জ্যাকলিন এর সাথে পানভেল এর ফ্রম হাউসে

 সলমান খানের নতুন গান “তেরে বিনা” শুটিং করলেন জ্যাকলিন এর সাথে পানভেল এর ফ্রম হাউসে :

বলিউডের বিখ্যাত অভিনেতা সলমান খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ পানভেল ফ্রম হাউসে তাদের নতুন গান “তেরে বিনা” শুটিং করলেন । জ্যাকলিন ফার্নান্ডেজ ২০১৮ সালে রেস তে কাজ করার পর  সালমান খানের নতুন গান “তেরে বিনা” শুটিং করে ফেললেন ।

বলিউডের অভিনেতা সালমান খান  নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করলেন এবং তাতে  পানভেল এর  ফরম হাউসে  শুটিং করা নতুন গান “তেরে বিনা” প্রকাশ করলেন ।

সলমান খানের নতুন গান

 অভিনেতা সালমান খান করোনা ভাইরাসের  লকডাউন এর সময় জ্যাকলিন ফার্নান্ডেজ এবং  কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের সহ নিজের  পরিবারদের কে নিয়ে পানভেল  এর  ফার্ম হাউসে থাকেন ।

সেখানে উনি উনার ভাইঝি এবং ভাইপো ওদের সঙ্গে সময় কাটান ।

 তিনি উনার ফ্যান দের কেও ভুলে যাননি , তার জন্য নিয়মিত তাদেরকে আনন্দ বিনোদনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । উনার “পেয়ার করনা” গানটি খুব সুপার হিট হওয়ার পর  তিনি পরবর্তী গান  “তেরে বিনা”  রিলিজ করতে চলছেন । 

সলমান খানের নতুন গান

গানটির শুটিং শেষ হয়ে গেছে এবং উনি ওনার নতুন খোলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে গানটি প্রকাশ করছেন ওনার ফ্যানদেরকে এন্টারটেইন কড়তে। 

সালমান খান ওয়ালুশা দে সওসা সাথে হওয়া ইন্টারভিউর একটি ভিডিও শেয়ার  করলেন তাতে জানালেন যে একটি গান ওনার মনে ছিল তাই তিনি ভাবলেন এই লকডাউন এর মধ্যে একটা ভালো সময় ওই গানটি কে প্রকাশিত করার ।

তিনি আরো বলেন এই গানটি উনার কোন  মুভি এর সাথে মিল ছিল না তাই তিনি গানটি কে আলাদা করে প্রকাশিত করছেন । তিনি আরও জানালেন গানটির শুটিং করতে প্রায় চার দিন সময় লাগলো ,যদিও সেটার মধ্যে উনি উনার প্রপার্টি  দেখাননি।  তাতে জেকলিন  যখন তার কারণ জানতে চাইলে তিনি বলেন সিটি ওনার বাড়ি ।

জেকলিন আরো জানান যে শুটিং টা উনার জন্য খুব সহজ ছিল কারণ সেখানে শুধু তিনজন মানুষ  ছিলেন ।  সালমান খান বললেন প্রথমবার  জ্যাকলিন প্রপস গুলোর খেয়াল রাখা লাইট গুলো কে দেখা সবকিছুই ওর কাছে একটা খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল ।

আরো পড়ুন বিনোদনের খবর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *