১৪ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু

১৪ জন অভিবাসী শ্রমিক মারা গেছেন মহারাষ্ট্রে রেলপথে লকডাউনের সময়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দিন মহারাষ্ট্রে এর অরঙ্গবাদ ট্রেন এক্সিডেন্ট এ ১৪ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু তে শোক জানিয়েছেন । তিনি বলেছেন শ্রমিকদের পরিবারের যথাসম্ভব প্রয়োজনীয় সহায়তা করা হবে । 

 শুক্রবার সকালে কম করে ১৪ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয় শ্রমিকরা যারা রেল ট্রাকের উপরে ঘুমাচ্ছিল অরঙ্গবাদ  ডিস্ট্রিক্ট এ মালবাহী ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় । 

 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি টুইট করে অরঙ্গবাদ রেল দুর্ঘটনায় ১৪ জন অভিবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর শোক জানান এবং তিনি রেল মিনিস্টার শ্রী পিয়ুষ গোয়েল এর সাথে কথা বলেন এবং বিষয়টি  তদন্ত চলছে । প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে শ্রমিকরা মধ্যপ্রদেশে ফিরে আসার জন্য রেল ট্রাকের উপর দিয়ে চলছিল এবং রাতে ওরা পরিশ্রান্ত হয়ে রেল ট্রাকের উপর ঘুমিয়ে পড়ে ।

গরিব অভিবাসী শ্রমিকরা মধ্য মহারাষ্ট্রের জলনা থেকে ভূসাওয়াল  যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দেয় রেলপথের ওপর দিয়ে চলতে থাকে চলতে চলতে রাতে ক্লান্ত হয়ে রেলপথে ঘুমিয়ে পড়ে ।  লকডাউন  এর মধ্যে শ্রমিকরা পায়ে হেঁটে  মধ্যপ্রদেশে নিজেদের বাড়ি ফিরে আসছিল । 

রেলওয়  মিনিস্টার জানালেন কিছু শ্রমিকের  দেখে মালবাহী ট্রেনের চালক ট্রেনটিকে থামানোর চেষ্টা করে  কিন্তু দ্রুত ট্রেন থামানো তৎক্ষণাৎ সম্ভব হয়নি এবং তাতে ট্রেনটি রেলপথে শুয়ে থাকা শ্রমিকদের উপর দিয়ে যায় । ১৪ জন অভিবাসী শ্রমিক মারা যায় । ঘটনাটি ঘটে পার্ভনি-মনমাদ বিভাগে বদনাপুর ও করমাদ স্টেশন মধ্যে।

আহত শ্রমিকদের  অরঙ্গবাদ সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় । মন্ত্রণালয় থেকে জানানো হলো যে ঘটনাটির একটা  তদন্ত চলছে ।

শ্রমিকদের অভাব এসময় একটা খুব বড় চিন্তার বিষয় কারণ যখন থেকে লকডাউন শুরু হয়েছে তখন থেকে  লক্ষ লক্ষ শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে নিজেদের বাড়ি ফেরার জন্য এবং সরকারের কাছে খাবার এবং থাকার জন্য  সাহায্য চেয়ে যাচ্ছে।

তার মধ্যে কয়েক হাজার শ্রমিকরা পায়ে হেঁটে নিজের বাড়ি যাওয়ার চেষ্টা করে । এবং তাতেই এ দুর্ঘটনাটি ঘটে যখন হাঁটতে হাঁটতে ওরা ক্লান্ত হয়ে  রাতে রেলপথে ঘুমিয়ে পড়ে।

শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর জন্য ওয়েস্ট বেঙ্গলের  মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জি  টুইটার অ্যাকাউন্টে  টুইট  করে  দুঃখ প্রকাশ করলেন ।  উনি তাদের পরিবারের  মানুষদেরকে সমবেদনা জানালেন এবং তাদের আত্মার শান্তি কামনা  করলেন। আহত শ্রমিকদের দ্রুত সুস্থ   হয়ে ওঠবার কামনা করলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *