কয়েকটি ইন্ডোর প্ল্যান্ট যা বাড়াবে আপনার ঘরের শোভা, কেমন করে যত্ন নেবেন জেনে নিন, আলো আর জল ঠিকমতো পেলেই কোনো অসুবিধা হবেনা। গাছগুলি হল -অ্যারেলিয়া, অ্যালোভেরা,স্নেক প্ল্যান্ট,অ্যাগ্লোনিমা, মানি প্ল্যান্ট
ঘর সাজানোর অন্যতম উপায় হল গাছ লাগানো, এতে ঘরের বাতাসও পরিশুদ্ধ থাকে। বর্তমান সময়ে অনেকেই ফ্ল্যাটবাড়িতে থাকেন, তাই ছাদে গাছের বাগান করা হয়ে ওঠেনা। তাই ঘরের মধ্যেই একটুকরো সবুজের ছোয়া দেখতে চান কিন্তু ভেবে পান না কি গাছ লাগাবেন। দেখে নিন এমন কয়েকটি গাছের নাম যা আপনার ঘরে কিংবা ব্যালকনিতে সহজেই রাখতে পারবেন। যারা একেবারেই নতুন বাগানী তারাও এই পাঁচটি গাছ ঘরে রাখতে পারেন।
১. অ্যারেলিয়া –
এই গাছটি দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর করে এই গাছটিকে সাজিয়ে তোলাও যায়। প্রথমে একটি আট ইঞ্চির টবে সার মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দেবেন। তারপরে ঘরে আলো আসে এমন স্থানে গাছ টি রেখে দিন, তেমন বিশেষ যত্ন নিতে লাগেনা এই গাছে, মাটি শুকিয়ে গেলে অল্প জল দিলেই হবে।
২.অ্যালোভেরা –
একেবারে ঝক্কি বিহীন গাছ, এই গাছটিও সেমিশেড পছন্দ করে, আলো বাতাস আসে ঘরের এমন স্থানে আট-দশ ইঞ্চি টবে সার, মাটি দিয়ে বসিয়ে দিন। জল সপ্তাহে একদিন দিলেই চলবে। গাছটির অনেক ঔষধি গুণও আছে। এই গাছ একটি লাগালে অনেকগুলি শাখা গাছ বেরোয়, যা একাধিক টবে প্রতিস্থাপন করতে পারেন।
৩. স্নেক প্ল্যান্ট –
এই গাছটিও ইন্ডোর প্ল্যান্ট। ঘরের যে কোনো জায়গায়, টিভির সামনে, বুক সেল্ফে রাখতে পারেন, চার থেকে ছয় ইঞ্চির টবে রাখতে পারেন। অনেক বড় গাছ হলে বড় টবে রাখতে পারেন, ৪-৫ দিন পর পর জল দিলেই হয়। কয়েক দিন পর পর আলো আসে এমন স্থানে কিছুক্ষণ রেখে দিলেই হবে। যত্ন ছাড়াই সুন্দর বেড়ে ওঠে এই গাছ।
৪.অ্যাগ্লোনিমা –
এই গাছের পাতার রঙ ভীষণ আকর্ষনীয়। এই গাছটিও ইন্ডোর প্ল্যান্ট এবং খুব সামান্য যত্নেই ঘরের শোভা বৃদ্ধি করে। এই গাছের পাতার রঙ সবুজ এবং ধারগুলো লাল ও সোনালী হয়ে যায়। এর বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়। সামান্য আলো আসে এমন স্থানে রাখলেই চলে। মাটি শুকিয়ে গেলে অল্প করে জল দিতে হয়। ৮ ইঞ্চি টবে রাখা যায়।
৫.মানি প্ল্যান্ট –
এই গাছটি ভীষণ দ্রুত বাড়ে এবং একটি গাছ কেটেই বহু গাছ তৈরী করা যায়। যারা গাছের পরিচর্যা সম্পর্কে তেমন কিছু জানেন না অথচ গাছ লাগানোর ভীষণ ইচ্ছা, তারা এই গাছ লাগাতে পারেন।
আরো পড়ুন,ওড়িশাতেও আতসবাজি পোড়ানো নিষেধাজ্ঞা এবং বিক্রিতে জারি নিষেধ
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More