SBI ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে বিপুল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি 

SBI ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে বিপুল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি

SBI ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। SBI ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের মোট শূন্যপদ ৮৫০০

যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর, SBI ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে বিপুল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি।

২০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

SBI ব্যাঙ্কে প্রায় ৮৫০০ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই পক্রিয়ায় যারা নির্বাচিত হবেন তাদের ৩ বছরের একটি ট্রেনিং দেওয়া হবে। তারপর তাদের IIBF পরীক্ষায় বসতে হবে।

প্রার্থী নির্বাচন হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে।আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল- sbi.co.in

অনলাইনে আবেদনের সমসসীমা ২০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর।

আরো পড়ুন: সিআরজেড ছাড়পত্র ছাড়া নির্মান হওয়া একাধিক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে সুন্দরবনে 

শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম স্নাতক পাশ হতে হবে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।

বয়স আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ এর মধ্যে।

বিষয় লিখিত পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরে, যেখানে রিজনিং  এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড এর উপর থাকবে ২৫ নম্বর।

কোয়ান্টেটিভ অ্যাপটিটিউড এর উপর থাকবে ২৫ নম্বর।

জেনারেল ইংরাজির উপর থাকবে ২৫ নম্বর এবং সাধারণ জ্ঞানের উপর ২৫ নম্বর।

লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে।

বেতন এসবিঅাই অ্যাপ্রেন্টিস পদে যারা নির্বাচিত হবেন তারা প্রথম বছরে ১৫০০০ টাকা প্রতি মাসে বেতন পাবেন। দ্বিতীয় বছরে প্রতি মাসে ১৬৫০০ টাকা পাবেন এবং তৃতীয় বছর প্রতিমাসে পাবেন ১৯০০০ টাকা। সম্ভাব্য পরীক্ষা হবে ২০২১ এর জানুয়ারি মাসে।

শূন্যপদ

গুজরাটে মোট শূন্যপদ ৪৮০ ,অন্ধ্রপ্রদেশে ৬২০ , কর্ণাটকে ৬০০ ,  মধ্যপ্রদেশে ৪৩০,  ছত্তিসগড়ে ৯০,  পশ্চিমবঙ্গে ৪৮০, উড়িষ্যায় ৪০০, হিমাচল প্রদেশে ১৩০ টি, হরিয়ানাতে ১৬২, পাঞ্জাবে ২৬০, তামিলনাড়ুতে ৪৭০, পন্ডিচেরিতে ৬, দিল্লিতে ৭,উত্তরাখণ্ডে ২৬৯, রাজস্থানে ৭২০, কেরালাতে ১৪১, উত্তর প্রদেশে ১২০৬, মহারাষ্ট্রে ৬৪৪, অরুনাচল প্রদেশে ২৫, আসামে ৯০ টি, মনিপুর ১২ টি, মেঘালয় ৪০ টি, মিজোরামে ১৮ টি, নাগাল্যান্ডে ৩৫, ত্রিপুরা ৩০, বিহার ৪৭৫, ঝাড়খণ্ড ২০০ টি মোট শূন্যপদ আছে।

ফর্মের মূল্য এসবিঅাই এর এই পদে আবেদনের জন্য জেনারেল দের ফর্মের দাম ৩০০ টাকা, এসসি/এসটি /ওবিসিদের আবেদনের ফর্ম পূরণে কোনো টাকা লাগবে না।

আরো পড়ুন: আক্রান্তের সংখ্যা বাড়ায় আগামী দিনের কড়া লকডাউন জারি মেলবোর্নে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *