করোনার জেরে এবছর মুক্তি পাচ্ছে না দীপিকা রণবীর অভিনীত ‘৮৩’ সহ বেশ কিছু সিনেমা 

করোনার জেরে এবছর মুক্তি পাচ্ছে না দীপিকা রণবীর অভিনীত ‘৮৩’ সহ বেশ কিছু সিনেমা

করোনার জেরে এবছর মুক্তি পাচ্ছে না দীপিকা রণবীর অভিনীত ‘৮৩’ সহ বেশ কিছু সিনেমা, মুক্তি পিছিয়ে গেল

অক্ষয় ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’, ২০২১ এ মুক্তি পাবে এই দুটি ছবি।

করোনা অতিমারির কারণে এবছর মুক্তি হওয়া থেকে  পিছিয়ে গেল বহু প্রতীক্ষিত বিগ বাজেটের বেশ কয়েকটি ছবি। যার মধ্যে উল্লেখযোগ্য রণবীর সিংয়ের ‘৮৩’  এবং অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’। ‘৮৩’ ছবির পরিচালক কবীর খান যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে  রণবীর সিং কে, তিনি কপিল দেবের চরিত্রে নজর আসবেন এই সিনেমায়।  অপরদিকে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায়  থাকবেন দীপিকা পাড়ুকোন।  ছবিটির মুক্তি এবছর এপ্রিলে হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা পিছিয়ে যায়, তবে খবর এবছর নয় ২০২১ এ মুক্তি পাবে দীপিকা রণবীর অভিনীত ‘৮৩’ ।

আরো পড়ুন,এনগেজমেন্ট সেরে ফেললেন  অভিনেত্রী গওহর খান, পাত্র খ্যাতনামা গায়কের পুত্র  

অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ যার পরিচালক রোহিত শেঠি। এই ছবিটির মুক্তির কথা ছিল ২৪ মার্চ, কিন্তু করোনার জেরে ভেস্তে যায় এই ছবির মুক্তিও। এই ছবিতে দীর্ঘদিন পর একসাথে দেখা যাবে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। একসময় পরপর বেশ কয়েকটি সিনেমা করেছিলেন এই জুটি।

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় বহু ছবি মুক্তি পেয়েছে OTT প্ল্যাটফর্মে।

তবে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের তরফে জানানো হয়েছে, ‘৮৩’ ও ‘সূর্যবংশী’ ছবি দুটি ওটিটি প্ল্যাটফর্মে নয় বরং হলেই মুক্তি পাবে। অনেক রাজ্যেই সিনেমাহল বন্ধ, আবার যেসব রাজ্যে খুলছে বা খুলেছে সেখানে দর্শক সংখ্যা অনেক কম, করণা পরিস্থিতিতে  ক্রিসমাসের তেমন সম্ভাবনা না থাকায় ছবির প্রচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে যে কারণেই ‘৮৩’ এবং সূর্যবংশী ছবি দুটির মুক্তি এ বছর থেকে পিছিয়ে সামনের বছর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিলায়েন্স এন্টারটেইনমেন্টের CEO শিবাশিষ সরকার।

তবে দিওয়ালির আগেই মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত দুটি ছবি। যার একটি রাজকুমার রাও এবং নুসরাত বারুচা অভিনীত ‘ছলাং’ মুক্তি পাবে দিওয়ালির ঠিক আগে ১৩ নভেম্বর। এবং অপরটি কিয়ারা আডবানী এবং অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী’। যা মুক্তি পাবে ৯ নভেম্বর।

আরো পড়ুন,লক্ষ্মী নতুন গানবম ভোলেতে অক্ষয়ের তান্ডব নৃত্যে মুগ্ধ নেটিজেনরা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *