জ্যাসমিন ভাসিনকে সাপোর্ট করে বিগ বসের ঘরে কয়েক সপ্তাহ আগে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা আলি গোনি। মঙ্গলবারের এপিসোডে ঘর থেকে বাইরে চলে যাবেন আলি গোনি।
বিগ বসের ঘর থেকে সপ্তাহের মাঝেই চলে গেলেন অভিনেতা আলি গোনি! প্রায় সকলেই ভেবেছিলেন এবার হয়তো অভিনব শুক্লা বা কবিতা কৌশিক ঘর থেকে বাইরে যাবেন, তবে এমনটা হয়নি। খবর অনুযায়ী মঙ্গলবারের এপিসোডে আলি গোনি বিগ বসের ঘর থেকে চলে যাবেন। একটি প্রোমো সামনে এসেছে যেখানে জ্যাসমিন কাঁদতে কাঁদতে আলিকে বলছেন তাঁকে ছাড়া বিগ বসে থেকে কি করবেন জ্যাসমিন।
বিগ বসের ঘর থেকে সপ্তাহের মাঝেই চলে গেলেন অভিনেতা আলি গোনি! আলি গোনির ফ্যানদের জন্য দুঃখের খবর। বিগ বসে ১৪(Bigg boss 14) চলছে ফিনালে উইক, বিগ বস প্রতি মুহূর্তেই শোয়ে চমৎকার ভাবে টুইস্ট আনছে। সবাইকে অবাক করে দিয়ে মঙ্গলবারের এপিসোডে আলি গোনি ঘর থেকে বাইরে চলে যাবে। যেখানে ঘরের বাকি সদস্যেদের সবাইকেই দেখা গেছে সেখানে
‘বিগ বস’ এর লাইভ ফিড এ কোথাও আলি কে দেখা না যাওয়ায় এমনটাই মনে করা হচ্ছে যে আলি ঘর থেকে চলে গেছে।
আরো পড়ুন: রুবিনা -অভিনবের ডিভোর্সের কথা শুনে চমকে উঠবেন দর্শক!
সূত্রের খবর অনুযায়ী আলি গোনি ‘বিগ বস’ থেকে বাইরে চলে গেছে। বিগ বসের লাইভ ফিড শেয়ার করা হয়েছে যেই ভিডিওতে সেখানে রাহুল বৈদ্য, জ্যাসমিন, কবিতা কৌশিক সকলেই চমকে গেছেন এমন ভাব নিয়ে তাকাচ্ছেন আলির দিকে। এই ভিডিও দেখে মনে হচ্ছে আলি সত্যি সত্যি ঘর থেকে চলে গেছে।
মিড উইক এভিকশনের যেই প্রোমো ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে জ্যাসমিন ভাসিন কাঁদতে কাঁদতে আলিকে বলছেন আলিকে ছাড়া জ্যাসমিনও খেলবেন না, আলিকে জিততে দেখতে চান জ্যাসমিন৷ সেখানে একা খেলা তার পক্ষে সম্ভব নয়। তখন আলি জানায় ‘আমি তোকে জিতে নিয়েছি, আমি আর কিছু জিততে চাই না ‘।
কয়েক সপ্তাহ আগেই আলি গোনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছিলেন বিগ বসের ঘরে। এবছর বিগ বসের প্রতিযোগিদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল আলি গোনি, ভালো খেলছিলেনও তিনি। হঠাৎ করে এভাবে তিনি ঘর থেকে চলে যাবেন, অনেকেই তা ভাবেন নি। রুবিনা দিলেকের থেকে এই সপ্তাহে ইমিউনিটি স্টোন জিতে এই সপ্তাহে একমাত্র এজাজ খান ছাড়া বাকি প্রত্যেকেই এলিমিনেশনের জন্য নমিনেট হয়েছেন।
এই সপ্তাহে বিগ বসের ঘর ৫ জন সদস্য আউট হবেন এবং নতুন ৫ জন সদস্যের আগমন ঘটবে। নতুন আসা সদস্যরাও পুনরায় বিগ বসের ট্রফির জন্য ঘরে লড়াই চালাবেন। এই নতুন পাঁচ জন সদস্য হলেন রাখি সাওয়ান্ত, রাহুল মহাজন, কাশ্মীরা শাহ,আর্শি খান এবং মনু পাঞ্জাবি। এবং এদের সাথেই মাস্টারমাইন্ড হিসেবে ‘বিগ বস ১৪’ র ঘরে আসবেন বিকাশ গুপ্তা।
আরো পড়ুন: ব্রেন স্ট্রোক ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়ের, ভর্তি নানাবতী হাসপাতালে
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More