Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী। ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘গোরা’র ভূমিকায় জনপ্রিয় হন তিনি। গানের ওপারে থেকে যাত্রা শুরু, তার পর একাধিক ছবিতে দর্শকদের মন কেড়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী, জেনে নিন তার জীবনের টুকরো কথা…স্কুলজীবনের বান্ধবীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। প্রথম সিনেমা ‘বাপি বাড়ি যা’।
গানের ওপারে থেকে যাত্রা শুরু, তার পর একাধিক ছবিতে দর্শকদের মন কেড়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী, জেনে নিন তার জীবনের টুকরো কথা….
বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তীর কনিষ্ঠপুত্র অর্জুন চক্রবর্তী বর্তমান সময়ের জনপ্রিয় এক অভিনেতা। ১৯৯০ সালে ৫ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল থেকে শিক্ষা সম্পন্ন করে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গণযোগাযোগ এবং ভিডিওগ্রাফিতে স্নাতক সম্পূর্ণ করেন। অভিনেতার ডাক নাম ঋষি, তার উচ্চতা ৬ ফুট।
অর্জুন চক্রবর্তী ব্যক্তিজীবন
দীর্ঘদিনের বান্ধবী সৃজা সেনকে ২০১৬ সালে বিয়ে করেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। ২০১৮ সালে তাঁর কন্যা অবন্তিকার জন্ম হয়।
অর্জুন চক্রবর্তী কেরিয়ার
অভিনয়ের শুরু ধারাবাহিকের মাধ্যমে, তারপর সিনেমাতেও সফল হয়েছেন অর্জুন। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘গোরা’র ভূমিকায় জনপ্রিয় হন তিনি। ২৮ জুন ২০১০ থেকে ১৬ এপ্রিল ২০১১ পর্যন্ত স্টার জলসায় প্রচারিত হয় এই ধারাবাহিক। ২০১২ সালে সিনেমায় পা রাখেন অর্জুন। তার প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’, এই ছবিতে তাঁর প্রথম ধারাবাহিকের সহঅভিনেত্রী মিমিও ছিলেন। ফিচারফিল্ম ছাড়াও প্রচুর টেলিছবিতেও অভিনয় করেছেন অর্জুন। প্রথম নেগেটিভ ভূমিকায় অভিনয় করেছিলেন “ব্যোমকেশ গোত্র” ছবিতে। এই ছবিটিতেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল।
আরো পড়ুন: জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন থেকে পছন্দের তালিকা, জেনে নিন সবটা….
অর্জুন চক্রবর্তী টেলিভিশন
গানের ওপারে (২০১০-১১),
ব্যোমকেশ – এপিসোড : শজারুর কাঁটা (২০১৫),
প্রফেশনাল -টেলিফিল্ম (২০১৫),
আকাশ ছোয়া (টেলিফিল্ম) (২০১৬),
সেই মেয়েটা -টেলিফিল্ম (২০১৬),
জামাই রাজা (২০১৭-২০১৮)
অর্জুন চক্রবর্তী সিনেমা
বাপি বাড়ি যা (২০১২),
যদি লাভ দিলে না প্রাণে (২০১৪),
চিরদিনই তুমি যে আমার ২ (২০১৪),
বঙ্কু বাবু (২০১৪),
জানলা দিয়ে বউ পালালো (২০১৪),
কখন তোমার আসবে টেলিফোন (২০১৪),
দেবী (২০১৫),
আসছে বছর আবার হবে (২০১৫),
অটো নম্বর ৯৬৯৬ (২০১৫),
বাওয়াল (২০১৫),
সাক্ষী (২০১৬),
ওয়ান (২০১৭),
কিছু না বলা কথা (২০১৭),
মাছের ঝোল (২০১৭),
গুপ্তধনের সন্ধানে (২০১৮),
ক্রিসক্রস (২০১৮),
ব্যোমকেশ গোত্র (২০১৮),
দুর্গেশগড়ের গুপ্তধন (২০১৯),
ফাইনালি ভালোবাসা (২০১৯),
অভিযাত্রীক (২০১৯),
সাহেবের কাটলেট (২০১৯),
লাভ আজ কাল পরশু (২০২০)
অর্জুন চক্রবর্তী ওয়েব সিরিজ
হইচই এর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। যার মধ্যে আছে
দ্য নাইটিংগেল (২০১৯),
বন্য প্রেমের গল্প ২ (২০২০)
অর্জুন চক্রবর্তী পুরস্কার
স্টার জলসা পরিবার পুরস্কার (২০১১), টেলি সম্মান ২০১১, বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ডস (২০১১), হায়দরাবাদ তেলঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮ তে পুরস্কার লাভ করেন অর্জুন চক্রবর্তী।