হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাহুল রায়, সুস্থ হলে শুরু করবেন পরবর্তী ছবি ‘স্ট্রোক’ এর কাজ 

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাহুল রায়, সুস্থ হলে শুরু করবেন পরবর্তী ছবি ‘স্ট্রোক’ এর কাজ

অভিনেতা রাহুল রায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। কথায় সমস্যা হওয়ায় স্পিচ থেরাপি চলছে অভিনেতার।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাহুল রায়, সুস্থ হলে শুরু করবেন পরবর্তী ছবি ‘স্ট্রোক’ এর কাজ। ‘এলএসি: লিভ দ্য ব্যাটল’ ছবির শুটিংয় চলাকালীন ২৬ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেতার। পরিচালক নীতিন কুমার গুপ্ত জানিয়েছেন এরপর তিনি ‘স্ট্রোক ‘ নামক একটি ছবি করবেন, যেখানে অভিনয় করবেন রাহুল রায়।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাহুল রায়, সুস্থ হলে শুরু করবেন পরবর্তী ছবি ‘স্ট্রোক’ এর কাজ। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়।পরিচালক বন্ধু নীতিন কুমার গুপ্তা জানিয়েছেন নানাবতী  হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বোনের সাথে বাড়ি ফিরেছেন অভিনেতা। সোমবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হত, কিন্তু কিছু পেপারওয়ার্কের কারণে আরও একটু সময় লেগেছে। বর্তমানে ভালো আছেন তিনি, তবে স্ট্রোকের  কারণে অভিনেতার কথা জড়িয়ে যাচ্ছে। তাই তার স্পিচ থেরাপি চলছে। অভিনেতার সুস্থ হওয়ার খবরে আনন্দিত তার ফ্যানেরা।

আরো পড়ুন: সলমন খানের বোন অর্পিতা যখন রেস্তোরাঁয় ভাঙতে শুরু করেন প্লেট, কেন দেখে নিন 

সোমবার একটি ভিডিও ইনস্টাগ্রামে দেখা যায়, যেখানে দেখা যায় বোন এবং ভগ্নীপতির কাঁধে ভর দিয়ে হাটছেন অভিনেতা রাহুল রায়। অভিনেতার বোন এবং ভগ্নীপতি সকলকে পাশে থাকার জন্য এবং অভিনেতার সুস্থতা কামনার জন্য সকলকে ধন্যবাদ জানায়, পরিবারের সদস্যদের, অভিনেতার অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের এবং নানাবতী হাসপাতালের চিকিৎসক দের।

নীতিন কুমার গুপ্তের পরিচালনায়  ‘এলএসি: লিভ দ্য ব্যাটল’ ছবির শুটিংয় চলাকালীন ২৬ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেতার।নীতিন কুমার গুপ্ত এবার রাহুল রায়কে নিয়ে আরেকটি ছবি করতে চলেছেন, যার নাম ‘স্ট্রোক’ (Stroke)। এই সিনেমায় ‘স্ট্রোক’ হয়েছে এমন রোগীর চরিত্রে রাহুলকে দেখা যাবে।

‘স্ট্রোক’ ছবিটির পরিচালক নীতিন জানিয়েছেন কার্গিলে হওয়া ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে, এরপর রাহুল সম্পূর্ণ সুস্থ হলে শুরু হবে ‘স্ট্রোক’ সিনেমার শুটিং। রহস্যকেন্দ্রিক এই ছবিতে  মুখ্য চরিত্রে দেখা যাবে রাহুল রায়কে।

১৯৯০ সালে ‘আশিকি’ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রাখেন রাহুল রায়। প্রথম ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। ‘আশিকি’ ছবির সাফল্যের পর রাহুল রায়কে তেমনভাবে বলিউডে দেখা যায়নি। তবে অভিনেতার সুস্থ হওয়ায় এবং নতুন সিনেমায় খবরে উচ্ছ্বসিত ফ্যানেরা।

আরো পড়ুন: ‘বিগ বস ১৪ জনপ্রিয় এবং বিতর্কিত প্রতিযোগি পবিত্র পুনিয়াকে চেনেন,একসময় পারস ছাবড়ার সাথে সম্পর্কে ছিলেনজেনে নিন তার সম্পর্কে কিছু অজানা কথা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *