‘জার্সি’র শুটিং শুরু করলেন অভিনেতা শাহিদ কাপুরের,নতুন লুকে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে 

‘জার্সি’র শুটিং শুরু করলেন অভিনেতা শাহিদ কাপুরের, নতুন লুকে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। দীর্ঘদিন পর অভিনেতাকে শুটিং এ ফিরতে দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা।

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ভক্তদের জন্য সুখবর, আগামী ছবি ‘জার্সি’র  শ্যুটিংয় শুরু করে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি ইনস্টাগ্রামে শুটিং এর ছবি শেয়ার করলেন অভিনেতা।  যেখানে তাকে কালো পোশাকে এবং কালো চশমায়, ব্যাট হাতে প্র‍্যাকটিস করতে দেখা যাচ্ছে।

স্বভাবতই দীর্ঘদিন পর নতুন ছবির  শুটিং এ অভিনেতাকে  দেখে উচ্ছ্বসিত তার ফ্যানেরা। ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে শাহিদ কাপুর লিখেছেন, ‘জার্সি প্রস্তুতি… দে ধানা ধন’।

ছবি এবং ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে ক্রিকেটারের ভূমিকায় থাকবেন শাহিদ। এর আগে কখনও খেলোয়াড়ের চরিত্রে দেখা যায়নি শাহিদ কাপুরকে। ‘জার্সি’ র শুটিং শুরু হলেও করোনার কারণে তা বন্ধ হয়ে গেছিল যা আবার শুরু হয়েছে।

 

View this post on Instagram

 

#jersey prep. . . De dhana dhan

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on

ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ফ্যানেদের লাভ রিয়াক্টে ভরে যায়। শোনা গেছে করোনা আবহে আগের তুলনায় পারিশ্রমিক কমিয়েছেন শাহিদ কাপুর।

‘জার্সি’ ছবিটি প্রথমে ৩৩ কোটি টাকার বিনিময়ে করতে রাজি হয়েছিলেন অভিনেতা। তবে পরবর্তীতে কোভিডের কারনে দীর্ঘদিন বন্ধ থাকায়  প্রযোজককে  বাজেট থেকে কাটছাট করতে হয়। প্রযোজকের অনুরোধে  শাহিদ তার পারিশ্রমিক কমান।  ৩৩ কোটি থেকে  ৮ কোটি টাকা কমিয়ে ২৫ কোটি টাকায় ছবিটি করতে রাজি হয়ে যান অভিনেতা।

এর আগে শাহিদ কাপুরের  ‘কবীর সিং’ ছবিটি সুপারহিট হয়, শাহিদের অভিনয় সাড়া ফেলেছিল দর্শক মনে।

গৌতম তিন্নানুরি তেলুগু ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকের শাহিদ কাপুরকে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তেলেগু ছবিটিতে মুখ্য চরিত্রে দেখা গেছিল গৌথাম তিন্নানুরিকে।

এই ছবির গল্প হল একজন ক্রিকেটরের ব্যক্তিগত জীবনের, ক্রিকেট জীবনের লড়াই, ব্যর্থতা, জয়, ক্রিকেট জীবনের প্রবেশের লড়াইয়ে কিভাবে রাজনীতির শিকার হতে হয় তাকে,  ৪০ বছরের এক ব্যক্তি যিনি স্বপ্নপূরণের তাগিদে ভারতীয় ক্রিকেট দলে অংশগ্রহণ করতে চান তার ওঠাপড়া নিয়েই তৈরী ‘জার্সি ছবি’। এই ছবি দেখেই কবীর সিং সিদ্ধান্ত নেন এটাই তাঁর পরবর্তী ছবি।

এই ছবিতে শাহিদের বিপরীতে দেখা যাবে তেলেগু অভিনেত্রী শ্রদ্ধা শ্রীনাথকে। তেলেগুতে জনপ্রিয় ‘জার্সি’ ছবি হিন্দিতে কতটা সাফল্য পায় সেটাই দেখার।

আরো পড়ুন: শাহিদ কাপুর মিরা রাজপুত বিবাহ বার্ষিকী কিছু আরাধ্য মুহূর্ত পরিবারের সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *