পাঞ্জাবের প্রেমে পড়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিও 

পাঞ্জাবের প্রেমে পড়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিও

পাঞ্জাবের প্রেমে পড়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিও।নতুন মিউজিক ভিডিওর শুটিং এ গিয়ে শাহনাজের সাথে খুব ঘুরছেন সিদ্ধার্থ, কখনো পাঞ্জাবের রাস্তা তো কখনও গুরুদ্বারে দেখা যাচ্ছে উভয়কে।

শাহনাজ গিলের সাথে পাঞ্জাবে ঘুরছেন সিদ্ধার্থ শুক্লা। আসন্ন এক মিউজিক ভিডিও শুটের জন্য শাহনাজ গিলের সাথে পাঞ্জাবের বিভিন্ন জায়গা ঘুরছেন এবং মজা করছেন। উল্লেখ্য শাহনাজ এবং সিদ্ধার্থ জুটির অগণিত ফ্যান অপেক্ষা করে থাকে কবে এই জুটিকে একসাথে দেখা যাবে৷

 

View this post on Instagram

 

#desistyle #punjabilife #sidharthshukla ????

A post shared by Sidharth Shukla (@realsidharthshukla) on

গত ৬ নভেম্বর সিদ্ধার্থ শুক্লা এবং শাহনাজ গিলকে একসাথে দেখা গেছিল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেদিন চন্ডিগড়ের উদ্দেশ্যে রওনা হন তারা। এয়ারপোর্টে তাদের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে সিদ্ধার্থ শুক্লাকে নীল টি-শার্ট এবং জিন্সে দেখা যায় এবং শাহনাজকে ঢিলেঢালা নীল পোশাকে দেখা যায়।

আরো পড়ুন,জন্মদিনে নগ্ন ছবি পোস্ট করায় মামলা দায়ের অভিনেতা মডেল মিলিন্দ সোমানের বিরুদ্ধে

নতুন মিউজিক ভিডিওর শুটিং এ গিয়ে শাহনাজের সাথে খুব ঘুরছেন সিদ্ধার্থ, কখনো পাঞ্জাবের রাস্তা তো কখনও গুরুদ্বারে দেখা যাচ্ছে উভয়কে। সিদ্ধার্থ শুক্লা বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন যেখানে সিদ্ধার্থ কে গাড়ি চালাতে দেখা যাচ্ছে এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা ‘লাভিং পাঞ্জাব’ এবং একটি হার্ট এর চিহ্নও দেওয়া।

বিগ বসের ঘর খুব আলোড়ন ফেলেছিল এই জুটি। বিগ বসের পর ‘মুঝসে শাদি কারোগে’ শো তে পারাস ছাবড়ার সাথে শাহনাজকে দেখা যায়। এই শো তে অতিথি হিসেবে এসেছিলেন সিদ্ধার্থ শুক্লা। এছাড়াও সিদ্ধার্থ শুক্লা এবং শাহনাজ গিল এর একসাথে প্রথম মিউজিক ভিডিও ‘ভুলা দুঙ্গা’ ব্যপক সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়। ইউটিউবে প্রায় ৯৩ মিলিয়ান ভিউজ হয় ওই গানে।

সম্প্রতি বিগ বস ১৪ তে সিনিয়র হিসেবে দু সপ্তাহের জন্য দেখা গেছিল সিদ্ধার্থ শুক্লাকে। এবং শাহনাজ গিলকেও অল্পসময়ের অতিথি হিসেবে একদিন দেখা গেছিল বিগ বস ১৪ র ঘরে।কিছুদিন আগে মুক্তি পাওয়া টোনি কক্করের মিউজিক ভিডিও ‘কুর্তা পাজামা’ তে দেখা গেছিল শাহনাজকে।

রবিবার পাঞ্জাবে সিদ্ধার্থ শুক্লার এই ভিডিও গুলো পোস্ট করার পরে দর্শকরা এই মিউজিক ভিডিওটির মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে আছেন বলে জানায়।

আরো পড়ুন,দীর্ঘদিন পর খুলেছে মহারাষ্ট্রের সিনেমাহল, মারাঠা মন্দিরে মুক্তি পেলদিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *