দিল্লি অভিযানে আসা প্রতিবাদী কৃষকদের পাশে অভিনেতা সোনু সুদ

 দিল্লি অভিযানে আসা প্রতিবাদী কৃষকদের পাশে অভিনেতা সোনু সুদ

প্রতিবাদী কৃষকদের পাশে দাড়িয়ে তাদের সমর্থন করেছেন অভিনেতা সোনু সুদ। কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে পাঞ্জাবের কৃষকরা দিল্লিতে প্রতিবাদ জানাচ্ছেন।

দিল্লি অভিযানে আসা প্রতিবাদী কৃষকদের পাশে অভিনেতা সোনু সুদ।কৃষক বিদ্রোহকে দমিয়ে দিতে শতচেষ্টা করেও বিফল দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশ।বিদ্রোহী কৃষকদের পাশে দাঁডিয়ে সোনু সুদ টুইট করে জানিয়েছেন ‘কৃষকরা তাঁর ভগবান’।

দিল্লি অভিযানে আসা প্রতিবাদী কৃষকদের পাশে অভিনেতা সোনু সুদ।বহু চেষ্টার পরেও দিল্লি পুলিশের বাঁধা না মেনে প্রতিবাদী কৃষকরা তাদের দাবিতে অনড়। কৃষক বিদ্রোহকে দমিয়ে দিতে শতচেষ্টা করেও বিফল দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশ। প্রতিবাদী কৃষকদের পাশে দাড়িয়ে তাদের সমর্থন করছেন অনেকেই, যাদের মধ্যে আছেন অভিনেতা সোনু সুদও।

আরো পড়ুন: বিয়ে বাড়িতেও মাস্ক পরা আবশ্যিক, নইলে জরিমানা, করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে কড়া পদক্ষেপ গুরুগ্রামে

বলিউড অভিনেতা সোনু সুদ প্রায়সময়ই তার উদারতা এবং বড় মনের জন্য, মানবিকতার জন্য চর্চায় থাকেন, অসহায় মানুষের কাছে ঈশ্বরের দূত সোনু সুদ এবার বিদ্রোহী কৃষকদের পাশে দাঁডিয়ে টুইট করে জানিয়েছেন ‘কৃষকরা তাঁর ভগবান’। বৃহস্পতিবার রাতে জাতীয় সড়কে কয়েক হাজার কৃষক প্রতিবাদ জানিয়েছেন, তাদের সেখানে বাধা দেয় হরিয়ানা পুলিশ, শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন প্রতিবাদী কৃষকরা, তাদের উপর জল কামান, টিয়ার গ্যাস পাইপ ছুড়েই বিদ্রোহ থেকে পেছানো যায়নি পাঞ্জাবের কৃষকদের।

শুক্রবার দিল্লিতে প্রায় ৫০ হাজার কৃষক প্রবেশ করায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, দিল্লি হরিয়ানার একাধিক সীমানায় যেমন দিল্লি জম্মু হাইওয়ে, দিল্লি -গুরুগ্রামে প্রচুর পুলিশ রাখা হয়েছে। পাঞ্জাবের কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে পঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রী ঝামেলায় জড়িয়ে যান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সমালোচনা করে জানান দিল্লি অভিযানে যাওয়া কৃষকদের থামানোর পন্থা নিন্দনীয়, তাদের যেভাবে বাঁধা দেওয়া হয়েছে তা অগণতান্ত্রিক৷ সংবিধান বিরোধী এমন কাজের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আক্রমণ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টরের।

কেন্দ্রের নতুন কৃষি আইন না মানায় তা বাতিলের দাবিতে পাঞ্জাবের কৃষকরা দিল্লি গেছেন। এই আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া কিষান সঙ্ঘ কোঅর্ডিনেশন কমিটি, রাষ্ট্রীয় কিষান মহাসঙ্ঘ, ভারতীয় কিষান ইউনিয়নের একাধিক শাখা এই আইনের বিরুদ্ধে গড়ে তুলেছে কিষান মোর্চা। এবার কৃষকদের পাশে দাড়িয়ে তাদের সমর্থন করলেন অভিনেতা সোনু সুদ।

আরো পড়ুন: অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলেন কঙ্গনা এবং তার বোন রঙ্গোলি চান্দেল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *