সদ্যপ্রয়াত টমাস শনকে শ্রদ্ধা জানিয়ে অভিনব ও হৃদয় স্পর্শী বিজ্ঞাপনী পোস্টার প্রকাশ করেছে আমূল। যা ইতিমধ্যেই ব্যপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।
অভিনেতা টমাস শন কনারি শ্রদ্ধা জানিয়ে আমূলের হৃদয় স্পর্শী বিজ্ঞাপনী পোস্টারে ভালোবাসার বন্যা নেট দুনিয়ায়।
না ফেরার দেশে চলে গেছেন স্কটিশ অভিনেতা টমাস শন কনারি, জেমস বন্ড খ্যাত শন কনারির প্রয়াণে শোকস্তব্ধ হলিউড।
গতকাল স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন টুইট করে জানান, গেলেন দেশের অন্যতম প্রিয় সন্তান।
অগস্ট মাসে পালন করেছিলেন ৯০ বছরের জন্মদিন। টমাস শনকে শ্রদ্ধা জানিয়ে আমূল কোম্পানি নতুন বিজ্ঞাপনী পোস্টার প্রকাশ করেছে, সেই পোস্টার দেখে তারিফের বন্যা ভাসিয়ে দিয়েছে নেটিজেনরা।
আরো পড়ুন,নার্গিস ফখরী বয়ফ্রেন্ড জাস্টিন স্যান্টোস নিউ ইয়র্ক ভিত্তিক শেফ সম্পর্কটি–অফিসিয়াল
জেমস বন্ডের চরিত্র শন কনারির চেয়ে ভালো কেউ ফুটিয়ে তুলতে পারতো না, স্বীকার করেছিলেন ফিল্ম সমালোচকরাও। শন কনারীর অভিনয় মন্ত্রমুগ্ধের মতো দেখতেন দর্শকরা। অস্কার, গোল্ডেন গ্লোব সহ একাধিক পুরষ্কার জিতেছিলেন তিনি।
শুধু অভিনয়দক্ষতাই নয়, পাশাপাশি সুদর্শন এই অভিনেতার উচ্চতা এবং চেহারার প্রতিও মুগ্ধ ছিল তার ভক্তরা। ‘সেক্সিয়েস্ট ম্যান অফ দ্য কান্ট্রি’র শিরোপা পেয়েছিলেন তিনি।
আমূল কোম্পানির প্রকাশিত এই পোস্টারে জেমস বন্ড এর চরিত্রটিকে মাথায় রেখে অভিনভ এবং প্রশংসনীয় কায়দায় ফুটিয়ে তুলেছে।
এই পোস্টারে লেখা আছে দুটি কথা, একটি ‘আ ডায়মন্ড ইজ ফরেভার ‘ যা ‘ ডায়মন্ড আর ফরেভার ‘ ছবির কথা ভেবে লেখা এবং আরেকটি “কনারি…শন কনারি(১৯৩০-২০২০)” যা ‘ বিখ্যাত ডায়লগ ‘বন্ড… জেমস বন্ড’ এর কথা ভেবে লেখা। শন কনারির এক্সপ্রেশন লুকে কার্টুনটি আকা,যার হাতে আছে বন্দুক।
এটাই প্রথম নয়, আমূল কোম্পানির বিজ্ঞাপন এর আগেও শিরোনামে এসেছে তাদের অভিনব ভাবনায়। তাদের মজাদার বিজ্ঞাপনী পোস্টার গুলোয় বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা উঠে আসে।
২০২০ সালে একের পর এক তারকার মৃত্যুর খরবে বিপর্যস্ত সিনেজগত। হলিউডের বর্ষীয়ান তারকা শন কনারির মৃত্যুতে গভীর শোকাহত তার ফ্যানেরা৷ হলিউডের প্রথম জেমস বন্ড হিসেবেই বিশ্বে পরিচিতি ছিল তার। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে৷ স্কটিশ তারকা শন কনারি সাতটি জেমস বন্ড ফিল্মে অভিনয় করেছিলেন ১৯৬২ থেকে ১৯৮৩ সালের মধ্যে।
তবে টমাস শন কনারিকে শ্রদ্ধা জানিয়ে করা এই পোস্টার হৃদয়ের ছুঁয়েছে সকলের।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More