‘মহাপ্রভু’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন যীশু সেনগুপ্ত। বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, পিকু, বরফি, মণিকর্ণিকা, শকুন্তলা দেবী, সড়ক ২ উল্লেখযোগ্য।
বাংলা হোক বা হিন্দি,অভিনয়ে দর্শক মনে সাড়া ফেলেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত, তিনি শুরুতে একজন ক্রিকেটর ছিলেন… জেনে নিন তাঁর জীবনের নানা ঘটনাবলী…. ২০০৪ সালে যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মাকে বিয়ে করেন। বিচারক থেকে অভিনেতা সবেতেই সফল তিনি। নৌকাডুবি, চিত্রাঙ্গদা, বরফি,জাতিস্মর, পিকু, ব্যোমকেশ বক্সী, রাজকাহিনী, আরশিনগর,
নির্বাক,কেলোর কীর্তি, জুলফিকার, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, পোস্ত, ইয়েতি অভিযান,ব্যোমকেশ ও অগ্নিবাণ,উমা এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।
বাংলা হোক বা হিন্দি,অভিনয়ে দর্শক মনে সাড়া ফেলেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত, তিনি শুরুতে একজন ক্রিকেটর ছিলেন… জেনে নিন তাঁর জীবনের নানা ঘটনাবলী…. ১৯৭৭ সালের ১৫ মার্চ অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন অভিনেতা। তাঁর বাবা উজ্জ্বল সেনগুপ্তও একজন অভিনেতা ছিলেন। তাঁর মায়ের নাম মুক্তা সেনগুপ্ত। তার এক বোন আছে যার নাম শতরূপা রায় সেনগুপ্ত। অভিনেতার আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত।
জুলিয়ান ডে স্কুল থেকে পড়াশোনার পর হেরম্ব চন্দ্র কলেজে ইকোনমিক নিয়ে স্নাতক সম্পূর্ণ করেন তিনি।
২০০৪ সালে যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মাকে বিয়ে করেন। নীলাঞ্জনা শর্মা বাংলার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে। যীশু সেনগুপ্তর দুই মেয়ে আছে যাদের নাম সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্ত।
যীশু সেনগুপ্ত একজন ক্রিকেটর হলেও তিনি অভিনয় জগতে কেরিয়ার গড়তে উৎসাহী ছিলেন। ইন্ডিয়ান সেলিব্রিটি ক্রিকেট লীগে দারুণ খেলে প্রশংসা পান তিনি। অভিনয় জগতে পা রাখার আগে তিনি সাব জুনিয়রে বাংলার প্রতিনিধিত্ব করতেন।
বাংলা ধারাবাহিক ‘মহাপ্রভু’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন যীশু সেনগুপ্ত। টেলিভিশন, বাংলা ছবি র মতো হিন্দি ছবিতেও জনপ্রিয় হয়েছেন যীশু সেনগুপ্ত। বড় পর্দায় ‘প্রিয়জন’ (১৯৯৯)তাঁর প্রথম ছবি। নেতাজি সুভাষ চন্দ্র বসু : দ্য ফরগটেন হিরো (২০০৪), আবহমান, নৌকাডুবি, সব চরিত্র কাল্পনিক, জাতিস্মর, রাজকাহিনী, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, জুলফিকার, আরশিনগর, বরফি, পিকুর মতো একাধিক সফল বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।
স্কাইফায়ার (হিন্দি) ২০১৯,
টাইপরাইটার (হিন্দি) ২০১৯
ক্রিমিনাল জাস্টিস : বিহাইন্ড ক্লোজড ডোরস (হিন্দি), ২০২০
মহাপ্রভু,
অপরাজিত,
সারেগামাপা (উপস্থাপনা)
সুপার সিঙ্গার (উপস্থাপনা)
ডান্স বাংলা ডান্স জুনিয়র (বিচারক)
মনের মাঝে তুমি (২০০৩),
গুরু (২০০৩),
প্রেমী (২০০৩),
অন্যায় অত্যাচার (২০০৪),
স্বপ্ন (২০০৫),
চোরে চোরে মাসতুতো ভাই (২০০৫),
নেতাজী সুভাসচন্দ্র বোস:দ্য ফরগটেন হিরো(২০০৫),
হাঙ্গামা (২০০৬),
দ্য লাস্ট লিয়ার (২০০৭) ইংরাজি,
লাভ(২০০৮),
বর আসবে এখুনি (২০০৮),
প্রেমের কাহিনি (২০০৮),
নীল আকাশে চাঁদনী (২০০৯),
আবহমান (২০১০),
আরেকটি প্রেমের গল্প (২০১০),
নৌকাডুবি (২০১১),
চিত্রাঙ্গদা (২০১২),
বরফি (২০১২),
জাতিস্মর (২০১৪),
পিকু (২০১৪),
ব্যোমকেশ বক্সী (২০১৪),
রাজকাহিনী (২০১৫),
আরশিনগর (২০১৫),
নির্বাক (২০১৫),
কেলোর কীর্তি (২০১৬),
জুলফিকার (২০১৬),
ব্যোমকেশ ও চিড়িয়াখানা (২০১৬),
পোস্ত(২০১৭),
ইয়েতি অভিযান (২০১৭),
ব্যোমকেশ ও অগ্নিবাণ (২০১৭),
উমা (২০১৮),
এক যে ছিল রাজা (২০১৮),
মণিকর্ণিকা (২০১৯),
বর্ণপরিচয় (২০১৯),
মর্দানি ২ (২০১৯),
ঘরে বাইরে আজ (২০১৯),
শকুন্তলা দেবী (২০২০),
সড়ক ২ (২০২০),
আরো পড়ুন: দীর্ঘ ৯ মাস পর প্রিয় শহর কলকাতায় এসেই বিজ্ঞাপনের শুটিং শুরু করলেন জয়া আহসান…
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More