অভিনেত্রী গওহর খান বড়দিনে বিবাহবন্ধন আবদ্ধ হলেন ১২ বছরের ছোট জায়েদ দরবারের সাথে…

অভিনেত্রী গওহর খান বড়দিনে বিবাহবন্ধন আবদ্ধ হলেন ১২ বছরের ছোট জায়েদ দরবারের সাথে…

২৫ ডিসেম্বর অভিনেত্রী গওহর খান এবং কোরিওগ্রাফার জায়েদ দরবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর রিসেপশনে অভিনেত্রী সোনালী-মেরুন লেহেঙ্গা এবং জায়েদ দরবারকে কালো রঙের শেরওয়ানিতে দেখা গেছে।

অভিনেত্রী গওহর খান বড়দিনে বিবাহবন্ধন আবদ্ধ হলেন ১২ বছরের ছোট জায়েদ দরবারের সাথে…জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ৭ ‘এ প্রতিযোগি ছিলেন গওহর খানের সাথে একসময় কুশল ট্যান্ডনের সম্পর্ক খুব চর্চায় ছিল। চলতি বছর বিগ বস থেকে ফিরে এনগেজমেন্ট সারেন অভিনেত্রী।

অভিনেত্রী গওহর খান বড়দিনে বিবাহবন্ধন আবদ্ধ হলেন ১২ বছরের ছোট জায়েদ দরবারের সাথে… ২৫ ডিসেম্বর জায়েদ দরবারের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী গওহর খান। হালকা পেস্তা রঙের ভারী পোশাক ও গয়নায় গওহর খান দারুণ লাগছিল, স্বামী জায়েদ দরবারও একই রঙের শেরওয়ানি পড়েছিলেন।

আরো পড়ুন: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এর সাথে একসময় হেমা মালিনীর কন্যার প্রেম ছিল, জানেন? 

বিয়ের থেকেও তাকে বেশি সুন্দরী লাগছিল রিসেপশনে। যেখানে সোনালী লেহেঙ্গায় কিছু অংশ মেরুন রঙ এবং কারুকার্যময় লেহঙ্গায় গওহর খানকে দেখে চোখ ফেরানো যাচ্ছে না।রিসেপশনে কালো, রঙের শেরওয়ানিতে বেশ ভালো লাগছিল জায়েদ দরবারকে। রিসেপশনে গওহর এবং জায়েদকে হাত ধরে আসতে দেখা যায়, ক্যামেরার আলো নবদম্পতির দিকে ফোকাস করার পর ক্যামেরার পেছনে থাকা সকলকে মিষ্টি দিতেও দেখা যায় গওহর খানকে।প্রি ওয়েডিং থেকে রিসেপশন, অভিনেত্রী সমস্ত অনুষ্ঠানের ছবিই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গায়ে হলুদ এবং মেহেন্দীর অনুষ্ঠানে হলুদ পোশাকে দেখা গেছিল অভিনেত্রীকে।

করোনা আবহে বেশি লোককে আমন্ত্রণ জানাতে না পারলেও পরিবার এবং নিকট বন্ধুদের নিয়েই বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠান হয়। বি টাউনে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ইসমাইল দরবারের ছেলে কোরিওগ্রাফার জায়েদ দরবারের সাথে সম্পর্কে আছেন গওহর খান। ‘বিগ বস ১৪’ র শুরুতে সিনিয়র হিসেবে যোগ দেয় গওহর খান,এবং কয়েক সপ্তাহ পরে শো থেকে ফিরে গওহর খান এবং জায়েদ দরবারের এনগেজমেন্ট এর ঘোষণা করেন। এনগেজমেন্ট এর কিছুদিনের মধ্যেই বিয়ের ঘোষণা করেন তারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বিয়ের কার্ডও পোস্ট করেন এবং নতুন বছর শুরুর আগেই জায়েদের সাথে পথচলার সিদ্ধান্ত নেন।

জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ৭ ‘এ প্রতিযোগি ছিলেন গওহর খান, তখন গওহর খানের সাথে কুশল ট্যান্ডনের সম্পর্ক ছিল।তবে কিছুদিন পরেই কুশলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর। এরপর কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তবে সেই সম্পর্কও ক্ষনস্থায়ী হয়। এরপর ১২ বছরের ছোট জায়েদ দরবারের সাথে সম্পর্কে জড়ান এবং তাঁর সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গওহর খান।

আরো পড়ুন: সিদ্ধার্থকে মন দিয়েছেন কিয়ারা, টিন্ডারের প্রয়োজন নেই সিদ্ধার্থের, ইঙ্গিতে যা বললেন কিয়ারা আডবানী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *