অভিনেত্রী হিনা খানের সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্লক করলেন তাঁর বাবা,হঠাৎ কেন এমন পদক্ষেপ নিলেন তাঁর বাবা, বিস্তারিত জেনে নিন 

অভিনেত্রী হিনা খানের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্লক করলেন তাঁর বাবা,

অভিনেত্রী হিনা খানের ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড ব্লক করলেন তাঁর বাবা, হঠাৎ কেন এমন পদক্ষেপ।

অভিনেত্রী হিনা খানের সমস্ত ক্রেডিট, ডেবিট কার্ড ব্লক করলেন তার বাবা, অভিনেত্রীর কাছে শপিং করার জন্যও কোনও কার্ড নেই, কেন হঠাৎ এমন করলেন সেকথাও জানিয়েছেন তাঁর বাবা।

বিপাকে অভিনেত্রী হিনা খান, তার কাছে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড নেই, সব কার্ড ব্লক করে রেখেছে তার বাবা।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের দুঃখের কথা জানিয়েছেন অভিনেত্রী,  এক কাপ কফি খাওয়ার টাকাও নেই তাঁর কাছে।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে হিনা খানের সাথে তাঁর বাবার কথোপকথনের উঠে এসেছে। সেখানে বোঝা যাচ্ছে কেন অভিনেত্রীর কাছে কোনো কার্ড নেই।

সেই ভিডিওতে হিনা তাঁর বাবাকে জিজ্ঞেস করেছে কেন তাঁর যাবতীয় কার্ড ব্লক করে দিয়েছে তার বাবা। এবার কিভাবে তিনি কিছু কিনবেন, অভিনেত্রী তার বাবাকে জিজ্ঞেস করছেন কেন তাঁর সব কার্ড ব্লক করে দেওয়া হয়েছে, কেন?

আরো পড়ুন,MeToo- জন্য দায়ী কর্মরতা মহিলারা, ‘শক্তিমানএর এহেন মন্তব্যে সমালোচনার বন্যা সোশ্যাল মিডিয়ায় 

অভিনেত্রীর বাবা যুক্তিসম্মত উত্তর দিয়ে মেয়েকে জানিয়েছে লকডাউন পর্বে যতটা সম্ভব টাকা বাঁচানো উচিত।  কিন্তু বাবার কথা মানতে পারছেন না  অভিনেত্রী। সব কার্ড ব্লক করে দিলে সে কি করে শপিং করবে, এক কাপ কফি খেতে গেলে কিভাবে বিল দেবে সে জানতে চায় তার বাবার কাছে।

হিনার বাবার অবশ্য স্পষ্টত জানিয়েছেন  কফি খেতে গেলে তার থেকে ২০০ টাকা নিয়ে যেতে পারে হিনা।  কোনও কার্ড হিনাকে ফেরত দেওয়া হবে না, টাকা সঞ্চয় করা জরুরী।

ইনস্টাগ্রামে প্রায়শই হিনা ও তাঁর বাবার বিভিন্ন ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। করোনা আবহে লকডাউনে  লকডাউনের সময়েও নানান মজার ভিডিয়ো পোস্ট করেছিলেন হিনা খান। লকডাউনে অনেকেই উপলব্ধি করেছেন টাকা সঞ্চয় করা কত জরুরী।

এবার তেমনই সতর্ক বার্তা এই ভিডিয়োর মাধ্যমে  ফ্যানদের কাছে পৌঁছে দিল হিনা।

আরো পড়ুন,ফ্যাশন ট্রেন্ডে পাওলিরগামোসামাস্ক নজর কেড়েছে নেটিজেনদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *