প্রথম করভা চৌথে ছবি পোস্ট করলেন অভিনেত্রী কাজল। বিপাশা থেকে শিল্পা, বি টাউনের তারকারা কিভাবে পালন করলেন করভাচৌথ দেখে নিন 

প্রথম করভা চৌথে ছবি পোস্ট করলেন অভিনেত্রী কাজল। বিপাশা থেকে শিল্পা, বি টাউনের তারকারা কিভাবে পালন করলেন করভাচৌথ দেখে নিন

প্রথম করভা চৌথে ছবি পোস্ট করলেন অভিনেত্রী কাজল, বি-টাউনের তারকারা কিভাবে পালন করলেন করোনা আবহে করভাচৌথ৷ স্বামী সন্তানদের কেন মিস করেছেন রবীনা দেখুন।

গতকাল ছিল করভাচৌথ, সেই উপলক্ষে বলিউড অভিনেত্রীরা করভা চৌথের ফটো এবং ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।

বিপাশা বসু একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন প্রতিবছর করভা চৌথে তিনি এবং তাঁর স্বামী করণ দুজনেই উপোস করেন, তবে এবছর করোনার জেরে খুব সাধারণ ভাবেই করভা চৌথ পালন করেছেন তারা, এবছর করোনার জন্যই এদিন পারিবারিক নৈশভোজের আয়োজন বন্ধ রাখেন তিনি। সারা জীবন করণের সঙ্গে এভাবেই কাটাতে চান, জানিয়েছেন অভিনেত্রী। অপরদিকে অভিনেত্রী শিল্পা সেট্টি একটি সুন্দর লাল শাড়ি পড়ে ছবি পোস্ট করে ক্যাপশানে লেখেন “রেড-ডি শেট্টি গো”

সদ্য বিবাহিত কাজল আগরওয়াল একটি ছবি পোস্ট করেছেন যেখানে মুখে লাল মাস্ক পড়ে লাল ড্রেসে  ভীষণ সুন্দর লাগছে কাজলকে। প্রথম করভা চৌথ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কাজল তা তার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।

আরো পড়ুন,ফ্যাশন ট্রেন্ডে পাওলিরগামোসামাস্ক নজর কেড়েছে নেটিজেনদের

বর্তমানে ডালহৌসিতে আছেন রবীণা টন্ডন স্বামী অনিল থাদানির সাথে ভার্চুয়ালি উদযাপন করলেন করভাচৌথ। এবং বেশ কারভাচৌথ এর বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন তার মা এবং মাম্মা, বাবা, স্বামী এবং সন্তানদের সুখ, স্বাস্থ্য এবং দীর্ঘজীবনের জন্য উপবাস করেছেন তিনি। তবে বর্তমানে তিনি মুম্বইতে না থাকায় স্বামী এবং সন্তানদের খুব মিস করছেন বলেও জানান।

 

View this post on Instagram

 

And then finally ! ?♥️♥️♥️♥️ #dalhousiediaries . Eating together ?

A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on

সোনালী বেন্দ্রে তার স্বামীর সাথে একটি সুন্দর ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী কাজ একটি লাল শাড়ি পড়ে ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে অপূর্ব সুন্দরী লাগছে।

অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর প্রতিবছরের মতোই কারভাচৌথে পার্টির আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন শিল্পা শেট্টি, নীলম কোঠারি, ভাবনা পান্ডে, মাহীপ কাপুর, এবং আরও অনেকে।

 

View this post on Instagram

 

Karva Chauth ❤️❤️

A post shared by Maheep Kapoor (@maheepkapoor) on

শুধু বলিউড তারকারাই নয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় তারকারাও করভা চৌথ উদযাপনের ফটো এবং ভিডিও শেয়ার করেছেন। গুরমিত চৌধুরী, স্মৃতি খান্না, কাম্য পাঞ্জাবি , অনিতা হাসানন্দনি, জয় ভানুশালী, পূজা ব্যানার্জি,  চারু আসোপা এদিন ছবি পোস্ট করে করভা চৌথ এর শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন,অভিনেত্রী হিনা খানের সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্লক করলেন তাঁর বাবা,হঠাৎ কেন এমন পদক্ষেপ নিলেন তাঁর বাবা, বিস্তারিত জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *