Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ফের বিচ্ছেদের পথে অভিনেত্রী শ্রাবন্তী? তৃতীয় স্বামী রোশনের সাথে সম্পর্কের অবনতি, জোর গুঞ্জন টলিপাড়ায়
ফের বিচ্ছেদের পথে অভিনেত্রী শ্রাবন্তী, হঠাৎ কি এমন হল যে তৃতীয় স্বামী রোশনের থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী । অভিনেত্রীর সোশ্যাল সাইট থেকেও ডিলিট স্বামীর সমস্ত ছবি।
ফের বিচ্ছেদের পথে অভিনেত্রী শ্রাবন্তী, দুবছরও পূর্ণ হয়নি দাম্পত্যের, এর মধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর সাথে তার তৃতীয় স্বামী রোশনের সম্পর্কে ফাটল ধরেছে।
উৎসবের মরশুমেই নাকি ঘটেছে এমন অঘটন, দাম্পত্য কলহ এমন পর্যায় পৌঁছে যায় যে বিবাহিত জীবনের দ্বিতীয় দুর্গাপুজোর আগেই রোশনের থেকে আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী। কি এমন হল যে তৃতীয়বার বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে শ্রাবন্তী।
আরো পড়ুন,কাজল আগরওয়ালকে কনের মতো দেখতে সুন্দর মনে হয়েছে; ছবি দেখুন
দুর্গাপুজোর সময় থেকে একটা আচ পাওয়া গেছিল যে টলিউডের মিষ্টি দম্পতি শ্রাবন্তী আর রোশনের মধ্যে বিবাদ শুরু হয়ে গিয়েছে। তবে তা যে এমন দিকে এগোবে ভাবেননি কেউ। আলাদা থাকার কথাকে সম্মতি জানিয়ে শ্রাবন্তীর স্বামী রোশন একটি একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুর্গাপুজোর শুরু আগে থেকে আলাদা থাকছেন তিনি এবং শ্রাবন্তী।
আলাদা থাকার কারণ খোলসা করে না জানালেও তার কথায় বোঝা যাচ্ছে হয়তো সম্পর্কে তিক্ততা এর কারণ।
তবে অভিনেত্রী এই ব্যাপারে এখনও মুখ খোলেননি। এবছর আবাসনের সিঁদুরখেলাতেও অংশগ্রহণ করতে দেখা যায় নি তাকে।
অভিনেত্রীর শ্রাবন্তীর ইনস্টাগ্রামে নেই স্বামী রোশন সিংয়ের কোনও ছবি আবার রোশন সিংয়ের সোশ্যাল সাইট থেকেও উধাও স্ত্রী শ্রাবন্তীর ছবি।
আগস্ট মাসে একই দিনে এই দম্পতি তাদের জন্মদিন সেলিব্রেট করেন৷ অগাস্টেও সব কিছু স্বাভাবিক ছিল, তার পরেও একাধিকবার তাদের একসাথে হাসিখুশি দেখা গেছে। এর মধ্যে কি এমন হল যে দুজন আলাদা থাকতে শুরু করলেন, এই নিয়ে শুরু হয়েছে শোরগোল।
বর্তমানে স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপারস্টার পরিবার’ এ দেখা যায় শ্রাবন্তীকে। এই রিয়ালিটি শোয়ের একটি এপিসোডেও রোশন ও তাঁর পরিবার এসেছিল যেখানে নিজেদের সুখী দাম্পত্য জীবনের নানান অভিজ্ঞতার কথা দর্শকদের সাথে শেয়ার করেছিলেন শ্রাবন্তী ও রোশন।
২০১৮ সালে রোশন সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শ্রাবন্তী। রোশনের সাথে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। এর আগে প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণা ব্রজের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী, যদিও সেই সম্পর্কও টেকেনি।