১৫ ঘন্টার চেষ্টার পর ৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হল হাতি

১৫ ঘন্টার চেষ্টার পর ৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হল হাতি

৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার হাতি তামিলনাড়ুর পালাকোড়ে এলিফ্যান্ট করিডোর থাকায় নিয়মিত হাতিরা ওই স্থান দিয়ে যাতায়াত করে। বৃহস্পতিবার সকালে তিনটি হাতি করিডোর দিয়ে যাওয়ার সময় একটি মাদী হাতি পাঞ্চমাপল্লী অঞ্চলের নারকেল বাগানের খোলা মুখ কুয়োর মধ্যে পড়ে যায়।  ৬০ ফুট ওই কুয়োতে হাতিটি ১৫ ঘন্টা ছিল। হাতিটি ওখানে পড়ে যাওয়ার পর বনকর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা দীর্ঘ ১৫ ঘন্টার চেষ্টার পর সফল হয়।

মাদী হাতিটির বয়স খুব সম্ভব ২০ কিংবা ২৫ এর মধ্যে, হাতিটিকে উদ্ধার করার আগে তাকে অচেতন করে নেওয়া হয় এবং পরে তাকে ক্রেন দিয়ে কুয়ো থেকে তোলা হয়। হাতিটিকে উদ্ধার করে সাথে সাথে তাকে পশু চিকিৎসক এর কাছে নিয়ে যাওয়া হয়। এবং স্বাভাবিক হওয়ার পর তাকে ধরমপুরি – কৃষ্ণগিরি বর্ডার ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

আরো পড়ুন: পাসপোর্ট সাইজ ছবি তুলতে যেতে হবে না ফটো স্টুডিও

হাতিটি কুয়োতে পড়ে যাওয়ার পর গ্রামবাসীরা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় ফরেস্ট অফিসার রেঞ্জার এবং রাজকুমার। তারা খবরদেন দমকল এবং ত্রাণ কর্মীদের৷ ত্রাণকর্মীরা জানান কখনও এমন ঘটনা ঘটলে পাশ থেকে আরেকটি গর্ত খুঁড়ে গভীর গর্তে পড়ে যাওয়া কাউকে উদ্ধার করা হয়, কিন্তু এক্ষেত্রে হাতিটি যেই কুয়োতে পড়ে যায় তা নারকেল বাগানে হওয়ায় পাশে গর্ত করতে গেলে নারকেল গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ফলে উদ্ধারের কাজে আরও সময়ে লেগে যেত। সেই জন্য উদ্ধারকারীরা ঠিক করেন হাতিটিকে অচেতন করে তারপর তাকে ক্রেন দিয়ে তুলে নেওয়া হবে। সেই ভাবেই সফলতার সাথে তারা হাতিটিকে উদ্ধার করেন।

ফরেস্ট অফিসার রাজকুমার জানান কুয়োটি অনেক গভীর হওয়ায় হাতিটি সামান্য আঘাত পেয়েছে, যদিও পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তিনি জানিয়েছেন হাতিটি বর্তমানে সুস্থ আছে। জ্ঞান আসার পর তাকে ফল খাওয়ানো হয়েছে। তিনি আরও বলেন, কুয়োটির মুখ খোলা থাকায় শুধু পশু নয়, মানুষেরও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ধরমপুর একাধিক কুয়োর মুখ খোলা আবার পাশে কোনও পাঁচিলও নেই। ফলে তা পশুদের পাশাপাশি মানুষদের জন্যও বিপদজনক। তাই বনদফতরের থেকে কৃষকদের জানানো হয়েছে কুয়োর চারপাশ ফাঁকা না রেখে তারা যেন পাঁচিল বা বেড়া দেন।

আরো পড়ুন: বিয়ে ভেঙ্গে যাওয়ায় বিয়ে করলেন নিজেকেই,অনুষ্ঠান করলেন প্রায় ৪০ জনকে নিয়ে , ডাক্তারবাবুর এই কান্ডে হতবাক সকলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *