নিভারের পর এবার ‘বুরেভি’, এক ধাক্কা সামলে উঠতে না উঠতেই পুনরায় তান্ডবের আভাস তামিলনাড়ুতে

নিভারের পর এবার ‘বুরেভি’, এক ধাক্কা সামলে উঠতে না উঠতেই পুনরায় তান্ডবের আভাস তামিলনাড়ুতে

সম্প্রতি তামিলনাড়ু, পুদুচেরি, কেরল সহ দক্ষিণের একাধিক স্থানে ঘূর্ণিঝড় নিভারের তান্ডবে বিধ্বস্ত। নিভারের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় বুরেভি আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিভারের পর এবার ‘বুরেভি’, এক ধাক্কা সামলে উঠতে না উঠতেই পুনরায় তান্ডবের আভাস তামিলনাড়ুতে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে গভীর হচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি, খুব শীঘ্রই আছড়ে পড়বে। আগামী ৪৮ ঘন্টায় শুরু হবে মুষলধারে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে আবার জলমগ্ন অবস্থার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিভারের পর এবার ‘বুরেভি’, এক ধাক্কা সামলে উঠতে না উঠতেই পুনরায় তান্ডবের আভাস তামিলনাড়ুতে। তামিলনাড়ুর পুদুচেরিতে নিভারের তান্ডবে বিধ্বস্ত অবস্থা দিনকয়েক ধরেই, বহু এলাকা জলে মগ্ন, এখনও রেশ কাটেনি নিভারের, তার মধ্যেই আবার আরেক ঘূর্ণিঝড় ‘বুরেভি’র পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

আরো পড়ুন: করোনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আগামী বছর মাধ্যমিক শুরু হবে জুন মাসে, তারপর উচ্চমাধ্যমিক

আগামী ৪৮ ঘন্টায় শুরু হবে মুষলধারে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে আবার জলমগ্ন অবস্থার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মলদ্বীপের দেওয়া নাম ‘বুরেভি’ গভীর নিম্নচাপের সৃষ্টি করে ঘনীভূত হয়ে দক্ষিণের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে। এই ঘূর্ণিঝড়ও নিভারের মতোই শক্তিশালী এবং প্রভাব বিস্তার করবে বলেই জানানো হয়েছে। কেরলে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, কারাইকাল, অন্ধ্রপ্রদেশ, লক্ষ্যদ্বীপ সহ একাধিক স্থানে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে ৫৫-৬৫ কিমি পার ঘন্টায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় নিভারের তান্ডবের রেশ এখনও আছে, তার মধ্যেই নতুন এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রাজ্যের অবস্থা শোচনীয়। নিভারের তান্ডবে লন্ডভন্ড সমগ্র তামিলনাড়ু। এখনও চলছে উদ্ধারকাজ, প্রবল ক্ষয় ক্ষতি হয়েছে চাষের জমি। প্রচুর টাকার ফসল নষ্ট হয়ে গেছে নিভারের তান্ডবে। প্রচুর গাছের ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে বহু এলাকায়। নিভারের তান্ডবে সেখানকার মানুষদের অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে, এবার আরও এক ঘূর্ণিঝড়ের তান্ডব কিভাবে সামলানো যায় তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ভারতীয় দলে সুযোগ পেয়েও তা হারাতে হল কলকাতা নাইট রাইডার্স স্পিনার বরণ চক্রবর্তীকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *