Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Airtel এর রিচার্জ প্ল্যানে মিলছে বিনামূল্যে অতিরিক্ত ডেটা। পুরনো রিচার্জ প্ল্যানের সাথেই Airtel গ্রাহকদের 2GB, 4GB এবং 6GB ডেটার কুপন দিচ্ছে।
Airtel এর গ্রাহকরা ফ্রি তে পাবেন 6GB পর্যন্ত ডেটা, কিভাবে জেনে নিন। বাজারে প্রতিদিনই গ্রাহক সংখ্যা বাড়াতে নিত্যনতুন সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয় টেলিকম সংস্থাগুলি। এবার Airtel এর নতুন কুপন নিয়ে হাজির হয়েছে যার মাধ্যমে গ্রাহকেরা পাবেন ৬ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা।
Airtel এর গ্রাহকরা ফ্রি তে পাবেন 6GB পর্যন্ত ডেটা, কিভাবে জেনে নিন। টেলিকম সংস্থাগুলি প্রিপেইড প্ল্যানে নানা অফার নিয়ে হাজির হয়, কখনও Reliance Jio, তো কখনও Mi, তো কখনও Airtel বা BSNL, একে অপরকে টেক্কা দিতে সকলেই হাজির নিজেদের সেরার সেরা অফার নিয়ে৷ আর গ্রাহকরাও উৎসুক থাকে কখন কোন সংস্থা বেশি সুবিধা দিচ্ছে তা জানতে।
তবে সকল অফারকে পিছনে ফেলে এবার Airtel প্রিপেইড গ্রাহকদের বিনামূল্যেই ডেটা দিচ্ছে, এমনিতেই ইন্টারনেট এর যুগে ডেটার চাহিদা প্রচুর, তার উপর ফ্রিতে ডেটা পাওয়া গেলে সকলেই সেই সুবিধা নিতে চায়৷
আরো পড়ুন: অপেক্ষার অবসান, ভারতে Xiaomi-র Black Friday Sale এ দেওয়া হচ্ছে প্রচুর ছাড়
আইপিএল এর পর শুরু হয়ে গেচগে ভারত এবং অস্ট্রেলিয়া সিরিজ, তবে এই ম্যাচ Hotstar-এ দেখা যাচ্ছে না, কিন্তু ক্রিকেট প্রেমীরা যাতে নিরাশ না হয় তাই সুবর্ণ সুযোগ দিচ্ছে Airtel।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ লাইভ দেখার সুযোগ দিতেই Airtel গ্রাহকদের 2GB, 4GB এবং 6GB ডেটার কুপন দিচ্ছে।
কীভাবে ফ্রিতে 6 GB ডেটা পাবেন জেনে নিন-
6GB ডেটার কুপন পেতে চাইলে Airtel এর গ্রাহকদের প্রিপেইড রিচার্জ করতে 598 টাকার, যার ভ্যালিডিটি 84 দিনের। দু টাকা কম 600 টাকার রিচার্জে গ্রাহকদের দেওয়া হবে বিনামূল্যে 6 টি কুপন। প্রত্যেকটি কুপনে থাকবে 1GB ইন্টারনেট।
যখন ইচ্ছা সেই কুপন ব্যবহার করে 6GB নেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
4GB ডেটার কুপন সংগ্রহ করতে চাইলে Airtel-এর 399 টাকার রিচার্জ করতে হবে। তাহলে গ্রাহককে অতিরিক্ত 1GB করে মোট চারটি রিচার্জ কুপন দেওয়া হবে। চারটি কুপন এর মোট 4GB ডেটা যে কোনও সময় ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। 399 টাকার প্ল্যানটির বৈধতা 56 দিন।
2GB ডেটার কুপন সংগ্রহ করতে গেলে গ্রাহককে রিচার্জ করতে হবে Airtel এর 219 টাকার প্রিপেইড প্ল্যানটি, এই রিচার্জ প্ল্যানের সাথে গ্রাহককে দেওয়া হবে বিনামূল্যে 1GB ডেটার দুটি রিচার্জ কুপন। 28 দিন বৈধতার এই প্ল্যানটি রিচার্জে মিলবে অতিরিক্ত 2GB ডেটা।
Airtel এর এই তিনটি রিচার্জ প্ল্যানই বহুদিন ধরে মার্কেটে আছে। তবে জনপ্রিয় এই তিনটি রিচার্জ প্যাকের সাথে এখন 6GB পর্যন্ত অতিরিক্ত ডেটা কুপন দেওয়া হচ্ছে।
আরো পড়ুন: E-সিরিজের দ্বিতীয় বাজেট ফোন নিয়ে হাজির Motorola ,জেনে নিন ফিচার