বিগ বসের সম্পত্তি ভেঙে ঘরে ঢোকার হুমকি দিল উত্তেজিত আলি গোনি। আলির এই রুপ দেখে আতঙ্কিত অনেকেই। খুব শীঘ্রই ঘরের প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যাবে আলি গোনিকে।
বিগ বস ১৪ র ঘরে রোজ কিছু নতুন জিনিস দেখা যায়, কখনো লড়াই তো কখনও ভালোবাসা আবার কখনো নাটক, রোজই এমন কিছু হয় যা একেবারে অপ্রত্যাশিত,কখন কার মাথা গরম হয়ে যায়, আর সে লড়াই শুরু করে তা বোঝাই যায় না৷ তবে আগের সিজনের তুলনায় এই সিজন একেবারেই তেমন জনপ্রিয়তা পাচ্ছে না, শো এর টি আরপিও অনেক কম৷
আগামী এপিসোডে দেখা যাবে আলি গোনি যে জ্যাসমিনের জন্য বিগ বসে এসেছে এবং এসেই জ্যাসমিনকে শান্ত থাকার উপদেশও দিয়েছে, সকলের সাথেই তার সম্পর্ক ভালো সেই আলি গোনি এবার বিগ বসের সম্পত্তি ভাঙতে যাবে। এতদিন চুপচাপ থাকা আলিরও এবার সহ্যের বাঁধ ভেঙে গেছে৷ কাঁচের দেওয়ালে সে আর বন্দি থাকতে চায় না৷ তাই সেখান থেকে বের করার কথা জানায় বিগ বসকে এবং উত্তেজিত হয়ে বলে যদি তাকে বাইরে গ্রিন জোনে না আনা হয় তাহলে সে কাঁচ ভেদ করে বাইরে চলে আসবে, তাতে তার চুক্তি বাতিল হলে হবে।
আরোপড়ুন: সলমনখানেরনতুনছবি ‘অন্তিম’ এরশুটিংশুরুনভেম্বরে, এইছবিতেদেখাআয়ুষশর্মাকেও
সূত্র অনুসারে এরপর খুব শীঘ্রই টাস্কে অংশ নিতে দেখা যাবে আলিকে।
অপরদিকে ফারহা খান এবং কয়েকজন সাংবাদিক আসবে ‘বিবি কা আদালত’ নিয়ে যেখানে প্রত্যেক সদস্যকে প্রশ্ন করা হবে, জবাবে সন্তুষ্ট না হলে তাদের পাঠানো হবে জেল এ।
এবার থেকে আর রেড জোন থাকবে না, প্রতিবারের মতো জেল আবার আসছে। উল্লেখ্য এই জেল এ যেসব সদস্যরা যায় তাদের না থাকে শোয়ার তেমন ব্যবস্থা, না তাদের ভালো খাওয়ার দেওয়া হয়। জেল এর কথা শুনে বিগ বসের ঘরের সদস্যদের অবস্থা খারাপ হয়ে যাবে, তারা চিন্তায় পরে যাবে।
অপরদিকে জ্যাসমিন এজাজ খানকে সরি বলবে কিন্তু এজাজ বলবে যতক্ষণ না জ্যাসমিন মন থেকে সরি বলবে ততক্ষণ জ্যাসমিন যে সত্যি দুঃখিত তার আচরণে মানবেন না এজাজ, এরপর পুনরায় জ্যাসমিন এবং এজাজের লড়াই দেখা যাবে।
‘বিবি কা আদালত ‘যেখানে বিচারক হিসেবে দেখা যাবে ফারহা খানকে সেই টাস্কটা খুব সম্ভব এলমিনেশন টাস্ক হবে, অর্থাৎ এই ক্রিয়ায় যারা হেরে যাবে তাদের ঘরের বাইরে যাওয়ার জন্য নমিনেট হবে।
আরোপড়ুন: প্যান্টে মাস্ক রাখার জন্য নিকি তাম্বোলিক লজ্জাজনক বললেন সলমন খান
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More