অজানা রোগে আতঙ্ক ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের ইলরুতে

অজানা রোগে আতঙ্ক ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের ইলরুতে

করোনার মধ্যেই রবিবার থেকে অন্ধ্রপ্রদেশে দেখা দিয়েছে এক নতুন রোগ ,রবিবার থেকে প্রায় ৩০০ মানুষ আক্রান্ত হয়েছেন এই অজানা রোগে। অজানা রোগে আতঙ্ক ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের ইলরুতে।রবিবার ২৯২ জন এই রোগে আক্রান্ত হন। এই রোগের উপসর্গ হল জ্বর, খিঁচুনি, বমি ভাব ইত্যাদি।

অজানা রোগে আতঙ্ক ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের ইলরুতে। রোগের কারণ অজানা, হঠাৎ করেই দেখা দিয়েছে অন্ধ্রপ্রদেশের ইলরু শহরে, রবিবার হঠাৎ এক অজানা রোগে প্রচুর মানুষ অজ্ঞান হয়ে যান ইলরু শহরে, রবিবার অজানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রাথমিক চিকিৎসার পর অনেকেই সুস্থ হয়ে গেলেও অনেকের অবস্থা আশঙ্কাজনকও। সোমবারও সেখানে অনেকেই এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন রোগে আক্রান্ত প্রত্যেকেরই করোনা টেস্ট করা হয়েছে, তবে প্রত্যেকেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরো পড়ুন: দেশে কমছে করোনার তীব্রতা, বাড়ছে সুস্থতার হার,ভারতের সুস্থতার হার বেড়ে ৯৪.৩৭ শতাংশ

গতকাল এই অসুখে এক ব্যক্তি মারা গেছেন, যার বয়স ৪৫, তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ ছিল এবং সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড টেস্ট স্বাভাবিক ছিল। এই রোগের উপসর্গ হল মাথা ব্যথা, বমি, জ্ঞান হারানো, জ্বর, খিঁচুনি, কিছুটা মৃগী রোগের উপসর্গ দেখা দিচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিবের তরফে জানানো হয়েছে বিষাক্ত অর্গানোক্লোরিনের মতো টক্সিক পদার্থ শরীরে প্রবেশ করলে এমন উপসর্গ দেখা যায়। তাই একাধিক খাবারের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার জন্য এমন হচ্ছে কি না।
পুরো ব্যপারটা খতিয়ে দেখতে রোগীদের শরীরের নমুনা পরীক্ষা করতে ইলরু শহরে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ দের একটি টিম পৌঁছেছে।

এমনিতেই কিছুদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে অন্ধ্রপ্রদেশে, ভারতে করোনার নিরিখে তৃতীয় স্থান অর্থাৎ মহারাষ্ট্র এবং কর্নাটকের পরেই আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭১ হাজারের বেশি, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার। এর মধ্যে এক নতুন রোগের উপসর্গ নিয়ে আতঙ্কিত ইলরু শহরের মানুষরা। সমস্ত জরুরি পদক্ষেপ থেকে হাসপাতালের বেড বাড়ানো সবদিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব নীলম সহনে।

করোনায় কাবু হয়ে পড়ছেন লোকেরা তার উপর এই অজানা রোগ যদি অন্ধ্রপ্রদেশ থেকে ছড়িয়ে পড়ে সেই ভয় ছড়াচ্ছে গোটা দেশে। ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউট্রিশন এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল টেকনোলজির গবেষকরাও ইলরু যাচ্ছেন নতুন রোগের উৎস সন্ধানে।

আরো পড়ুন: একই দিনে একই সময়ে ৪৭ বছরের সম্পর্ক শেষ হল দম্পতির, দুজনেই মারা গেলেন ৪টা ২৩ মিনিটে! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *