করোনা ছাড়াও যে কারণে এবছর বন্ধ থাকবে বিগ বি র দিওয়ালি পার্টি, রইল বিস্তারিত

করোনা ছাড়াও যে কারণে এবছর বন্ধ থাকবে বিগ বি র দিওয়ালি পার্টি, রইল বিস্তারিত

করোনা তো আছেই, পাশাপাশি আরও একটি কারণে এবছর দিওয়ালি পার্টি হবে না বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের জলসায়। পাশাপাশি কোভিড ১৯ এর জেরে এবছর পার্টি বন্ধ রাখছেন একতা কাপুরও।

করোনা অতিমারির জেরে বচ্চন পরিবারে এবছর এবছর ফিকে উৎসবের আনন্দ, বন্ধ থাকবে দেওয়ালি পার্টি। এবছর উৎসবের মরশুমে আনন্দের পাশে করোনার আতঙ্কও বিরাজমান। দুর্গাপুজো হোক বা দিওয়ালি এবছরটা প্রত্যেক বছরের থেকে আলাদা, যার মূল কারণ কোভিড ১৯, বিশ্বজুড়ে করোনা প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ। বলিউড ইন্ডাস্ট্রিতেও বহু তারকার মৃত্যু হয়েছে করোনায়।

তাই উৎসবের আমেজ এবার একেবারেই নেয়। দুর্গাপুজোতেও হাইকোর্টের   নির্দেশে নিষিদ্ধ ছিল প্যান্ডেলে ঢোকা,বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হয়েছে, এবার  জগদ্ধাত্রী পুজোতেও থাকছে একাধিক বিধিনিষেধ।

সামনেই দিওয়ালি। প্রতিবছর দিওয়ালিতে সিনেপ্রমীরা মানুষের নজর থাকে বিটাউনের সেলিব্রিটি পার্টির দিকে। বলিউডের অন্যতম জনপ্রিয় দিওয়ালি পার্টি হয় সুপারস্টার অমিতাভ

বচ্চন এবং একতা কাপুরের বাড়িতে।

অমিতাভ বচ্চনের পার্টিতে  বলিউডের জনপ্রিয় সব তারকাদের দেখা মেলে, আর  একতা কাপুরের দিওয়ালি পার্টিকে আলোকিত করে হিন্দি টেলিভিশনের তারকারা। এইসব তারকাদের ড্রেস থেকে জুয়েলারি , সবকিছুই উঠে আসে খবরে।

তবে সূত্র অনুযায়ী এবছর আর মুম্বইয়ে এই তারকার ভিড় দেখা যাবে না, কারণ এবছর বন্ধ থাকবে  দিওয়ালির পার্টি। অমিতাভ বচ্চনের বাড়িতে এবছর বন্ধ দিওয়ালি পার্টি  যার একটি কারণ কোভিড হলেও পাশাপাশি আরেকটি কারণ আছে যা হল অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু।

আরো পড়ুন,দিল্লির রাস্তায় গৌরীকে বউদি বলে পরিচয় দেন বলিউডের বাদশা

বলিউডের অসংখ্য উজ্জ্বল নক্ষত্র পতনে এবছর বিপর্যস্ত বি-টাউন।

গত ৩০ এপ্রিল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা ঋষি কাপুরের,  ঋষি কাপুরের সঙ্গে  অমিতাভ বচ্চনের ভীষণ ভালো সম্পর্ক ছিল। অভিনয় সূত্রে দুজনকে একসাথে অনেক ছবিতে দেখা যায়। এছাড়াও  অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা নন্দা বচ্চনের মামাশ্বশুর ছিলেন ঋষি কাপুর, সেই সুবাদের তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল।  ঋষি কাপুরের বোন ঋতু নন্দার ছেলে নিখিলের সাথে  বিয়ে হয় শ্বেতা বচ্চনের।

শুধু ঋষি কাপুরের মৃত্যুই নয়, বলিউডের একাধিক তারকার মৃত্যু হয় চলতি বছরে।  দীর্ঘদিন ধরে  নিউরো এন্ডোক্রিন টিউমারের সমস্যায় ভুগছিলেন ইরফান খান, তারও মৃত্যু হয় এপ্রিল মাসে। জুন মাসে বলিউড হারান তরুণ প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে, বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত উদ্ধার হয় অভিনেতার দেহ।

তারপর বলিউডের একাধিক কালো দিক, তা স্বজনপোষণ হোক বা মাদক যোগ এসবে বিধ্বস্ত হয়ে পড়ে বলিউড।

অপরদিকে করোনার দাপট বর্তমান এখনও, সম্প্রতি করোনায় আক্রান্ত হন নাসিরুদ্দিন শাহ এর ছোট ছেলে ডিভান শাহ।

এর আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রায়, আফতাব শিবদাসানি, মালাইকা আরোরা, অর্জুন কাপুর করোনায় আক্রান্ত হয়েছিলেন, যদিও বর্তমানে এই সকল তারকা করোনাকে হারিয়ে সুস্থ আছে।

 আরো পড়ুন,অভিনেত্রী হিনা খানের সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্লক করলেন তাঁর বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *