Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
অগাস্টে গানের শুটিং এ পরিচয় হয়েছিল নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং এর।অক্টোবরে গাঁটছড়া বাঁধেন নেহুপ্রীত। বেবি বাম্প এর ছবি প্রকাশ্যে আনলেন নেহা কক্কর, উচ্ছ্বসিত ফ্যানেরা….নস্টাগ্রামে নেহার পোস্ট করা ছবি এবং ক্যাপশন দেখে মনে হচ্ছে তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। কমেন্টে রোহনপ্রীত লিখেছেন এবার থেকে আরও বেশি যত্ন নিতে হবে।
বেবি বাম্প এর ছবি প্রকাশ্যে আনলেন নেহা কক্কর, উচ্ছ্বসিত ফ্যানেরা…বিয়ের দেড় মাসের মধ্যেই নেহা কক্করের পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেহা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে যেখানে নেহা কক্করকে পিছন থেকে জড়িয়ে আছেন এবং ফটোটি দেখে মনে হচ্ছে নেহা প্রেগন্যান্ট। সেই ছবির ক্যাপশনে নেহা লিখেছেন – খেয়াল রাখো,এবং খুশির ইমোজি দিয়েছেন।
রোহনপ্রীতও খুশিতে উচ্ছ্বসিত হয়ে সেই ছবিতে কমেন্ট করেছেন ‘এখন তো বেশি যত্ন নিতে হবে নেহু’। নেহা কক্করের ইনস্টাগ্রাম পোস্ট দেখে সকলেই মনে করছেন তিনি প্রেগন্যান্ট। আবার এমনও হতে পারে যে কোনো অ্যালবামের শুটিং এর জন্য এমন গেটআপে তিনি৷ কারণ বিয়ের আগেও বিয়ের একটি গানের অ্যালবাম প্রকাশ্যে এনেছিলেন তিনি। নেহার বিয়ের মতো প্রেগ্ন্যাসির খবরেও কনফিউশানে পরে গেছেন সকলে। নেহার পোস্টে ফ্যান এবং কাছের মানুষরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।
আরো পড়ুন: চাটার্ড বিমানে কেক কেটে সকলকে ধন্যবাদ জানালেন রজনীকান্ত
নেহুপ্রীত এর এই পোস্ট দেখে দুজনের খুশি আন্দাজ করা যাচ্ছে, ছবিতে বেশ মিষ্টি ভাবেই বেবি বাম্প প্রকাশ্যে এনেছেন নেহা। তবে আজ সকালের একটি ছবি সামনে এসেছে, যেখানে এয়ারপোর্টে দেখা যায় নেহুপ্রীতকে। তবে সেই ছবিতে নেহা কক্করকে দেখে মনে হচ্ছে না যে তিনি প্রেগন্যান্ট।
২৪ অক্টোবরে নেহা এবং রোহনপ্রীত সিং বিয়ে করেছিলেন, তার আগেই মুক্তি পেয়েছিল দুজনের প্রথম গান ‘নেহু দ্য বিয়া’। নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং ‘দ্য কপিল শর্মা’ শো তে গিয়ে জানিয়েছিলেন অগাস্টে দুজনের পরিচয় হয়, আর তার পরেই একে অপরের প্রেমে পরে যান। গানের শুটিং এ তাদের আলাপ হয় চন্ডীগড় এ। নতুন দম্পতি বিয়ের পর থেকে চর্চায় আছে। তবে নেহুপ্রীত এর ভক্তরা নেহুপ্রীত এর প্রেগন্যান্সির খবরে ভীষণ খুশি। বর্তমানে কাজে ফিরেছেন নেহা এবং রোহনপ্রীত দুজনেই। ইন্ডিয়ান আইডেল সিজন ১২ র বিচারকের আসনে আছেন নেহা।