দেওয়ালির আগেই গ্রাহকদের সুখবর দিল BSNL, আনছে বিপুল সুবিধাযুক্ত তিনটি নতুন পোস্টপেইড প্ল্যান, অফার সীমিত সময়ের জন্য। ১ লা ডিসেম্বর থেকে শুরু হয়ে তিনমাস থাকবে এই অফার।
বাজারে নিজেদেরকে টিকিয়ে রাখতে এবং আরও বেশি গ্রাহক বাড়াতে টেলিকম সংস্থাগুলি প্রায়শই নতুন নতুন অফার নিয়ে আসে। এবার দিওয়ালির আগে গ্রাহকদের জন্য এমনই এক বড় অফার নিয়ে হাজির সরকারি টেলিকম সংস্থা BSNL।
কিছুদিন আগেই বিএসএনএল এর তরফে জানানো হয়েছিল postpaid প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সহ রোজ 100 এসএমএসের সুবিধা ছাড়াও থাকবে ডেটা রোল ওভার ফেসিলিটি।
postpaid গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল, যা চালু হবে 1 ডিসেম্বর থেকে।
আরো পড়ুন,লঞ্চ হল Infinix Smart 4 দাম মাত্র 6999
BSNL এর তরফে তিনটে নতুন postpaid প্ল্যান আনা হয়েছে। যেগুলির দাম 199, 798 এবং 999 টাকা।
BSNL এর 99, 225, 325, 799 এবং 1125 টাকার প্ল্যানগুলি কার্যকর হবে না 1 ডিসেম্বর থেকে। তবে যাদের ইতিমধ্যেই এই প্ল্যানগুলি আছে তাদের থাকবে তবে নতুন কানেকশনে আর কার্যকর হবে না এই প্ল্যানগুলি।
BSNL-এর 199 টাকার postpaid প্ল্যানে যেসব সুবিধা থাকবে –
BSNL এর সবচেয়ে সস্তা এই এই postpaid প্ল্যানে থাকছে আনলিমিটেড অন-নেট ভয়েস কলিং পরিষেবা, ফ্রি অফ-নেট কলিং পরিষেবা থাকবে ৩০০ মিনিট । ডেটা পাবেন 25GB এবং 75GB ডেটা রোলওভারের সুবিধা পাবেন। পাশাপাশি প্রত্যেকদিন ফ্রি তে 100 SMS পাঠানোরও সুবিধা থাকবে এই প্ল্যানে।
BSNL-এর 798 টাকার postpaid প্ল্যানে যেসব সুবিধা গুলি থাকবে –
এই প্যাকে গ্রাহকরা ভারতের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা ছাড়াও 50GB ডেটা এবং অতিরিক্ত 150 GB ডেটা যা রোলওভারের সুবিধায় মিলবে। এছাড়াও 100 টি ফ্রি SMS ফ্রি এসএমএসের সুবিধা, তার সাথে দুটি ফ্যামিলি অ্যাড-অন কানেকশনও পাবেন। যেখানে প্রত্যেক ফ্যামিলি মেম্বার পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, 50GB ডেটা ও রোজ 100 SMS ফ্রি এসএমএস।
BSNL এর 999 টাকার postpaid প্ল্যানে যেসমস্ত সুবিধা গুলি পাওয়া যাবে –
ভারতের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা ছাড়াও 75GB ডেটা এবং 225GB রোলওভার ইন্টারনেটের সুবিধা। এবং প্রত্যেক প্ল্যানের মতোই রোজ 100 SMS পাঠানোর সুবিধা। এই প্ল্যানে তিনটি ফ্যামিলি কানেকশন দেওয়া হবে।যেখানে আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও 75GB ডেটা ও রোজ 100 SMS পাঠানোর সুবিধা মিলবে ।
এছাড়াও যেসমস্ত postpaid প্ল্যানগুলি BSNL এর তরফে বাতিল হয়ে যাচ্ছে সেই প্ল্যানে থাকা কেউ যদি উপরিউক্ত postpaid প্ল্যান নিতে চান তাহলে তাৎক্ষণিক 50 টাকার ছাড় পর পর তিন মাসে পাবেন সেই গ্রাহক।
লিমিটেড এই প্ল্যান চালু হবে 1 ডিসেম্বর, অফারটি থাকবে 90 দিন।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More