‘বিগ বস ১৪’ থেকে নিজের আচরণের জন্য বেরিয়ে গেলেন মাস্টারমাইন্ড বিকাশ গুপ্তা!

 ‘বিগ বস ১৪’ থেকে নিজের আচরণের জন্য বেরিয়ে গেলেন মাস্টারমাইন্ড বিকাশ গুপ্তা!

‘বিগ বস ১১’ র পর ‘বিগ বস ১৪’ য় কিছুদিন আগেই এসেছিলেন বিকাশ গুপ্তা। আরশি খানকে সুইমিং পুলে ধাক্কা দেওয়ার কারণে আউট হবেন তিনি।

‘বিগ বস ১৪’ থেকে নিজের আচরণের জন্য বেরিয়ে গেলেন মাস্টারমাইন্ড বিকাশ গুপ্তা! বিকাশ গুপ্তার ফ্যানেদের জন্য খারাপ খবর। এবার ঘর থেকে আউট হয়ে যাবেন বিকাশ গুপ্তা, খবর অনুযায়ী খুব শীঘ্রই বিকাশ গুপ্তা আউট হয়ে যাবেন। তবে কোনো নমিনেশন পক্রিয়ায় নয় বরং তাঁর আচরণের জন্যই তাকে বের করে দেওয়া হবে।

‘বিগ বস ১৪’ থেকে নিজের আচরণের জন্য বেরিয়ে গেলেন মাস্টারমাইন্ড বিকাশ গুপ্তা! বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় শো’গুলির মধ্যে অন্যতম রিয়ালিটি শো ‘বিগ বস১৪ ‘, বিগ বসের ঘরে প্রায়দিনই নতুন চমক দেখা যাচ্ছে,পুরনো সিজনের কয়েকজন প্রতিযোগিও আবার এসেছে বিগ বসের ঘরে, যার মধ্যে আছে বিকাশ গুপ্তা, আরশি খান, রাখি সাওয়ান্ত, মনু পাঞ্জাবি, রাহুল মহাজন।

প্রতি সপ্তাহে নতুন নতুন চমক দেখা যাচ্ছে এই শো’তে। কে কখন শো থেকে বাইরে যাবে বা আসবে সমস্তটাই অপ্রত্যাশিত। কিছুদিন আগেই ঘরে এসেছিলেন বিকাশ গুপ্তা।তবে বিকাশ গুপ্তার ফ্যানেদের জন্য খারাপ খবর। এবার ঘর থেকে আউট হয়ে যাবেন বিকাশ গুপ্তা, খবর অনুযায়ী খুব শীঘ্রই বিকাশ গুপ্তা আউট হয়ে যাবেন। তবে কোনো নমিনেশন পক্রিয়ায় নয় বরং তাঁর আচরণের জন্যই তাকে বের করে দেওয়া হবে।

আরো পড়ুন: আলী গোনি এবং নিক্কি তাম্বোলি পুনরায় প্রবেশ করলেন বিগ বস হাউসে, হাজির রাখী সাওয়ান্তও! 

বিগ বসের শো থেকে আউট হয়ে যাবেন বিকাশ, তাঁর কারণ বিকাশ গুপ্তা আরশি খানকে সুইমিং পুলে ধাক্কা দিয়েছিলেন, এমন আচরণের জন্যই বিগ বস ঘর থেকে বাইরে বার করে দেবেন বিকাশ গুপ্তাকে,বিকাশের এভাবে চলে যাওয়ায় মন হতাশ হতে পারেন বিকাশের ভক্তরা। এতদিন পর্যন্ত আরশির ব্যবহার মুখ বুজে মেনে নিয়েছে, শান্তিপূর্ণ ভাবে জবাব দিয়েছেন,তবে হঠাৎ এভাবে নিজের আচরণের জন্য বিগ বস থেকে মাস্টারমাইন্ড বিকাশ গুপ্তার বেরিয়ে যাওয়ায় নিরাশ হবেন অনেকেই।

‘বিগ বস ১১’ য় সেকেন্ড রানার আপ হয়েছিলেন বিকাশ গুপ্তা, ট্রফি না জিতলেও দূর্দান্ত খেলার জন্য মাস্টারমাইন্ড ট্যাগ পেয়েছিলেন তিনি। ‘বিগ বস ১৩’ তেও অতিথি হিসেবে এসেছিলেন বিকাশ, এবার ‘বিগ বস ১৪’ তে আবার প্রতিযোগি হিসেবে এসেছিলেন তিনি। এবার বিগ বস ১১ তে তার সাথে থাকা আরেক প্রতিযোগি আরশি খানও এসেছেন। বিগ বসের ঘরে আসার পর থেকে বিকাশ এবং আরশির মধ্যে ঝামেলা দেখা গেছে। যেখানে শুরু থেকেই বিকাশের নামে অনেক অভিযোগ তুলেছেন আরশি। তবে বিকাশ গুপ্তা যে আউট হয়েছেন এই ব্যাপারে খবর আসলেও অফিসিয়াল ভাবে এই নিয়ে কোনো কথা জানানো হয়নি। তবে আসন্ন এপিসোড দেখলেই বোঝা যাবে বিকাশ গুপ্তা আউট হয়ে যাবে না থেকে যাবে।

তবে এই ঘটনার পাশাপাশি আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই রাহুল বৈদ্য পুনরায় প্রবেশ করবেন বিগ বস হাউসে। আলি গোনি এবং নিক্কি তাম্বোলি বাইরে যাওয়ার পর পুনরায় প্রবেশ করেছেন ঘরে। রাহুলের বাইরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরা। এই অবস্থায় আবার রাহুলকে নিয়ে আসা হচ্ছে খবর এমনটাই।

আরো পড়ুন: ‘বিগ বসে’র উইকেন্ড কা ওয়ারে মুখোমুখি কবিতা কৌশিক এবং রুবিনা দিলেক, কাকে সমর্থন করলেন সলমন খান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *