ব্রেকিং নিউজ, শীঘ্রই বিয়ে করতে চলেছেন টলি তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা! 

ব্রেকিং নিউজ, শীঘ্রই বিয়ে করতে চলেছেন টলি তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা!

দীর্ঘ প্রতীক্ষার পর চার হাত এক হতে চলেছে, অনির্বাণের পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা অঙ্কুশ, টুইটে এমনই ইঙ্গিত দিলেন। অঙ্কুশ -ঐন্দ্রলার প্রেম দীর্ঘদিনের, কখনও সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি তারা। ২০২১ এই বিয়ের পিঁড়িতে বসবেন।

ব্রেকিং নিউজ, শীঘ্রই বিয়ে করতে চলেছেন টলি তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা!সদ্য বিবাহিত অনির্বানকে শুভেচ্ছা জানিয়ে অঙ্কুশ টুইটারে জানিয়েছেন  “তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।”

ব্রেকিং নিউজ, শীঘ্রই বিয়ে করতে চলেছেন টলি তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা! সম্প্রতি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) তার  দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, নেটিজেনদের একাংশের বিদ্রুপকে গায়ে না মেখে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন নবদম্পতি।অভিনেতার অনুরাগী থেকে টলউডের তারকারা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন নবদম্পতি উদ্দেশ্যে৷ খুব সাধারণ ভাবেই বিয়ে সেরেছেন অনির্বান৷

অভিনেতা অঙ্কুশ অনিবার্ন কে টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন নিজের বিয়েরও। যার পরেই শুরু হয়ে গেছে অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের প্রসঙ্গ। অনির্বানকে অভিনন্দন জানিয়ে টুইটে অঙ্কুশ হাজরা জানিয়েছেন , “তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।”

আরো পড়ুন: হবু বউকে নিয়ে প্রাক্তন বউয়ের শোতে হাজির উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়!

টলিপাড়ায় বিয়ের মরশুমে ব্যাচেলর থেকে বিবাহিত জীবনের সূচনা করতে চলেছেন বেশ কিছু তারকা। আগামী মাসেই উত্তম কুমারের পৌত্র গৌরব দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। টেলি অভিনেতা নীল -তৃণার বিয়ে ঠিক হয়েছে ফেব্রুয়ারিতে, এবার খুব শীঘ্রই যে এই দলে অঙ্কুশও যোগদান করবেন সেটাই বোঝা যাচ্ছে।

অঙ্কুশ-ঐন্দ্রিলার (Oindrila Sen) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন। তাঁদের সম্পর্কের কথা সকলেই জানেন। সকলের সামনে একাধিক বার তারা নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথাও বলেছেন।এই জুটি কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই নিয়ে ছিল কৌতুহল। এবার সেই উত্তরই ইঙ্গিতে দিয়ে দিল অঙ্কুশ। অঙ্কুশের এহেন ইঙ্গিতময় টুইটের পর জোর চর্চার শুরু হয়েছে অভিনেতার বিয়ে নিয়ে। সদ্য মা হয়েছেন শুভশ্রী,ফিরেছেন শুটিং ফ্লোরে, তিনিও অঙ্কুশের এই টুইটে লিখেছেন -ওয়াও! ব্রেকিং নিউজ। অঙ্কুশের সাথে মৃগয়া ছবিতে দেখা গেছিল দর্শনাকে, টুইটে কমেন্ট করে দর্শনা লিখেছেন – বাহ… দারুণ খবর’।

শীঘ্রই বিয়ে করছেন এমনটি একেবারে ঠিক করে ফেলেছেন  অঙ্কুশ, ঐন্দ্রিলা। টলিপাড়ায় গুঞ্জন ২০২১ এর প্রথমেই সাতপাকে বাঁধা পড়তে পারেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। ২০২১ সালে অঙ্কুশ -ঐন্দ্রলার চারটি ছবি মুক্তি পাবে। জনপ্রিয় জুটি অঙ্কুশ -ঐন্দ্রিলার বিয়ের খবরে খুশি তাঁদের অনুরাগীরাও।

আরো পড়ুন: সম্পর্ক এতটাই তিক্ত পর্যায়ে গেছিল যে করিনাকেগরু সাথে তুলনা করেছিলেন শাহিদ কাপুর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *