আগের তুলনায় ৮ গুণ বেশি ইন্টারনেট স্পিড পাবে BSNL গ্রাহকরা। Bharat Fiber-এর ৫০০ টাকার নীচে থাকা প্ল্যান গুলিকে দ্বিগুণ করছে BSNL
আর থাকবে না অভিযোগ, দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেটের দারুণ প্ল্যান নিয়ে হাজির BSNL। Bharat Fiber-এর ৫০০ টাকার নীচে থাকা প্ল্যান গুলিকে দ্বিগুণ করছে BSNL। অপরদিকে 1499 টাকার Bharat Fiber-এর যেসমস্ত প্ল্যানগুলি আছে তার FUP স্পিড ৮ গুণ বাড়াতে চলেছে BSNL।
আর থাকবে না অভিযোগ, দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেটের দারুণ প্ল্যান নিয়ে হাজির BSNL। BSNL ব্রডব্যান্ড ব্যবহারকারীদের বহুদিন ধরেই অভিযোগ ছিল সংস্থার ইন্টারনেট স্পিড নিয়ে। তবে এবার সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে গ্রাহকদের সুবিধার্থে হাইস্পিড ইন্টারনেট প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। Bharat Fiber-এর FUP স্পিড বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং সেই কারণেই আগের তুলনায় ৮ গুণ বেশি ইন্টারনেট স্পিড পাবে গ্রাহকরা।
আরো পড়ুন: লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট
FUP স্পিড হল ফেয়ার ইউসেজ পলিসি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট পরিষেবা দেওয়ার একেবারে বিপরীত ধরন , যখন কোনো গ্রাহকের ইন্টারনেট প্ল্যান সমাপ্ত হয় তখন ব্যান্ডউইদের ক্যাপিং এর জন্য FUP লিমিট ব্যবহার করা হয়। Bharat Fiber Plans-এর দামের এর ভিত্তি করে BSNL-এর ক্ষেত্রে FUP স্পিড কতটা বাড়বে তা ঠিক করা হয়। Bharat Fiber-এর ৫০০ টাকার নীচে থাকা প্ল্যান গুলিকে দ্বিগুণ করছে BSNL। অপরদিকে 1499 টাকার Bharat Fiber-এর যেসমস্ত প্ল্যানগুলি আছে তার FUP স্পিড ৮ গুণ বাড়াতে চলেছে BSNL। আনন্দের ব্যাপার হল এই FUP স্পিড বাড়ানোর জন্য গ্রাহকদের থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
ভারতের সর্বত্রই BSNL-এর Bharat Fiber ব্রডব্যান্ড প্ল্যানগুলি বেশ জনপ্রিয়। এবার ইন্টারনেট স্পিড বাড়িয়ে দেওয়ায় গ্রাহক সংখ্যা প্রচুর বাড়বে বলেই মনে করছে BSNL। বর্তমানে Bharat Fiber-এর সাবস্ক্রাইবার সংখ্যা 10 মিলিয়নের চেয়েও বেশি। শুধুমাত্র অক্টোবর মাসেই বিএসএনএল এর 85000 নতুন ব্রডব্যান্ড সদস্য যুক্ত হয়েছে । বর্তমানে Bharat Fiber-এর সাবস্ক্রাইবার সংখ্যা 10 মিলিয়নের চেয়েও বেশি।
আগে BSNL Bharat Fiber গ্রাহকরা যেখানে ৫০০ টাকার কম থেকে শুরু করে ৬৫০ টাকার প্ল্যানে 1Mbps স্পিড পেতেন,তা এখন FUP স্পিড বাড়ানোর পর 2Mbps হবে। আবার 651 টাকা থেকে 799 টাকার প্ল্যানগুলির স্পিড FUP স্পিড বাড়ানোর পর 5Mbps হবে। 800 ও 900 টাকার প্ল্যানের FUP স্পিড বেড়ে হবে 10Mbps। 1000 থেকে 1499 টাকার প্ল্যানগুলিতে স্পিড বেড়ে হবে 15Mbps। 1499 থেকে বেশি টাকার প্ল্যানগুলিতে পাওয়া যাবে 20Mbps FUP স্পিড। পুরনো গ্রাহকরা যেমন এই নতুন সুবিধা পাবেন, তেমনই নতুন গ্রাহকরাও হাই স্পিড ডেটার সুবিধা পাবেন।
আরো পড়ুন: itel এর নয়া চমক, it2192T Thermo Edition হাজার টাকার ফোনে মাপা যাবে শরীরের তাপমাত্রা
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More