ফ্রি-তে সিম দিচ্ছে BSNL, অফার সীমিত সময়ের জন্য। কিভাবে সংগ্রহ করবেন জেনে নিন 

ফ্রি-তে সিম দিচ্ছে BSNL, অফার সীমিত সময়ের জন্য। কিভাবে সংগ্রহ করবেন জেনে নিন

15 দিনের জন্য ফ্রি তে সিমকার্ড দিচ্ছে BSNL ,ফ্রিতে সিমকার্ড নিতে চাইলে কমপক্ষে 100 টাকার FRC  রিচার্জ করতে হবে গ্রাহককে ফ্রি-তে সিম দিচ্ছে BSNL, অফার সীমিত সময়ের জন্য।14 নভেম্বর 2020 থেকে শুরু হয়েছে এই অফার যা থাকবে 28 নভেম্বর, 2020 অবধি।

প্রায়শই গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড।

এবার এই সংস্থা ফ্রি-তে সিম দিচ্ছে, তবে তা সীমিত সময়ের জন্য। নতুন সিমকার্ডের জন্য গ্রাহকের কাছে এমনিতেও মাত্র 20 টাকা চার্জ করে বিএসএনএল।  তবে প্রোমোশনাল অফারে এবার   ফ্রি তে সিম দিচ্ছে এই সংস্থা তবে তার জন্য শর্তাবলীও আছে। ফ্রি-তে সিম নেওয়ার পর প্রথমবার সর্বনিম্ন 100 টাকার রিচার্জ করতেই হবে গ্রাহককে।

অফারটি মাত্র কিছুদিনের জন্যই থাকবে। 14 নভেম্বর 2020 থেকে শুরু হয়েছে এই অফার যা থাকবে 28 নভেম্বর, 2020 অবধি।  দেশের যেসব জায়গায় BSNL-এর পরিষেবা আছে সেই সমস্ত জায়গাতেই ফ্রি সিমকার্ড পাওয়া যাবে।

আরো পড়ুন,দেওয়ালির আগেই গ্রাহকদের সুখবর দিল BSNL, আনছে বিপুল সুবিধাযুক্ত  তিনটি নতুন পোস্টপেইড প্ল্যান, অফার সীমিত সময়ের জন্য

খুব শীঘ্রই দিল্লি এবং মুম্বইতেও BSNL এর মোবাইল সার্ভিস শুরু হবে বলে জানা গেছে। কারণ 2021 সালের জানুয়ারিতে এক্সপায়ার হবে MTNL-এর লাইসেন্স। তখন ভারতেই অপারেশন চালু করবে BSNL

বর্তমানে দিল্লি ও মুম্বই ছাড়া মোট 20টি টেলিকম সার্কেলে  BSNL উপলব্ধ।  তবে সরকারি টেলকো MTNL এর লাইসেন্স 2021 সালের শেষ হয়ে যাবে এবং তারপর মুম্বই এবং দিল্লিতে BSNL অপারেশন চালু করবে ।

BSNL এর ফ্রি সিমকার্ড পেতে হলে BSNL এর স্থানীয় রিটেইল স্টোরে গিয়ে গ্রাহককে ফ্রি সিমকার্ড নিয়ে কমপক্ষে  100 টাকার FRC রিচার্জ করতে হবে।

সম্প্রতি সরকারি এই টেলিকম সংস্থা 599 টাকার দারুণ একটি প্ল্যান নিয়ে এসেছে,যেখানে BSNL-এর  Fiber Basic Plus প্ল্যানে আনলিমিটেড কলিং এর সুবিধা ছাড়াও 3300GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট এ সুবিধা পাওয়া যাবে। মনে করা হচ্ছে এই প্ল্যান জোরকদমে টেক্কা দেবে Airtel Xstream Fiber কে। 599 টাকার এই  প্ল্যানটি ছাড়াও BSNL তাদের  Fiber Basic plan-এর দামও আগের থেকে কমিয়েছে, প্ল্যানটি এখন 449 টাকায় মিলছে যা আন্দামান নিকোবর বাদে ভারতের সবর্ত্র উপলব্ধ।

আরো পড়ুন,RewardYourself উৎসবের মরশুমে স্যামসাং এর হাত ধরে নিজেকে উপহার দিন, পান প্রচুর ডিসকাউন্ট , স্যামসাং নিয়ে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *