স্টার জলসার ধারাবাহিক ‘তিতলি’তে দেখা যাবে নায়িকা তিতলি জীবনে প্রথম বার বিমানে উঠেই বিমান চালাচ্ছেন। তিতলি বধির হওয়ায় স্বামী নির্দেশ শুনে দিব্যি প্লেন চালাচ্ছেন তিনি
প্রথমবার বিমানে উঠেই বিমান চালাচ্ছে তিতলি,স্টার জলসার ধারাবাহিক ‘তিতলি’র প্রোমা দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা। ব্যাঙ্গ, বিদ্রুপের মুখে সিরিয়ালের পরিচালক জানান বাস্তবেও অনেকসময় অবাক করা ঘটনা ঘটে।
প্রথমবার বিমানে উঠেই বিমান চালাচ্ছে তিতলি, স্টার জলসার ধারাবাহিক ‘তিতলি’র প্রোমা দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা।
অনেকের মুখেই শোনা যায় সিরিয়ালের নায়িকারা সব পারে, এই কথাটা আরও একবার প্রমাণ করে দিল তিতলি। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম ‘তিতলি’। স্টার জলসার এই সিরিয়ালটির বয়স খুব বেশি নয়,তবে চমৎকারের দিক থেকে হার মানাতে পারে দীর্ঘদিনের সিরিয়ালগুলোকেও। যেখানে তিতলি স্বপ্ন পূরণ হয়েছে এক কঠিন পরিস্থিতিতে। তিতলি বধির, তাই সে জানে তার পাইলট হওয়ার স্বপ্ন কোনওদিনও বাস্তবে সফল হবে না। কিন্তু তা হল সিরিয়ালের প্রোমোতে দেখা গেল তিতলির স্বপ্ন সত্যি হয়েছে, মানুষের প্রাণ বাঁচাতে পাইলটের দায়িত্ব নিজের কাধে নিয়ে নেয় তিতলি। সম্প্রতি এই ধারাবাহিকের মহাসপ্তাহের প্রোমো সামনে আসার পরই হাসির রব ওঠে নেটিজেনদের।
১৬ থেকে ২০ নভেম্বর ‘স্টার জলসা’য় ‘তিতলি’র মহাসপ্তাহে দেখানো হবে এক অবিশ্বাস্যকর ঘটনা।
প্রোমোতে দেখা যাচ্ছে স্বামীর সাথে বিমানে চেপে কোথাও যাচ্ছেন তিতলি, হঠাৎ পাইলটের হার্ট অ্যাটাক হয়, সহকারী পাইলটরা বিমান চালাতে পারছেন না, সকলে আতঙ্কিত, সেই সময় কোমর বেঁধে সকলকে বাঁচাতে তিতলি নিল এক বড় পদক্ষেপ। সে দ্রুত চলে গেল বিমানচালকের সিটে এবং প্লেন ওড়াতে শুরু করলো, এবং কন্ট্রোল রুমের সাথে যোগ রেখে সমস্ত নির্দেশ তিতলির কাছে দেয় তার স্বামী। প্রথমবার বিমানে চড়েই বিমান চালাচ্ছে তিতলি। এই অতিরঞ্জিত গল্পটি দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে দর্শক রা। এই ধারাবাহিক নিয়ে শুরু হয়ে গেছে ট্রোল করা।
নেটিজেনরা এর সমালোচনা করে কেউ নির্মাতার উদ্দেশ্যে বলেছেন কত দামের গাঁজা খান, কেউ জানিয়েছেন তিতলি নিশ্চয়ই পারবে… না পারলে সিরিয়াল চলবে কী করে? আবার কেউ মন্তব্য করেছেন , তিতলি চাইলে ট্রাম্পকেও জিতিয়ে দিতে পারেন। আবার কেউ লিখেছেন যাদের পাইলট হওয়ার স্বপ্ন তারা স্টার জলসায় অডিশন দিক।
তবে এটাই প্রথম নয়, এর আগে ‘জবা’র খালি হাতে বোমা নিষ্ক্রিয় করা ‘কৃষ্ণকলি’ র বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শকের মাধ্যমে মৃত্যুমুখ থেকে রোগীকে বাঁচানো, এসব দেখেও ট্রোলের মুখে পড়েছিল স্টার জলসার সেই সব ধারাবাহিক।
বিদ্রুপের মুখে ‘তিতলি’র পরিচালকের যুক্তি যেহেতু ছোট থেকেই বিমান চালানোর পুঁথিগত শিক্ষা নিয়েছে তিতলির, তাই বিপদের সময় সাহস সঞ্চয় করে সে বিমান চালিয়েছে, বাস্তবেও এমন অনেক অবাক করা ঘটনা ঘটে থাকে।
আরো পড়ুন: বিগ বসের ঘরে জান কুমার শানুকে ভোট করার অনুরোধ জানিয়ে ভিডিও পোস্ট করলেন রিতা ভট্টাচার্য
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More