‘চ্যলেঞ্জ’ কিন্তু শুভশ্রী চক্রবর্তীর প্রথম সিনেমা নয়, এর আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী, জানেন কি?

‘চ্যলেঞ্জ’ কিন্তু শুভশ্রী চক্রবর্তীর প্রথম সিনেমা নয়, এর আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী, জানেন কি?

ওড়িয়া ছবির মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন শুভশ্রী। প্রথম বাংলা ছবি ‘পিতৃভূমি’।এই সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

‘চ্যলেঞ্জ’ কিন্তু শুভশ্রী চক্রবর্তীর প্রথম সিনেমা নয়, এর আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী, জানেন কি? ২০০৬ সালে ‘ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে ‘ তে বিজয়ী হন শুভশ্রী গাঙ্গুলি।নায়িকা চরিত্রে প্রথম তিনি অভিনয় করেন ‘বাজিমাত’ ছবিতে। কিছুদিন আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

‘চ্যলেঞ্জ’ কিন্তু শুভশ্রী চক্রবর্তীর প্রথম সিনেমা নয়, এর আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী, জানেন কি?
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বর্তমান সময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। ২০০৬ সালে ‘ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে ‘ তে বিজয়ী হন শুভশ্রী গাঙ্গুলি।

শুভশ্রী চক্রবর্তীর প্রাথমিক জীবন

শুভশ্রী গাঙ্গুলি ৩ নভেম্বর ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন বর্ধমানে। শুভশ্রীর মায়ের নাম বীনা গাঙ্গুলি এবং বাবার নাম দেবপ্রসাদ গাঙ্গুলি। তার এক দিদি আছে যার নাম দেবশ্রী গাঙ্গুলি। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুল থেকে পড়াশোনা করে শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিটেক সম্পূর্ণ করেন শুভশ্রী। ২০০৬ সালে জনপ্রিয় রিয়ালিটি শো আনন্দলোক নায়িকার খোঁজে তে জয়ী হন তিনি এবং মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন।এরপর অভিনয় জগতে পা রাখেন ওড়িয়া ছবির মাধ্যমে।

আরো পড়ুন: কনের বেশে ‘টুম্পা’ গানে দুই ননদের সাথে তুমুল নাচ ‘খড়কুটো’ ধারাবাহিকের ‘গুনগুন’ এর

শুভশ্রী চক্রবর্তীর কেরিয়ার

শুভশ্রী গাঙ্গুলি তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেন ২০০৮ সালে ওড়িয়া কমেডি ড্রামা সিনেমা ‘মা তা লাভ হেলারে’ । বাংলা ছবিতে প্রথম তাকে দেখা যায় ‘পিতৃভূমি’ ছবিতে, তবে এই ছবিতে মুখ্য ভূমিকায় নয়, পার্শ্বচরিত্রে অভিনয় করেন শুভশ্রী। নায়িকা চরিত্রে প্রথম তিনি অভিনয় করেন ‘বাজিমাত’ ছবিতে৷ তাঁরপর একে একে চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও,খোকাবাবু, খোকা ৪২০,বস, গেম, আমি শুধু চেয়েছি তোমায়, অভিমান, বস ২, নবাব, চালবাজ, পরিনীতা ইত্যাদি।

শুভশ্রী চক্রবর্তীর ব্যক্তিগত জীবন

একান্নবর্তী পরিবারে বড় হয়ে ওঠেন শুভশ্রী গাঙ্গুলি, তাঁর বাবা ছিলেন স্কুলের ক্লার্ক, তাঁর দিদি একজন ট্রাভেল এজেন্ট৷
২০১৬ সালে ‘অভিমান’ ছবিটি করার সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০১৮ সালে ৬ মার্চ রাজ চক্রবর্তীর সাথে এনগেজমেন্ট হয় শুভশ্রীর। এবং ১১ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ র ১২ সেপ্টেম্বর এক পুত্রসন্তানের জন্ম দেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কের আগে অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারীর সাথে সম্পর্কে ছিলেন শুভশ্রী। তবে তাদের সম্পর্কটা বেশিদিন স্থায়ী হয়নি।

শুভশ্রী চক্রবর্তীর জুটি

অভিনেতা দেব এর সঙ্গে বহু ছবিতে কাজ করেছিলেন শুভশ্রী। যার মধ্যে আছে চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা৪২০, রোমিও, পরাণ জায় জ্বলিয়া রে, ইত্যাদি, প্রতিটি ছবিই বক্স অফিসে সাফল্য পেয়েছিল। দেব ছাড়া অভিনেতা জিৎ এর সাথেও তার জুটি বেশ সফল হয়েছে। জিৎ এর সাথে বস, গেম, অভিমান, বস ২ এর মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।

শুভশ্রী চক্রবর্তীর টেলিভিশন

দিদি নম্বর ১ এর সিজন ৭, সিজন ৮ এ প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি। ‘মহালয়া’ তেও একাধিকবার শুভশ্রী অভিনয় করেছেন।

শুভশ্রী চক্রবর্তীর সিনেমার তালিকা

  • মা তা লাভ হেলারে (২০০৮)
  • পিতৃভূমি (২০০৮)
  • বাজিমাত(২০০৮)
  • চ্যালেঞ্জ (২০০৯)
  • পরাণ যায় জ্বলিয়া রে (২০০৯)
  • রোমিও (২০১১)
  • খোকাবাবু (২০১২)
  • মেঘ রোদ্দুর (২০১৩)
  • খোকা ৪২০(২০১৩)
  • বস (২০১৩)
  • আমি শুধু চেয়েছি তোমায় (২০১৪)
  • গেম (২০১৪)
  • বচ্চন (২০১৪)
  • স্পার্ক (২০১৪)
  • প্রেম কি বুঝিনি (২০১৬)
  • অভিমান (২০১৬)
  • আমার আপনজন (২০১৬)
  • বস২(২০১৬)
  • নবাব (২০১৭)
  • দেখ কেমন লাগে (২০১৭)
  • চালবাজ (২০১৮)
  • রসগোল্লা (২০১৮)
  • পরিনীতা (২০১৯)
  • হাবজি গাবজি (২০২১)

শুভশ্রী চক্রবর্তীর পুরস্কার

আনন্দলোকে অ্যাওয়ার্ড, টেলি সিনে অ্যাওয়ার্ড, কালাকার অ্যাওয়ার্ড, এর মতো প্রচুর পুরষ্কার পেয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

আরো পড়ুন: জেনে নিন অভিনেত্রী জয়া আহসানের জীবনের নানা কথা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *