Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
করোনার থাবা গৌতম গম্ভীরের বাড়িতে, আইসোলেশনে আছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটর
কোভিড আক্রান্ত গৌতম গম্ভীরের বাড়ির লোক, নিজেকে আইসোলেশনে রাখলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটর,আইসোলেশনে আছেন তিনি। শুক্রবার টুইটে গৌতম গম্ভীর একথা জানান এবং করোনা নিয়ে সতর্ক হওয়ার বার্তা দেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটর গৌতম গম্ভীরের বাড়িতে করোনার থাবা,ইতিমধ্যেই আইসোলেশনে আছেন বলে টুইটে জানিয়েছেন বিজেপি সাংসদ।
Due to a case at home, I have been in isolation awaiting my COVID test result. Urge everyone to follow all guidelines & not take this lightly. Stay safe!
— Gautam Gambhir (@GautamGambhir) November 6, 2020
শুক্রবার একটি টুইটে গৌতম গম্ভীর জানান তার বাড়িতেই একজনের করোনা হওয়ায় নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন তিনি। তিনিও কোভিড পরীক্ষা করেছেন তবে সেই রিপোর্ট এখনও আসেনি। রিপোর্টের অপেক্ষায় আছেন তিনি। প্রত্যেকের কাছেই কোভিড সংক্রান্ত গাইডলাইন মেনে চলার অনুরোধ জানান গম্ভীর।এমন খবর পাওয়ার পর থেকে গম্ভীরের ফ্যানেরা রীতিমতো উদ্বিগ্ন। সকলেই প্রার্থনা করছেন যাতে গম্ভীরের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
শুক্রবার ভারতে নতুন করে ৪৭,৬৩৮ জন আক্রান্ত হওয়ায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪.১১ লক্ষ৷
দিল্লিতে ক্রমাগত বেড়ে চলেছে করোনার প্রকোপ, দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমে আছে কেরল, দ্বিতীয় নম্বরেই দিল্লি। দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৬০০০।
আরো পড়ুন,করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, জেনে নিন কি খাবেন আর কি খাবেন না
চলতি মরশুমে করোনার কারনেই প্রতিবারের তুলনায় দেরিতে শুরু হয় আইপিএল। এবছর দুবাইতে আইপিএল হয়েছে। ভারতীয় দলের অত্যন্ত প্রশংসনীয় খেলোয়াড় গৌতম গম্ভীরকে আইপিএল এ দিল্লি এবং কলকাতার টিমে খেলতে দেখা গেছিল।
২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ের পেছনে বড় অবদান ছিল গৌতম গম্ভীরের। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের গম্ভীরের অবদান মনে রেখেছে ক্রিকেটপ্রেমীরা। ২০১২ থেকে ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল নাইট রাইডার্স।
চলতি বছর আইপিএলে প্লে অফে জায়গা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স, অপরদিকে প্রথম প্লে অফে মুম্বাইয়ের কাছে হেরে গেছে দিল্লি।সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ গম্ভীর, আইপিএল নিয়েও হোক বা রাজনীতি, যে কোনো বিষয়ের নিজের মন্তব্য তিনি তুলে ধরেন জনগনের সামনে।
তবে গম্ভীরের টুইটের পর থেকেই গম্ভীরের জন্য প্রার্থনার পাশাপাশি ভক্তরা তার সচেতনারও প্রশংসা করেন। করোনা কেস বাড়িতে ধরার পর পরেই একটুও দেরি না করে নিজেকে হোম আইসোলেশনে রাখেন গম্ভীর, এবং টুইট করে সকলকে সচেতনও করেন যা দেখে বিজেপি সাংসদের প্রশংসায় পঞ্চমুখ তার অনুগামীরা।
আরো পড়ুন,পুনরায় করোনার দাপটে ব্রিটেন আতঙ্ক ছড়াচ্ছে ব্রিটেনে, দ্বিতীয় দফায় লকডাউনের পথে ব্রিটেন।