তানিস্কের দিওয়ালি বিজ্ঞাপন ঘিরে বিতর্কের ঢেউ সোশ্যাল মিডিয়ায়, বয়কটের ডাক

তানিস্কের দিওয়ালি বিজ্ঞাপন ঘিরে বিতর্কের ঢেউ সোশ্যাল মিডিয়ায়, বয়কটের ডাক

তানিস্কের দিওয়ালি বিজ্ঞাপনে বাজি পোড়াতে নিষেধ করায় সোশ্যাল মিডিয়ায় তানিস্কের বিরুদ্ধে প্রতিবাদে সরব বেশ কিছু মানুষ। বয়কটের ডাক তোলায় দিওয়ালি বিজ্ঞাপন মুছে দিল তানিস্ক তানিস্কের দিওয়ালি বিজ্ঞাপন ঘিরে বিতর্কের ঢেউ সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বয়কটের ডাক তোলায় তানিস্কের তরফে মুছে দেওয়া হল বিজ্ঞাপন।

তানিস্কের বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের ঢেউ সোশ্যাল মিডিয়ায়। এই বিজ্ঞাপনকে বেশ কিছু মানুষ সর্মথন করেননি, আবার বেশ কিছু মানুষ সমর্থন করেছেন।

তানিস্কের ফেস্টিভ কালেকশন ‘একতাভাম’ এর দিওয়ালির বিজ্ঞাপনে বাজি না পুরিয়ে কিভাবে দিওয়ালির উৎসব পরিবারের সাথে পালন করা যায় সেটাই বলা হয়েছে। বিজ্ঞাপনে অভিনেত্রী নীনা গুপ্ত, সায়নী গুপ্তা, নিমরাত কোর, আলায়া এফ কে দেখা গেছে যেখানে তারা প্রত্যেকেই বলছে এই দিওয়ালিতে কিভাবে সুন্দর সেজে পরিবারের সাথে দিওয়ালির দিনটি কাটাবেন, আর পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে বাজি পোড়ানোয় নিষেধ করছেন।

আরো পড়ুন: মেয়েরাই মেয়েদের দোষারোপ করে! বিস্ফোরক গায়িকা সোনা মহাপাত্র

বিজ্ঞাপনে বাজি পোড়ানোর বিপক্ষে কথা বলায় অনেকেই এই বিজ্ঞাপনের সমালোচনা করে তানিস্ক বয়কটের ডাক তুলেছেন। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী টুইটারে বলেছেন – এই দিওয়ালিতে মেরে ফেলুন ঐতহ্য, রীতিনীতিকে, এটাই যেন বলতে চেয়েছে তানিস্কের বিজ্ঞাপনে।

বিজেপির জেনারেল সেক্রেটারি সি টি রবি এই প্রসঙ্গে টুইটারে লিখেছেন – কেন সকলে হিন্দুদের পরামর্শ দিচ্ছে কিভাবে দিওয়ালি পালন করবে।  তানিস্কের উচিত প্রোডাক্ট বিক্রিতে মন না দেওয়া, না কি বাজি পোড়ানো নিষেধ নিয়ে জ্ঞান দেওয়া। আরেক বিজেপি নেতা গৌরব গোয়েল টুইটারে তানিস্ক বয়কটের ডাক দিয়ে বলেছেন তানিস্ক হিন্দুদের পরামর্শ দেওয়ার কে হয়, নিজেদের পরামর্শ তারা নিজেদের কাছেই রাখুক।

তবে অনেকেই বিজ্ঞাপনটিকে সমর্থনও করেছেন। যারা বিজ্ঞাপনটিকে সমর্থন করেছেন তাদের মন্তব্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে তারা যদি বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বলে তাতে ভুল কিছু নেই। অনেকেই বলেছেন বিজ্ঞাপনে খারাপ কিছুই বলা হয়নি, হিন্দু রীতিতেও আঘাত দেওয়া হয়নি, বরং সচেতন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক তোলার পর এই বিজ্ঞাপনটি মুছে দিয়েছে তানিস্ক কর্তৃপক্ষ । উল্লেখ্য কিছুদিন আগেও তানিস্কের একটি বিজ্ঞাপন ঘিরে তুমুল সমালোচনা হয়েছিল, তারপর সেই বিজ্ঞাপনটিও মুছে ফেলতে বাধ্য হয় তানিস্ক কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ইন্টারনেট শেষ করে ফেলায় ছোট ভাইকে খুন করল দাদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *