Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
গত মে মাসে নওয়াজুদ্দিন সিদ্দিকী বিবাহ বিচ্ছেদ এর নোটিশ পান উনার স্ত্রী আলিয়া সিদ্দিকী থেকে। গত মে মাসে ২০ তারিখে নওয়াজউদ্দিন সিদ্দিকী জন্মদিন ছিল এবং সেই সময়ই তিনি উনার বিবাহ বিচ্ছেদ নিয়ে খবরে আসেন।
সূত্র থেকে জানা গেছে ২০০৯ সালে নওয়াজুদ্দিন সিদ্দিকী বিয়ে হয় আলিয়া সিদ্দিকীর সাথে এবং তাদের দুটো সন্তান হয় মেয়ে শোরা ও ছেলে ইয়ানী সিদ্দিকী এবং এই বিবাহটি ছিল নওয়াজুদ্দিন সিদ্দিকীর দ্বিতীয় বিবাহ।
তিনি আগে বিয়ে করেছিলেন নৈনিতালের হালদওয়ানির শিবা নামে একটি মেয়েকে যাকে উনার মা পছন্দ করেছিল। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যে শিবা এর ভাইয়ের দ্বারা হস্তক্ষেপের জন্য ওদের বিবাহ ভেঙে যায় । তার কিছু সময় পর তিনি উনার প্রথম গার্লফ্রেন্ড অঞ্জলি ওরফ আলিয়াকে বিবাহ করেন।
সূত্র থেকে জানা গেছে সম্প্রতি আলিয়া জানিয়েছেন যে উনার বিবাহ বিচ্ছেদের নোটিশ দেওয়ার কারণ হল নওয়াজুদ্দিন এর সাথে উনার সম্পর্ক দীর্ঘ ১০ বছর ধরে খারাপ ছিল ।
নওয়াজুদ্দিন সিদ্দিকী সম্প্রতি উত্তরপ্রদেশের বুধানা তে আছেন। উনার বোনের ক্যান্সারে মৃত্যুর কারণে তিনি গত মাসে মুম্বাই থেকে বুধানা তে এসেছেন যেখানে জানিয়েছিলেন ৭১ বছর বয়সী মা ও অসুস্থ ।
তারমধ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকী এর বিবাহ বিচ্ছেদ এর নোটিশ উনাকে ফ্রন্টলাইনে রেখেছে ।
আলিয়া সিদ্দিকী আরো জানান যে উনি নওয়াজউদ্দিন সিদ্দিকী পরিবার থেকেও শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতিত হয়েছেন ।
আলিয়া সিদ্দিকী এই লকডাউন এর সময় হোয়াটসঅ্যাপ এবং ইমেল দ্বারা মে মাসের ৭তারিখ অভিনেতা কে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান । কিন্তু এখন পর্যন্ত নওয়াজুদ্দিন সিদ্দিকী বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো উত্তর দেননি।
গত কয়েক মাস আগে উনার ছোট বোনের মৃত্যুতে উনার ৭১ বছর বয়সী মা অ্যাংজাইটি ইস্যুতে পিরিত ছিলেন এবং তার জন্য অভিনেতা উনার ছোট ভাই শামাস নবাব সিদ্দিকী এর সঙ্গে উনার হোমটাউন বুধানা তে আসেন।
Due to the recent loss of my younger sister, my mother who is 71yrs old got anxiety attack twice.
We have followed all the guidelines given by the State Government.
We are #HomeQuarantined at our hometown Budhana.
Please #StaySafe #StayHome— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) May 18, 2020
তিনি একটি টুইট করে বলেন যে, উনার বোনের মৃত্যুতে উনার মা অসুস্থ থাকার কারণে, তিনি সরকারের দেওয়া সমস্ত নিয়ম পালন করে চলবেন এবং সম্প্রতি তিনি নিজস্ব বাড়িতে সেল্ফ কোরআনটাইন আছেন।
পেশাদার ফ্রন্টে, নওয়াজউদ্দিন সিদ্দিকী ঘোমকেতু মুক্তির অপেক্ষায় রয়েছেন, এটি ২২ মে ওটিটি প্ল্যাটফর্ম জেডইই ৫ তে একটি ডিজিটাল রিলিজ পাবে ।অভিনেতার শেষ নাটকের মুক্তি ছিল মতিচুর চাকনাচুর, সহ অভিনীত আথিয়া শেঠি।
করোনা ভাইরাস লকডাউন কালে যখন নওয়াজুদ্দিন সিদ্দিকী বিবাহ বিচ্ছেদ খবরটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে তার সাথে উনার ছোট ভাই এর বিরুদ্ধে ওনার ভাগিনি যৌন উৎপীড়ন এর অভিযোগ খুবই চাঞ্চল্যের সৃষ্টি করে। নওয়াজউদ্দিন সিদ্দিকী ভাগিনি সম্প্রতি দিল্লির পুলিশ স্টেশনে উনার ছোট চাচা এর বিরুদ্ধে যৌন উৎপীড়ন এর অভিযোগ করেন।
সূত্র থেকে জানা গেছে ,নওয়াজউদ্দিন সিদ্দিকী ভাগিনি নয় বছর বয়স থেকেই যৌন উতপিরন এর শিকার হন উনার ছোট চাচার দাঁড়া। তিনি যখন দু’বছরের ছিলেন তখন উনার মা-বাবার ডিভোর্স হয় এবং উনার সৎ মায়ের থেকেও তিনি অনেক উৎপীড়ন সহ্য করেন।
উনার কোর্ট ম্যারেজের পরেও উনি উনার শ্বশুরবাড়ি থেকে উৎপীড়নর সম্মুখীন হন ।কারণ উনার বাবা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকি প্রায়ই উনার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কিছু না কিছু মিথ্যা কেস করে থাকেন।
তিনি আরো বলেছেন, যদি ওনার পরিবার একটু শক্ত থাকতেন তাহলে তাকে এই সবকিছু সম্মুখীন হতে হতো না নওয়াজউদ্দিন সিদ্দিকী ভাগিনি এটাও জানিয়েছে যে ওকে বাড়ি থেকে কেউ বিশ্বাস করত না। এমনকি তিনি বলেছেন যে প্রত্যেক ছয় মাসের মধ্যে ওর বাবা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী মিলে কিছু না কিছু মিথ্যে কেস করে।
তিনি নিশ্চিত যে এই বিষয়টির পরেও উনার পরিবার থেকে কিছুনা কিছু কেস আসবে।নওয়াজউদ্দিন সিদ্দিকী ভাগিনি জানিয়েছেন যে এই সময় তিনি তার স্বামী থেকে সাপোর্ট পেয়ে অভিযোগ করার সাহস পেয়েছেন।তিনি আরো জানিয়েছেন যে উনার কাছে সব শারীরিক অত্যাচারের সব প্রুফ রয়েছে যা তিনি নিয়মিত উনার স্বামীকে পাঠিয়েছেন।
তিনি আরো জানান যে নওয়াজউদ্দিন সিদ্দিকী থেকে কখনো এই বিষয়ে সাহায্য পাননি। যখনই তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকী সাথে উনার মানসিক এবং শারীরিক অত্যাচার এবং উনার সাথে ঘটে আশা যৌন উৎপীড়নের ব্যাপারে জানালেন , তখনো অভিনেতা কোন সাপোর্ট করেননি উল্টো উনাকে বলেছেন এটা কোনদিন হতে পারে না কারণ উনার চাচা কোনদিন উনার সাথে এরকম কিছু করতে পারে না।
এদিকে,নওয়াজউদ্দিন সিদ্দিকী ভাগিনি হাজবেন্ড জানালেন আরো অনেক কিছু তথ্য বাইরে আসবে।
এদিকে আরেকটি খবর অনলাইনে খুব চাঞ্চল্য সৃষ্টি করেছে, যে আলিয়া নওয়াজুদ্দিন সিদ্দিকী থেকে বিবাহ বিচ্ছেদ সেটেলমেন্ট এর জন্য ৩০ কোটি টাকা এবং ৪টি বেডরুম যুক্ত একটি ঘর দাবি করেছেন। তারমধ্যে ২০ কোটি টাকা দুটো বাচ্চার নামে ফিক্স ডিপোজিট হিসেবে চেয়েছেন।
Everyone please note that unless I have personally admitted or denied any claim or allegation on my twitter handle, the said allegations/claims made by any section of media is not maintainable.
— AaliyaSiddiqui2020 (@ASiddiqui2020) May 28, 2020
My Advocates are receiving calls from media houses, who claim to have a copy of my notice. Upon verification it appears that the said Notice is a “fabricated copy”
Who would be behind this? It is obviously a PR exercise to save someone from disgrace. A lot will unfold now.
— AaliyaSiddiqui2020 (@ASiddiqui2020) May 28, 2020
তাতে আলিয়া উনার টুইটার অ্যাকাউন্টে লিখলেন যে, উনার উকিল মিডিয়া থেকে অনেক কল পাচ্ছেন এই জিনিসটি কনফার্মেশন এর জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি কোনো অভিযোগ বা কোনো মন্তব্য নিজে থেকে উনার টুইটার একাউন্টে না করেন, লোক যাতে সেগুলো কে বিশ্বাস না করে কারণ ওনার ধারনা যে এগুলো করা হচ্ছে পি আর কোম্পানির দ্বারা অভিনেতাকে বাঁচানোর জন্য ।
এবং সমপ্রতি আলিয়ার বিরুদ্ধে একটি অনলাইন খবরে যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে আছেন সেই খবরটি কেউ আলিয়া উনার টুইটার একাউন্টের দ্বারা ক্লিয়ার করে দিলেন যে উনি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নয় এবং মিডিয়া এসব মিথ্যা প্রচার করছে বিষয়টিকে ঘুরাবার জন্য।
আরো পড়ুন, রানা দাগগুবাতি এবং মিহিকা এনগেজমেন্ট