বড়দিনের আগে উইল এর লেখা চিঠি পড়ে চোখে জল নেটিজেনদের। সমকামীদের ঈশ্বর সমর্থন করেন কি না প্রশ্ন করেছেন এক ক্ষুদে। সে সমকামী বলে ঈশ্বর কি তাকে ভালোবাসেন না? সান্তার কাছে চিঠিতে প্রশ্ন এক ক্ষুদের! চোখে জল নেটিজেনদের।সান্তার উদ্দেশ্য প্রশ্ন করে উইল সেন্ট নিক চিঠিতে ‘ডিয়ার সান্তা ‘ কে জিজ্ঞেস করেছে সে কি এলজিবিটিকিউ সম্প্রদায়কে সমর্থন করে?
সে সমকামী বলে ঈশ্বর কি তাকে ভালোবাসেন না? সান্তার কাছে চিঠিতে প্রশ্ন এক ক্ষুদের! চোখে জল নেটিজেনদের। ২৫ ডিসেম্বর বড়দের পাশাপাশি ছোটদের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন, এই দিনে অনেক বাচ্চাই মনে করে থাকে সান্তাকে চিঠি লিখে কিছু আবদার করতে সান্তা ইচ্ছাপূরণ করবে, অনেকের জীবনে সান্তা হয়ে তাদের মা বাবা সেইসব ইচ্ছাপূরণ করে, আবার অনেক সময় কোনও এনজিও, বা কোনও মহৎ মনের মানুষ সান্তা হয়ে বহু বাচ্চার ইচ্ছাপূরণ করে থাকে বড়দিনে।
তবে এবার সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সান্তাকে পাঠানো এমন একটি চিঠি উঠে এসেছে যা দেখে হতবাক হয়েছেন অনেকেই, অনেকের আবার ভীষণ কষ্ট হয়েছে, কেউ চোখের জল ফেলেছেন তো কেউ একেবারেই সমর্থন করেন নি।
আরো পড়ুন: চিকিৎসক থেকে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছেন! তাঁর জীবনকাহিনি শুনে কষ্ট পাবেন আপনিও
*কি লিখেছিল বাচ্চাটি*
বাচ্চাটি চিঠিতে এমন কিছু কথা লিখেছে যা আজও রক্ষণশীল সমাজে অনেকেই বলতে ইতস্তত হয়। শিশুমন সহজ ভাবেই সেকথা জানিয়েছে সান্তাকে। ওই বাচ্চাটি জানিয়েছে সে সমকামী। সান্তার উদ্দেশ্য প্রশ্ন করে উইল সেন্ট নিক চিঠিতে ‘ডিয়ার সান্তা ‘ কে জিজ্ঞেস করেছে সে কি এলজিবিটিকিউ সম্প্রদায়কে সমর্থন করে? উইল এও জানিয়েছেন যদি সান্তার সাথে ঈশ্বরের দেখা হয় তাহলে সান্তা যেন ঈশ্বরকে জানায় উইল তাঁকে খুব ভালোবাসে এবং উইল সমকামী জানার পর তিনি উইলকে ভালোবাসবেন তো, প্রশ্ন ছোট্ট উইলের।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই চিঠি, এই চিঠি উত্তরমেরুতে পাঠিয়েছে উইল, কিন্তু চিঠিটা সান্তার হাতে পৌঁছানোর আগেই ইউএসপির কাছে যায়, ইউএসপি সান্তার কাছে আসা চিঠি পৌঁছে দেয় এনজিওগুলিতে, যারা বাচ্চাদের ইচ্ছাপূরণ করে।এই চিঠিগুলো একটি ওয়েবসাইটে আপলোড করা হয়। ন্যান্সি ক্রুজ গার্সিয়া নামক এক ট্যুইটার ইউজারের চোখে প্রথম আসে উইলের এই চিঠি, তিনি এই চিঠিটা টুইটারে পোস্ট করেন হৃদয়বিদারক এই চিঠি।
এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই চিঠি, অনেকের অন্তর কেঁদে উঠেছে এই চিঠি পড়ে আবার অনেকে এই চিঠিকে সমর্থন না করে বিরুপ মন্তব্য করেছেন। তবে হাজার হাজার মানুষ এই চিঠি পড়ে আবেগপ্রবণ হয়েছেন সেকথা জানিয়েছেন তারা৷ প্রচুর শেয়ারও হয়েছে এই চিঠি।
আরো পড়ুন: হবু বউকে নিয়ে প্রাক্তন বউয়ের শো’তে হাজির উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়!
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More