বিষ্ফোরক মন্তব্য অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের, সকলের সামনে আনলেন প্রয়াত দিব্যা ভাটনাগরের স্বামীর আসল চেহারা

বিষ্ফোরক মন্তব্য অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের, সকলের সামনে আনলেন প্রয়াত দিব্যা ভাটনাগরের স্বামীর আসল চেহারা

করোনায় প্রয়াত হয়েছেন অভিনেত্রী দিব্যা ভাটনাগর। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ভিডিও পোস্ট করে বলেছেন দিব্যাকে মারধর করতেন তাঁর স্বামী।

বিষ্ফোরক মন্তব্য দেবলীনা ভট্টাচার্যের, সকলের সামনে আনলেন প্রয়াত দিব্যা ভাটনাগরের স্বামীর আসল চেহারা, গয়নাচুরি থেকে মারধর, প্রয়াত অভিনেত্রীর স্বামীর নামে একাধিক অভিযোগ এনে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

বিষ্ফোরক মন্তব্য দেবলীনা ভট্টাচার্যের, সকলের সামনে আনলেন প্রয়াত দিব্যা ভাটনাগরের স্বামীর আসল চেহারা। মাত্র ৩৪ বছরেই পৃথিবী থেকে চলে গেলেন দিব্যা ভাটনাগর। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। তবে করোনা কেন যে কোনো রোগের সাথেই লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছিলেন দিব্যা। তাঁর স্বামী তাকে শারীরিক ও মানসিক ভাবে এত নির্যাতন করেছেন যে করোনা তো দূরের কথা সামান্য রোগের সাথে লড়াই করার শক্তিও হারিয়ে ফেলেছিলেন দিব্যা, এমনটাই দাবি করলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

দেবলীনার ভীষণ ভালো বন্ধু ছিলেন দিব্যা, দিব্যার মৃত্যুশোকে কাতর দেবলীনা একটি ভিডিও পোস্ট করে দিব্যার স্বামী গগন গাব্রুর কালো সত্যি সকলের সামনে তুলে ধরেছেন।

আরো পড়ুন: প্রয়াত ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ র জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগর

তিনি জানান বিয়ের পর থেকে দিব্যাকে মারধর করতেন গগন, এমনকি কারওয়াচৌথের দিনেও তাকে মারে তার স্বামী। ইন্ডাস্ট্রিতে যারা গগনকে চেনেন তারা সকলেই যেন গগনের ব্যাকগ্রাউন্ড চেক করেন, এমনকি ওশিওয়ারা পুলিশ স্টেশনের দিব্যা তাঁর স্বামীর নামে এফঅাইঅার করেছিল। হিমাচল, শিমলা পুলিশের কাছেও এর সম্পর্কে তথ্য খোঁজার কথা বলেছেন দেবলীনা। মোলেস্টেশনের কারণে ৬ মাস জেল খেটে বেল পেয়ে বেরিয়েছিলেন গগন। দিব্যার টাকা, গয়না চুরি করেছেন গগন, দিব্যাকে ব্যবহার করেছেন।

গতকাল দেবলীনা ভট্টাচার্য ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে কাঁদতে কাঁদতে দিব্যার স্বামীর আসল চেহারা সকলের সামনে তুলে ধরে দেবলীনা বলেন, গত ৯-১০ বছরে তিনি কখনও দেখেননি যে দিব্যা কারোর খারাপ চেয়েছেন বা কাউকে দুঃখ দিয়েছেন, কিন্তু সবাই দিব্যাকে কষ্ট দিয়েছে। দেবলীনা বলেছেন সব মেয়েরাই এই ভুলটা করে থাকেন যে একটা খারাপ সম্পর্কের পর যদি কেউ একটু ভালো কথা বলে, ভরসা দেয়, তাহলে তার সম্পর্কে বিচার বিবেচনা না করেই তাকে বিশ্বাস করে ফেলে মেয়েরা। দিব্যা একদম সহজ সরল ছিল।

দেবলীনা জানিয়েছেন এই ভিডিওটা করা ভীষণ দরকার ছিল যাতে অপরাধী গগনের সত্যিটা সকলের সামনে আসে। কারণ দিব্যা কোভিডের জন্য মারা গেলেও তাকে যে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল তার ফলে লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছিল দিব্যা।

গগনের আরও যারা বান্ধবী তারাও যাতে গগনের নামে থানায় জানায় সেই আবেদন রেখেছে দেবলীনা, কারণ নইলে দিব্যার মতো অবস্থা তাদেরও হবে। গগন যদি ভেবে থাকে দিব্যা মারা গেছে বলে এখন শান্তিতে সে নিজের বান্ধবীদের সাথে মজা করবে তাহলে খুব ভুল ভাবছে।সকলের সামনে গগনের আসল মুখোশ টেনে বার করে,সমস্ত প্রমাণ করে তাকে জেলে ঢোকাবেন বলেও জানান দেবলীনা।

আরো পড়ুন: ‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *