বলিউড ইন্ডাস্ট্রিতে নায়কের স্ত্রীয়ের অপছন্দের কারণে অনেক সময় সিনেমা থেকে বাদ যান অভিনেত্রী, সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য তাপসী পান্নুর 

বলিউড ইন্ডাস্ট্রিতে নায়কের স্ত্রীয়ের অপছন্দের কারণে অনেক সময় সিনেমা থেকে বাদ যান অভিনেত্রী, সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য তাপসী পান্নুর

বর্তমানে গুজরাটে আসন্ন ছবি ‘রশ্মি রকেট’এর শুটিং করছেন তিনি।এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাপসী পান্নু শেয়ার করেন বলিউডে প্রথমে তার সাথে হওয়া অদ্ভুত ঘটনা গুলি

বিস্ফোরক মন্তব্য তাপসী পান্নুর বলিউড ইন্ডাস্ট্রিতে নায়কের স্ত্রীয়ের অপছন্দের কারণেই অনেক সময় সিনেমা থেকে বাদ যান অভিনেত্রী। বর্তমানে নিজের জায়গা তৈরী করে নিয়েছেন পিঙ্ক গার্ল তাপসী পান্নু।

বলিউড ইন্ডাস্ট্রিতে নায়কের স্ত্রীয়ের অপছন্দের কারণেই অনেক সময় সিনেমা থেকে বাদ যান অভিনেত্রী, সাক্ষাৎকারে বিস্ফোরক তাপসী পান্নু। বলিউডের অন্দরমহলের বেশ কিছু বিস্ফোরণ তথ্য প্রায়শই জানিয়ে থাকেন অভিনেত্রী তাপসী পান্নু। আবার এক সাক্ষাৎকারে বলিউডে যখন তার স্ট্রাগল পর্ব চলছে সেইসময় কিছু গোপন কথা সকলকে জানালেন। তিনি জানিয়েছে কিভাবে বলিউড  ইন্ডাস্ট্রিতে হিরোদের বা তাদের স্ত্রীয়ের পছন্দ না থাকায় নায়িকাদের বাদ দেওয়া হয়।  তাকেও বলিউডে স্ট্রাগল পর্বে এমন কিছু অদ্ভুত ব্যাপারের সম্মুখীন হতে হয়েছে তা শেয়ার করেছেন তাপসী।

আরো পড়ুন: বিগ বসের ঘরে জান কুমার শানুকে ভোট করার অনুরোধ জানিয়ে ভিডিও পোস্ট করলেন রিতা ভট্টাচার্য 

ফিল্মফেয়ারকে দেওয়া  সাক্ষাৎকারে তিনি জানান।  তিনি জানান – নায়কের স্ত্রীর তাকে পছন্দ না হওয়ায় তাকে একবার একটি সিনেমা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। বলিউডে পা রাখার পর তাকে অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। আরও একবার ছবির জন্য তিনি ডাবিং করার সময় তা নায়কের পছন্দ না হওয়ায় তাকে সেটা পালটাতে বলা হয়, তাপসী রাজি না হলে  তার পিছনে এই কাজের জন্য তারা ডাবিং আর্টিস্ট  কাজে লাগিয়েছিল, এখানেই শেষ নয় তাপসী আরও জানান ,এমন কিছু নায়ক আছে যারা চান তাদেরকেই বেশি প্রাধান্য দিতে হবে। একবার একটি সিনেমায়  ওপেনিং সিনও পালটানো হয়েছিল, কারণ নায়কের মনে হয়েছিল সেখানে নায়িকাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

তাপসীর জানিয়েছেন তাঁর  সামনে এগুলো হয়েছে, পিছনে কী ঘটেছিল তা তার জানা নেই।  এর পরই থেকেই তাপসী এমন কাজ বেছে নিতে শুরু করেন যেখানে সত্যি তিনি কাজ করে আনন্দ পাবেন, প্রতিদিন কিছু নতুন জিনিস শিখবেন, কাজটাকে উপভোগ করবেন।

বলিউডে ইন্ডাস্ট্রিতে অনেক স্ট্রাগলের পর নিজের জায়গা তৈরী করেছেন তাপসী পান্নু। বলিউডে ‘পিংক’, ‘মুল্ক’, ‘থাপ্পড়’, ‘জুড়ুওয়া ২’, ‘নাম শাবানা’, ‘মিশন মঙ্গল’ এর মতো একাধিক ছবিতে দুর্দান্ত করেছেন তাপসী। র্তমানে গুজরাটে তার আসন্ন ছবি ‘রশ্মি রকেট’এর শুটিং এ ব্যস্ত তিনি। ‘রশ্মি রকেট’ এর পর তাকে  ‘হাসিন দিলরুবা’য় বিক্রান্ত মাসির সঙ্গে কাজ করতে দেখা যাবে,এবং ‘লুপ লাপেটা’ ছবিতে তাহির রাজ ভাসিনের সঙ্গে কাজ করবেন তিনি।

আরো পড়ুন: যে কারণে ধোনির উপর প্রচুর মেয়ে ফিদা ছিল সেই কারণেই ধোনিকে একবারে পছন্দ করতেন না সাক্ষী 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *