জেনে নিন বং ক্রাশ এনা সাহার জীবনের নানা কথা…

জেনে নিন বং ক্রাশ এনা সাহার জীবনের নানা কথা…

এনার সাহার প্রথম ছবি ‘আমি আদু’ এই ছবির পরিচালক ছিলেন সোমনাথ গুপ্ত। শুধু বাংলা ছবিই নয়,বেশ কিছু মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০২০ সালে ‘এসওএস কলকাতা’ প্রযোজনা করেছেন এনা সাহা। এই ছবিতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী প্রমুখ। মা,সুভাসিনি,রাত ভোর বৃষ্টি,বউ কথা কও, বন্ধন, এসব ধারাবাহিকে অভিনয় করেছেন এনা।

বং ক্রাশ এনা সাহার জীবনের নানা কথা…এনা সাহা ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। শুধু বাংলা ছবিই নয়,বেশ কিছু মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাংলা টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে চলচ্চিত্র সবেতেই অভিনয় করেছেন এনা। বেশ কিছু বাংলা সিরিয়ালে কাজ করেছেন এনা, যার মধ্যে উল্লেখযোগ্য রাত ভোর বৃষ্টি, বউ কথা কও, বাঁধন, সংসার সুখের হয় রমনীর গুণে, মহাপ্রভু শ্রীচৈতন্য ইত্যাদি। এনার সাহার প্রথম ছবি ‘আমি আদু’ এই ছবির পরিচালক ছিলেন সোমনাথ গুপ্ত। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। সম্প্রতি অভিনেত্রী থেকে প্রযোজনাতেও পা রেখেছেন এনা সাহা। ২০২০ সালে ‘এসওএস কলকাতা’ প্রযোজনা করেছেন এনা সাহা। এই ছবিতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী প্রমুখ।

১৯৯২ সালের ২৮ মে জন্মগ্রহণ করেন এনা সাহা৷ তার মায়ের নাম বনানী সাহা। এনা সাহার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। এনা সাহার পছন্দের রঙ সাদা, কালো। প্রিয় অভিনেতা রণবীর সিং, এবং প্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রিয় ছবি ‘রং দে বাসান্তী’। প্রিয় স্থান সিঙ্গাপুর এবং দুবাই।

আরো পড়ুন: শিখর ধাওয়ান ‘তাডা কুত্তা টমি’ তে এমন ভাঙ্গড়া করলেন, দেখে ফ্যান হয়ে গেলেন শাহনাজ গিলও!

এনা সাহার সিনেমার তালিকা 

আমি আদু (২০১১),
প্রিয়া তুমি (২০১১),
ওয়ান থার্টি এম (২০১২),
বোঝে না সে বোঝে না (২০১২),
নিলাকশাম পাচাকদল চুভান্না ভূমি (২০১৩),
চিরদিনই তুমি যে আমার ২ (২০১৪)
মৃত্তিজা (২০১৪),
ফোর্স (২০১৪),
ব্যোমকেশ ফিরে এল (২০১৪),
ইউ থ্রু ব্রুটুস (২০১৫)
অচেনা বন্ধুত্ব (২০১৫),
দুগ্ধ নগর (২০১৫),
অমর আকবর এন্তনি (২০১৫),
রাজকাহিনী (২০১৫)
নট আ দারটি ফিল্ম (২০১৬),
ছাউরাঙ্গা (২০১৬),
যুধিষ্ঠির (২০১৬),
লঙ্কা (২০১৭),
এক যে আছে অপ্সরা (২০১৭),
কমরেড (২০১৭),
বক্সার (২০১৮),
দ্য হ্যাকার (২০১৮),

এনা সাহার ওয়েব সিরিজ

বন্য প্রেমের গল্প (২০২০)

এনা সাহার টেলিভিশন 

দাদাগিরি আনলিমিটেড (জি বাংলা),
মা (স্টার জলসা),
সুভাসিনি (রূপসী বাংলা),
রাত ভোর বৃষ্টি (জি বাংলা),
বউ কথা কও (স্টার জলসা),
বন্ধন (স্টার জলসা),
বিগ বস বাংলা (কালার্স বাংলা)।

আরো পড়ুন: বাংলার তিন সুপারস্টারের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জেনে নিন তার জীবনের কিছু কথা….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *