সুখবর পড়ুয়াদের জন্য,স্নাতকোত্তরে ভর্তির মেয়াদ বাড়ানো হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে
স্নাতকোত্তরে ভর্তির মেয়াদ বাড়ানো হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে MA, MSc এবং MCom এ ভর্তির আবেদন করতে পারবেন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
সুখবর পড়ুয়াদের জন্য,কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে। গত ২ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয় যার যা ১০ নভেম্বর পর্যন্ত চলবে বলে প্রথমে জানানো হয়েছিল কিন্তু পরে সময়সীমা আরও বাড়িয়ে১৪ নভেম্বর পর্যন্ত করা হল। অর্থাৎ পড়ুয়ারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA, MSc এবং MCom এ ভর্তির আবেদন করতে পারবেন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস ভর্তির সময় আরও বাড়ানোর ঘোষণা করেন।
করোনা অতিমারির জেরে এবছর তাড়াতাড়ি করে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়। অনেকেরই অভিযোগ তারা এখনও স্নাতক স্তরের মার্কশিট পায়নি, ফলে ভর্তির আবেদন করতে পারছেন না। শুধু তাই নয় পোর্টাল-বিভ্রাটের জেরেও পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছে।
পোর্টাল বিভ্রাটের জেরে ওয়ানটাইম পাসওয়ার্ড না পাওয়ায় অনেকেই আবেদন করতে পারছেন না।এই সমস্ত সমস্যার কথা ভেবেই ভর্তির আবেদনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে বলে জানান রেজিস্টার।
আবার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া সম্পূর্ণ মার্কশিট না পাওয়ায় রবীন্দ্র সরোবর থানায় জেনারেল ডায়েরি করেছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বিষয়ে ভর্তি প্রক্রিয়া চলছে গত ২ নভেম্বর থেকে, তবে ভর্তির জন্য মাত্র একটি পোর্টাল যা বহুবার ক্র্যাশ করছে।
তবে বৃহস্পতিবার ভর্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি এদিন জানানো হয়েছে আবেদনের ক্ষেত্রে আর ওটিপি-র অপেক্ষায় থাকতে হবে, এই ব্যাপারটি তুলে দেওয়া হচ্ছে। পড়ুয়ারা আবেদনের কাজ এখন করে পরে যখন মার্কশিট পাবে তখন আপলোড করতে পারবেন মার্কশিট।
ফিন্যান্সে স্পেশালাইজেশন ১১ জনকে প্রথমে অকৃতকার্য দেখানো হলেও পরে জানানো হয় তাঁরা পাশ করেছেন। তবে মার্কশিট পেতে কিছু দিন সময় লাগবে বলে জানানো হয় তাদের।
আরো পড়ুন,করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, জেনে নিন কি খাবেন আর কি খাবেন না
অনলাইনে অসম্পূর্ণ ফল দেওয়ায় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ওই পড়ুয়ারা আবেদন জানাতে পারছেন না বলে জানিয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে এই ব্যাপারে মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকার বলেছেন ফল অনলাইনে দেওয়া হয়েছে দু’টি লিঙ্কে, দুটি লিঙ্ক ভালো করে দেখলেই পড়ুয়ারা ফলাফল দেখতে পারবেন।
এবছর করোনার জেরে নিজস্ব পড়ুয়াদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেখানে প্রতিবছর MA, MSc এবং MCom এ ভর্তির ক্ষেত্রে স্নাতকোত্তরে ৬০শতাংশ এবং বাকি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ৪০ শতাংশ সুযোগ দেওয়া হত। সেই সংখ্যার বদল করে এই শিক্ষাবর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য অবশিষ্ট ২০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে বলেও জানা গেছে।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More