মহেন্দ্র সিং ধোনি ভারতের প্রাক্তন অধিনায়ক শুরু করছেন পোল্ট্রি ফার্মিং 

মহেন্দ্র সিং ধোনি ভারতের প্রাক্তন অধিনায়ক শুরু করছেন পোল্ট্রি ফার্মিং

২০০০টি কড়কনাথ প্রজাতির মুরগির অর্ডার দিয়েছে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।ধোনির ফার্ম হাউসে এই মুরগী গুলো ডিসেম্বরের মধ্যেই চলে আসবে বলে জানা গেছে।

ভারতের প্রাক্তন অধিনায়ক শুরু করছেন পোল্ট্রি ফার্মিং , অরগ্যানিক ফার্মিং এর পর এবার পোল্টি ফার্মিং এ নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাই সুপারকিংস এর অধিনায়ক মাহি।

কুচকুচে কালো রঙের ২০০০টি কড়কনাথ প্রজাতির মুরগির অর্ডার দিয়ে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মাহি। তবে এত মুরগি দিয়ে মাহি কি করবে সকলেই ভাবছেন।ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গেছে পোল্ট্রি ফার্মিং শুরু করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতে খুব একটা পাওয়া যায় না এই প্রজাতির চিকেন।  তবে ধোনির ফার্ম হাউসে ১৫ ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে  ২০০০টি কড়কনাথ মুরগি।

GI ট্যাগ যুক্ত কড়কনাথ মুরগি র মাংস যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। ফ্যাট এবং কোলেস্টেরল ফ্রি এই মুরগী কেনার জন্য মহেন্দ্র সিং ধোনি মধ্যপ্রদেশের ঝাবুয়াতে কড়কনাথ মুরগির রিসার্চ সেন্টার এর মালিক  আইএস তোমারের সঙ্গে কথা বলেন, এছাড়াও মধ্যপ্রদেশের থান্ডলার এক কৃষক বিনোদ মেন্দারের থেকে মুরগী অর্ডার করেন মাহি। আইএস তোমারের মুরগি রিসার্চ সেন্টারে থান্ডলারই কৃষক এবং  কর্মীরাই প্রধানত কাজ করে থাকেন।

আরো পড়ুন,আইপিএল জুয়ায় দেনার দায়ে ডুবে আত্মহত্যার পথ বেছে নিলেন ডাব বিক্রেতা 

এসব শুনে আর বুঝতে বাকি থাকে না যে মাহি এবার  পোল্ট্রি ফার্মিং এ নামছেন।

করোনা আবহে রাঁচির বাড়ির পাশে অর্গ্যানিক ফার্মিং থেকে ট্রাক্টর চালানো, ধোনির এমন বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল।

এবছর করোনার কারণে অনেকটাই দেরিতে আমিরশাহিতে আইপিএল খেলা শুরু হয়। এবছর আইপিএল এ ধোনির প্রদর্শন খুবই খারাপ হয় যেখানে ১৪ ম্যাচে মাত্র ২০০ রান করেন মাহি, চেন্নাই এবছর প্লে অফেও উঠতে পারেনি।

গত ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মহেন্দ্র সিং ধোনি। তারপর আইপিএল এ তার খেলা দেখার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন, তবে এবছর মাহির পারফরম্যান্স নিরাশ করেছে তার ভক্তদের। অনেকেই ভেবেছিলেন হয়তো এবছর আইপিএল থেকেও অবসর ঘোষণা করবেন তিনি। তবে মাহি স্পষ্টতই জানিয়ে দেন আইপিএল থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি। ম্যাচ চলাকালীন ধোনি জানিয়েছেন ২০২১ সালে হলুদ জার্সিতে  আইপিএল খেলতে দেখা যাবে তাকে।চলতি মরশুমে চেন্নাইয়ের শেষ ম্যাচ ছিল  পাঞ্জাবের  বিরুদ্ধে, সেই ম্যাচে সকলেরই মনে ছিল একটা প্রশ্ন, আগামী বছর কি আদেও দেখা যাবে ধোনিকে না এটাই তার শেষ আইপিএল। ম্যাচ শুরুর আগে ড্যানি মরিসন তাই ধোনিকে জিজ্ঞাসা করেন, হলুদ জার্সিতে কি এটাই তার শেষ ম্যাচ? জবাবে ধোনি তখন  ‘ডেফিনেটলি নট’!

আর তার এই জবাবে খুশি হন তার অগনিত ভক্তরা। তবে কৃষিকাজের সাথে এবার পোল্টি ফার্মিং এও সফল হোক মাহি সেটাই চায় তার অনুরাগীরা।

আরো পড়ুন,১৫ বছরের কিশোর নিজেকে অপহরণ করে মুক্তিপণ চাইল ৫০ লক্ষ টাকা ঠিক যেন থ্রিলার সিনেমার কাহিনি,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *