Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
নাটকের মাধ্যমে পর্দায় অভিনয়ের শুরু করেন নুসরাত। ‘ডুব’ ছবিতে ইরফান খানের কন্যার ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত।
বিজ্ঞাপন থেকে নাটক, চলচ্চিত্র সবেতেই সফল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নাটকের মাধ্যমে পর্দায় অভিনয়ের শুরু হলেও ধীরে ধীরে নিজের অভিনয়ের সাবলীলতায় চলচ্চিত্রেও নিজের স্থান তৈরি করেন তিনি। বেশকিছু নাট্যধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় গুনে শুধু যে দর্শককে মুগ্ধ করেছেন তাই নয়, একাধিক পুরষ্কারও পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন থেকে নাটক, চলচ্চিত্র সবেতেই সফল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নাটকের মাধ্যমে পর্দায় অভিনয়ের শুরু হলেও পরবর্তীকালে চলচ্চিত্রে নিজের অভিনয়গুনে মুগ্ধ করেন দর্শকদের। ১৯৮৯ সালে ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নুসরাত ইমরোজ তিশা। ছোটবেলায় গান গাইতেন এরপর মডেলিং এবং অভিনয়ে জগতে জনপ্রিয়তা অর্জন করেন।
নুসরাত ইমরোজ তিশা কেরিয়ার
১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে ‘সাত প্রহরের কাব্য ‘ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর ২০১৪ সালে একটি বিজ্ঞাপনে দেখা যায় তাকে। ২০১৬ সালে ‘অস্তিত্ব’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন। ‘অস্তিত্ব’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পান তিনি।
২০১৬ তেই ‘রানা পাগলা :দ্য মেন্টাল’ এ তিনি অভিনয় করেন শাকিব খানের বীপরিতে। ২০১৭ সালে ‘ডুব’ ছবিতে ইমরান খানের কন্যার ভূমিকায় অভিনয় করেন তিশা। ২০১৭ তে ‘হালদা’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। ২০১৮ সালে ‘শনিবার বিকেল’ এবং ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে দেখা যায় তাকে। চলচ্চিত্র এবং নাটকের পাশাপাশি বহু বিজ্ঞাপনেও অভিনয় করেছেন নুসরাত।
নুসরাত ইমরোজ তিশা চলচ্চিত্রের তালিকা
থার্ড পারসান সিঙ্গুলার নাম্বার (২০০৯)
রানওয়ে (২০১০)
বাহাত্তর ঘন্টা (২০১১)
টেলিভিশন (২০১২)
ডুবোশহর (২০১৪)
অস্তত্ব(২০১৬)
রানা পাগলা: দ্য মেন্টাল (২০১৬)
ডুব (২০১৭)
হালদা(২০১৭)
ফাগুন হাওয়ায় (২০১৮)
শনিবার বিকেল (২০১৮)
নুসরাত ইমরোজ তিশা নাটক
পঞ্চাশের বেশি নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। যার মধ্যে উল্লেখযোগ্য হল – ‘অরন্যে জ্যোৎস্না’,লাইফ, মিথ্যুক, নিশি যাপন গেস্ট হাউস,সেভেন ডেইস,দুরের মানুষ, কারিগর ইত্যাদি।
নুসরাত ইমরোজ তিশা ধারাবাহিক নাটক
বেশ কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন নুসরাত, সেগুলি হল – ৪২০, গ্র্যাজুয়েট, পুতুল খেলা, এম ইন লাইফ, ধান শালিকের গাঁও, বাবার হোটেল, ইট কাঠের খাঁচা, মাইক, মুকিম ব্রাদার্স, নিথুয়া পাথরে, সবুজ নক্ষত্র ইত্যাদি।
নুসরাত ইমরোজ তিশা ব্যক্তিগত জীবন
২০১০ সালের ১৬ জুলাই বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত।
পুরষ্কার – অভিনয় দক্ষতায় মেরিল- প্রথম আলো পুরষ্কার,জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
আরো পড়ুন: ৭ বছরের মেয়ে রোরির ভিডিও নিয়ে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, না দেখে থাকলে দেখে নিন