সুখবর, আবারও ফ্রি সিম দিচ্ছে BSNL

সুখবর, আবারও ফ্রি সিম দিচ্ছে BSNL

17 ডিসেম্বর থেকেই শুরু করে 1 জানুয়ারি পর্যন্ত ফ্রি সিম দিচ্ছে BSNL ,এর আগে 14 থেকে 28 নভেম্বর পর্যন্ত প্রোনোশনাল অফারে গ্রাহকদের ফ্রি-তে সিম দিয়েছিল BSNL

সুখবর, আবারও ফ্রি সিম দিচ্ছে BSNL, গত মাসে গ্রাহকদের বিনামূল্যে সিম দেওয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল সরকারি টেলিকম সংস্থা BSNL। তবে নভেম্বরের সেই সীমিত সময়ে অনেকেই নিতে পারেননি এই সিম। চাহিদা মেটাতে পুনরায় ফ্রি সিম নিয়ে হাজির BSNL।

সুখবর, আবারও ফ্রি সিম দিচ্ছে BSNL, গ্রাহক সংখ্যা বাড়াতে মাঝে মাঝেই নিত্যনতুন প্ল্যান নিয়ে হাজির হয় BSNL, কখনও প্রচুর ডেটা তো কখনও সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে বরাবর গ্রাহকদের পছন্দের তালিকায় উঠে আসে BSNL, কিছুদিন আগেই বিনামূল্যে সিম দিয়ে প্রচুর গ্রাহক সংখ্যা বাড়িয়েছিল তারা। ফ্রি সিম এর চাহিদা এত বেশি ছিল যে দিয়েও শেষ করা যায়নি তাই আরও একবার বিনামূল্যে সিম দিতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। তবে এবারও নির্দিষ্ট কয়েকদিনের জন্যই থাকবে এই অফার। 17 ডিসেম্বর থেকেই শুরু করে 1 জানুয়ারি পর্যন্ত এই অফারটি থাকবে।

আরো পড়ুন: লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট

তবে এই অফারটির জন্য আগের মতো এবারেও কিছু শর্তাবলী আছে । ফ্রি-তেই সিম কার্ড পাওয়ার জন্য গ্রাহকদের প্রথমে 100 টাকা বা তার ঊর্ধ্বে রিচার্জ করতে হবে। সেই রিচার্জের 16 দিনের মধ্যেই গ্রাহক পেয়ে যাবেন BSNL এর ফ্রি সিম।

তবে অনেকেই নিশ্চই ভাবছেন যে সিম কেনার আগে কিকরে রিচার্জ করবেন, এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যখন আপনি BSNL এর ফ্রি সিম নেবেন সেই সময় আপনাকে কমপক্ষে 100 টাকার রিচার্জ করাতে হবে এবং 16 দিন পর সেই রিচার্জ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে রিচার্জ হিসেবেই। সেই হিসেবে সিমটি একেবারে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে। এর আগে 14 নভেম্বর 2020 থেকে 28 নভেম্বর পর্যন্ত প্রোনোশনাল অফারে গ্রাহকদের ফ্রি-তে সিম দিয়েছিল BSNL। দীপাবলির আগে সেই অফারের পর এবং বড়দিনের আগেও বিনামূল্যে সিম দেওয়ার ঘোষণা করেছে BSNL।

এই অফারটি দেশের সব স্থানেই উপলব্ধ হলেও দিল্লি এবং মুম্বইয়ের এই অফারটি নেই। কারণ 2021 সালের জানুয়ারিতে সরকারি সংস্থা MTNL-এর লাইসেন্স এক্সপায়ার হওয়ার পরেই দিল্লি এবং মুম্বইতে সার্ভিস চালু হবে BSNL এর, তবে ততদিন এই অফারটি থাকবে না।

আরো পড়ুন: itel এর নয়া চমক, it2192T Thermo Edition হাজার টাকার ফোনে মাপা যাবে শরীরের তাপমাত্রা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *