BSNL এর দুটি প্ল্যানের বৈধতা আরও ৯০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দুটি প্ল্যান হল 108 টাকার প্ল্যান এবং STV 49 প্ল্যান।
দুর্দান্ত অফার BSNL-এর, ফ্রি তে তিনমাস দেবে নেট সহ একাধিক সুবিধা।BSNL দুটি পুরনো প্ল্যান 108 টাকার প্ল্যান এবং STV 49-এর মেয়াদ আরও তিনমাস বাড়িয়ে দেওয়া হচ্ছে।অর্থাৎ 2021 সালের 28 ফেব্রুয়ারি অবধি এই দুটি প্ল্যান উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বিনামূল্যে এই পরিষেবা কার্যকর হবে 1 ডিসেম্বর থেকে।
দুর্দান্ত অফার BSNL-এর, ফ্রি তে তিনমাস দেবে নেট সহ একাধিক সুবিধা। দুটি প্ল্যান ছিল শেষের পথে, কিন্তু শেষ হওয়ার আগেই গ্রাহকদের খুশির খবর দিল BSNL, পুরনো প্ল্যানের বৈধতা আরও ৩০ দিন বাড়িয়ে দিল BSNL যা 1 ডিসেম্বর, 2020 থেকে কার্যকর হবে প্ল্যানটি।BSNL-এর পুরনো প্রিপেইড প্ল্যান, যার মধ্যেই নতুন করে অফার দেওয়া হচ্ছে। যে দুটি প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানো হচ্ছে তার একটি হল STV 49 এবং অপরটি 108 টাকার প্ল্যান।
আরো পড়ুন: 399 টাকার ধামাকা পোস্টপেইড প্ল্যানে এগিয়ে জিও
STV 49 প্ল্যানটির মেয়াদ শেষ হতে চলেছে 29 নভেম্বর। আরও 90 দিন অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে BSNL এর এই প্ল্যানে। STV 49 প্রিপেইড প্ল্যানটিতে গ্রাহকরা 100 মিনিট টকটাইমের পাশাপাশি 2GB ডেটা বিনামূল্যেই ব্যবহার করতে পারেন গ্রাহকরা। শুধু তাই নয় 100 টি এসএমএসের সুবিধাও আছে এই প্ল্যানে। এই প্ল্যানটির বৈধতা ছিল 28 দিনের, তবে প্রোমোশনাল প্ল্যানে তা আরও 90 দিন অবধি বাড়িয়ে দিল BSNL
অপরদিকে এই সংস্থার 108 টাকার প্ল্যান ভাউচারটি তারাই পেয়েছে যারা অন্য নেটওয়ার্ক থেকে BSNL-এ এসেছে। নতুন গ্রাহকদের জন্য বেশ ভালো অফার দেওয়া হয়েছে প্রোমোশনাল এই প্ল্যানে, অন্য টেলকো থেকে গ্রাহক বাড়াতে BSNL-এর এই প্ল্যানে যেসব সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলি হল যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ছাড়াও প্রত্যেক দিন 1GB করে ফ্রি ইন্টারনেট ডেটা, এছাড়া প্রতিদিন বিনামূল্যে 500 SMS ,এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল 90 দিন যা বাড়িয়ে 2021 সালের 28 ফেব্রুয়ারি অবধি করে দেওয়া হয়েছে।
দুটি প্ল্যানই কার্যকর হবে 1 ডিসেম্বর থেকে। সেদিনই নতুন পোস্টপেইড প্ল্যান লঞ্চ করবে সরকারি টেলিকম সংস্থা BSNL। পরপর বেশ অনেক ধামাকা নিয়ে আসছে BSNL,যার ফলে গ্রাহক সংখ্যাও বাড়ছে এই সংস্থার।
আরো পড়ুন: Truecaller এর মতো গুরুত্বপূর্ণ অ্যাপ নিয়ে আসছে Google, অ্যাপটির নাম Google Call App
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More