Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে দীর্ঘসময় আটক করে জেরা করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রুণাল পাণ্ডিয়াকে ,ক্রুণাল পাণ্ডিয়ার কাছে বহু মূল্যবান সোনা ও নানান দামী জিনিস পাওয়া গেছে, যার বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি।
মুম্বই বিমানবন্দরে দীর্ঘক্ষন জেরার মুখে হার্দিক পাণ্ডিয়ার ভাই ক্রুণাল পাণ্ডিয়া। বৈধ কাগজ ছাড়া বহু মূল্যবান সোনা উদ্ধার হয়েছে তার কাছ থেকে। ২০১৬ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলছেন তিনি।
মুম্বই বিমানবন্দরে দীর্ঘক্ষন জেরার মুখে হার্দিক পাণ্ডিয়ার ভাই ক্রুণাল পাণ্ডিয়া। আইপিএলে দুবাই থেকে মুম্বই ফেরার পর ক্রিকেটার ক্রুণাল পাণ্ডিয়াকে মুম্বই এয়ারপোর্টেই ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অফিসারেরা আটক করেন। বহু মূল্যবান জিনিস, ঘড়ি, প্রচুর পরিমাণ সোনা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি, যার বৈধ কাগজ দেখাতে না পারায় ক্রুণালকে আটক করে ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।
মঙ্গলবার দুবাইতে আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ট্রফি জিতে নেয় মুম্বই। জয়ী দলের অন্যতম সদস্য ক্রুণাল পাণ্ডিয়া। ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে বৈধ নথি ছাড়াই বহু সোনা এবং দামি ঘড়ি এবং মূল্যবাণ জিনিস পাওয়া গেছে তার ব্যাগে।
দুবাই থেকে যে কোনো পুরুষ ভারতে ফেরার সময় মাত্র ২০ গ্রাম সোনা বহন করতে পারে নিয়ম অনুযায়ী, যার মূল্য হতে হবে ৫০ হাজার টাকার মধ্যে। মহিলাদের ক্ষেত্রে সেই পরিমান দ্বিগুন। মহিলারা দুবাই থেকে ভারতে সর্বোচ্চ ৪০ গ্রাম সোনাই আনতে পারে যার মূল্য ১ লাখের মধ্যেই হতে হয়।
ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের তরফে এয়ারপোর্টে ক্রুণালকে আটক করে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়, তার থেকে পাওয়া প্রচুর পরিমাণ সোনা ও বাকি মূল্যবাণ জিনিসপত্র যা তিনি কিনেছেম সেই সব কিছুর কেনার অফিশিয়াল কাগজ পত্র দেখাতে বলেন, তবে তা দেখাতে পারেনি ক্রুণাল। যার পর তাকে দীর্ঘ সময় মুম্বই এয়ারপোর্টে আটকে রাখা হয়।
গত ৪ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য ক্রুণাল। প্রত্যেকবছরই দলের যোগ্য সদস্য হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। চলতি মরশুমে আইপিএল শেষ হয় মঙ্গলবার। তারপর বুধবার রাতে টিমের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা হন। সকলে বাড়ি ফিরে গেলেও মুম্বই বিমানবন্দরে ক্রুণাল পাণ্ডিয়াকে আটক করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আইপিএল এর ১৩ তম সংস্করণে এবছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৬টি ম্যাচে ১০৯ রান করেছেন ক্রুণাল পাণ্ডিয়া এবং ৬ টি উইকেট নিয়েছেন।
শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সিরিজ, তাতে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ক্রুণাল পান্ডিয়া জায়গা পায়নি। অপরদিকে ক্রুণাল পান্ডিয়ার ভাই ভারতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পাণ্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজে টি-টুয়েন্টি এবং ওয়ান ডে তে জায়গা পেয়েছে।