Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে আসার পর বহুবার প্রত্যাখ্যাত হয়েছিলেন জনপ্রিয় গায়ক কৈলাস খের। সঙ্গীত জগতে ১৫ বছর সম্পূর্ণ করেছেন কৈলাস খের।
ইন্ডাস্ট্রিতে বারবার প্রত্যাখানের জেরে জীবন শেষ করে দেবেন ভেবেছিলেন, সাক্ষাৎকারে জানান কৈলাস খের। তিনি জানিয়েছেন একটা সময় তার সব কিছু হারিয়েগেছিল, নতুন করে তার কাছে হারানোর কিছুই ছিল না। আর এই বিষয়টি তাকে অনুপ্রেরণা জোগায়।
ইন্ডাস্ট্রিতে বারবার প্রত্যাখানের জেরে জীবন শেষ করে দেবেন ভেবেছিলেন, সাক্ষাৎকারে জানান কৈলাস খের। বলিউড সংগীত জগতে কৈলাস খের সাফল্য পেয়েছিল ‘তেরি দিওয়ানি’ থেকে।
১৫ বছর ইন্ডাস্ট্রিতে থাকার পর যা বললেন কৈলাস খের
ইন্ডাস্ট্রিতে ১৫ বছর সম্পূর্ণ হয়েছে তাঁর, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে প্রচুর সময় প্রত্যাখ্যানের পর একসময় তিনি জীবন শেষ করে দেবেন বলে ভেবেছিলেন।
তিনি জানিয়েছেন প্রথম যখন তিনি মুম্বইতে এসেছিলেন বড় গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে সেই সময় বলিউডে অনেক সফল গায়কদের সামনে তাকে নিতে কেউ ভরসা পেত না। বার বার প্রত্যাখ্যানের পর জীবন শেষ করে দেওয়ার ভাবনা তাঁর মনে আসলেও তিনি লড়াই ছাড়েননি, তিনি সবসময় মনে রেখেছেন একটি মন্ত্র যার অর্থ হল, যে হেরে গিয়েও উঠে দাড়িয়েছে, যার সামনে মৃত্যু হার মেনেছে, তাকে মারা সম্ভব নয়। তিনি জানিয়েছেন একটা সময় তার সব কিছু হারিয়েগেছিল, নতুন করে তার কাছে হারানোর কিছুই ছিল না। আর এই বিষয়টি তাকে অনুপ্রেরণা জোগায়।
আরো পড়ুন: বলিউডের জনপ্রিয় গায়িক নেহা কক্করের জীবনের কিছু জানা অজানা কাহিনি
সঙ্গীত জগতেও স্বজনপোষণ এক বড় সমস্যা
তিনি যখন মুম্বই আসেন তখন এমন কেউ ছিল না যে তাকে অনুপ্রেরণা দেবে,এমন কেউ ছিল না যে তাকে গাইড করবে। বলিউড ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ একটি ভীষণ সমস্যা সেটা তিনিও জানিয়েছেন।
নতুন গায়কদের জন্য কৈলাস খের এর ‘নয়ি উড়ান’
তিনি বাইরে থেকে আসায় কোনোভাবে সাহায্য পাননি, কিন্তু তিনি চেয়েছেন যাতে বলিউডে নতুনদেরও সুযোগ দেওয়া হয়। সেই লক্ষ্যেই তিনি একটি উদ্যোগ নিয়েছেন যার নাম ‘নয়ি উড়াম’। প্রতি বছর কৈলাস তার জন্মদিনে নয়ি উড়ানের মাধ্যমে নতুন গায়কদের সুযোগ দেন, কিভানে পারফর্ম করতে হয় শেখান।
‘তেরি দিওয়ানি’ র পর কৈলাস খের এর যেসব গান তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল সেগুলি হল – ‘চান্দ সিফারিশ’, ‘ইয়ে রাব্বা’,’ইউ হি চালা’,’আল্লা কে বান্দে’, ‘আরজিয়া’ ইত্যাদি গানে।
কিছুদিন আগেই বলিউডের খ্যাতনামা গায়ক সোনু নিগমও জানিয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে সঙ্গীত জগতেও নতুনদের টিকে থাকাটা বেশ কঠিন, কারণ অভিনয় জগতের মতোই সঙ্গীত জগতেও মাফিয়াদের অবস্থান আছে।
আরো পড়ুন: আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবার ‘পাবজি’র বিকল্প ‘ফৌজি’