দাবি না মানলে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিতে পারে কৃষকরা 

দাবি না মানলে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিতে পারে কৃষকরা

কৃষক আন্দোলন চলতে গত ২৬ নভেম্বর থেকে। ১৪ ডিসেম্বর অবস্থান বিক্ষোভ কর্মসূচীর আগে এবার দেশজুড়ে রেল অবরোধের হুমকি দিয়েছে কৃষকরা।

দাবি না মানলে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিতে পারে কৃষকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রীর বৈঠক হয়েছে একাধিকবার, তবে কোনো সুরাহা মেলেনি। আলোচনায় বসতে রাজি দুই পক্ষ তবে কৃষকদের আর্জি না মানলে দেশজুড়ে তারা রেল অবরোধ শুরু করবেন বলেও জানিয়েছেন।

দাবি না মানলে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিতে পারে কৃষকরা।কৃষক আন্দোলনের ১৬ তম দিন চলছে, এতদিনে একাধিক বার বৈঠকে বসেও সমঝোতা না হওয়ায়, কৃষি আইন প্রত্যাহার না করায় কৃষকরা বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছেন। কৃষক নেতা বুটা সিং জানিয়েছেন কৃষি আইন প্রত্যাহার না করলে দেশজুড়ে তারা রেলরোকো কর্মসূচী শুরু করবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে বৈঠকের ডাক দেওয়া হয়েছে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন আন্দোলন বৃহত্তর পর্যায় যাওয়ার আগে আলোচনার মাধ্যমে যদি সমঝোতা হয় তো ভালো। সরকারও চায় প্রতিবাদ বিক্ষোভ নয় বরং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হোক। তাই এর আগে একাধিকবার বৈঠকেও বসেছে দুই পক্ষ, তবে প্রত্যেকবারই আইন প্রত্যাহার ছাড়া কোনো কথাতেই রাজী হয়নি কৃষকরা।

আরো পড়ুন: এবার বাড়িতে বসেই পাওয়া যাবে স্ট্রিট ফুডের স্বাদ সৌজন্যে সুইগিরস্ট্রিট ফুড ভেন্ডরসপ্রোগ্রাম 

কৃষিমন্ত্রীর তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত কয়েক দফা আলোচনা হয়েছে, যদি মনে হয় তাহলে পরবর্তীতেও আলোচনা করা হবে। সরকারের কয়েকটি পয়েন্টে তারা সম্মত হয়েছে, তারা লিখিত প্রস্তাবও দিয়েছে, কৃষি মন্ত্রী জানিয়েছেন তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে বুধবার সরকার যে ২০ পাতার প্রস্তাবনা দিয়েছে তা কৃষকরা খারিজ করে দিয়েছে, এরপর যদি প্রধানমন্ত্রী কৃষকদের আর্জি না শোনেন তাহলে দেশজুড়ে রেল অবরোধ করবে বলেও জানান কৃষিকনেতা বুটা সং।

২৬ নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলন দেশজুড়ে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। গত ৮ ডিসেম্বর দেশ জুড়ে বনধ ডাকেন কৃষকরা।বলিউডের তারকা থেকে ক্রীড়াবিদরা কৃষকদের সমর্থনে পাশে দাড়িয়েছে। আগামী ১৪ ডিসেম্বর অবস্থান বিক্ষোভ কর্মসূচীর আগেই কৃষকরা এবার জানিয়ে দিল তাদের দাবি না মানা হলে দেশজুড়ে রেল অবরোধ করবেন তারা। তবে এর মধ্যেই আবার আতঙ্ক ছড়িয়েছে কৃষক আন্দোলনের মধ্যে দুজন পুলিশ অফিসার কোভিড পজিটিভ হওয়ায়।

আরো পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাহুল রায়, সুস্থ হলে শুরু করবেন পরবর্তী ছবিস্ট্রোকএর কাজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *