দেশে কমছে করোনার তীব্রতা, বাড়ছে সুস্থতার হার,ভারতের সুস্থতার হার বেড়ে ৯৪.৩৭ শতাংশ

দেশে কমছে করোনার তীব্রতা,সুস্থতার হার বেড়ে ৯৪.৩৭ শতাংশ

ভারতের সুস্থতার হার বেড়ে ৯৪.৩৭ শতাংশ। ভারতে করোনা আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র।

দেশে কমছে করোনার তীব্রতা, বাড়ছে সুস্থতার হার।মোট সুস্থ হয়েছেন ৯১ লক্ষ ৭৯২ জন। ভারতে করোনার নিরিখে প্রথম পাঁচে আছে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি৷

দেশে কমছে করোনার তীব্রতা, বাড়ছে সুস্থতার হার। চলতি বছরের শুরু থেকেই বিশ্ব জুড়ে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ে, করোনা আবহে আতঙ্ক গ্রাস করে বিশ্বের নানা প্রান্তের মানুষের মনে। করোনা বিধি মেনে কিছু কিছু স্থানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় কোভিড সংক্রমণ, কিছু দেশে কমে গিয়েও পুনরায় ছড়িয়ে যায় করোনার দাপট।

ভারতে কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

তবে ভারতে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে বেড়েছে দৈনিক সুস্থতার হার, যার ফলে দেশের মানুষ স্বস্তিতে আছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ১১ জন। ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ লক্ষ ৪৪ হাজার ২২২ জন, মোট সুস্থ হয়েছেন ৯১ লাখের বেশি। বর্তমানে দৈনিক সুস্থতার সংখ্যা ৪২ হাজারের আশেপাশে। ভারতে করোনা মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ১৮২ জনের। গত ২৪ ঘন্টায় ৪৮২ জন মারা গেছেন। অপরদিকে ২৪ ঘন্টায় ৪১ হাজার ৯৭০ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

আরো পড়ুন: শুক্রবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করোনা পরিস্থিতি এবং টিকা নিয়ে আলোচনা মুখ্য উদ্দেশ্য

বেড়েছে সুস্থতার হার, আক্রান্তের নিরিখে প্রথমেই মহারাষ্ট্র

দেশে সুস্থতার হার বেড়েছে অনেকটাই। বর্তমানে করোনায় আক্রান্ত ৯৪.৩৭ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৯১ লক্ষ ৭৯২ জন। এই পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে প্রথমে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে ভারত। ভারতে করোনা আক্রান্তের নিরিখে প্রথম পাঁচে আছে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি।

মহারাষ্ট্রে প্রথম থেকেই আক্রান্তের সংখ্যা বেশি৷ মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৪৭ হাজার ৫০৯ জন, মৃতের সংখ্যা ৪৭ হাজার ৬৯৪ জন৷ দ্বিতীয় স্থানে থাকা কর্নাটকে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯১ হাজার ৬৮৫ জন, মৃতের সংখ্যা ১১ হাজার ৮৪৬। তৃতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৭১ হাজাত ৩০৫ জন, মৃতের সংখ্যা ৭০২৪ জন। চতুর্থ স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৮ হাজার ৯২০ জন, মৃতের সংখ্যা ১১ হাজার ৭৭৭ জন। পঞ্চম স্থানে থাকা দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন, মৃতের সংখ্যা ৯৫৭৪।

মাঝে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও উৎসবের মরশুমে এবং শীতের আগমনে এই পাঁচ রাজ্যে এক ধাক্কা অনেকটা বেড়ে যায় করোনা আক্রান্তের সংখ্যা। দেশে সুস্থতার হার বাড়লেও সাবধানতা অবলম্বন করতেই হবে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার, করোনা বিধি মেনে চলতে হবে, নইলে আক্রান্তের সংখ্যা যে কোনো সময় আরও বেড়ে যেতে পারে।

আরো পড়ুন: শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়,জেল সহ সমস্ত জেরা রুমে থাকবে সিসিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *