Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
২৩ বছর বয়সী ইরা খান সম্প্রতি তার সাথে হওয়া যৌন হেনস্তার বিষয়ে মুখ খুলেছিল ,এবার প্রেমের সম্পর্কের কথা সামনে আনলেন। বাবার ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সঙ্গে প্রেম করছেন ইরা।
নিজের দ্বিগুণ বয়সী ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়েছেন আমির কন্যা ইরা। ২৩ বছর বয়সী ইরা আবার খবরে উঠে এসেছে বাবা আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সাথে সম্পর্কের জেরে।
ফের খবরে ইরা, বাবার ফিটনেস ট্রেনারের সঙ্গে প্রেম করছেন আমির কন্যা ইরা খান! সম্প্রতি চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যখন ইরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ১৪ বছর বয়সে তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই ভিডিওতে আমির খান ও রিনা দত্তের ডিভোর্স নিয়েও কথা বলেছিলেন ইরা, যেখানে বাবা মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এবং নিজের অবসাদের কথা জানিয়েছিলেন তিনি। এর আগেও একাধিকবার ইরার প্রেম জীবন নিয়ে নানা কথা উঠে এসেছে। এবার ইরা সম্পর্কে জড়ালেন বাবা আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সঙ্গে।
ইরা খান ১৪ বছর বয়সেই শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন, তবে তিনি সবসময় বাবা মা কে পাশে পেয়েছেন। ২০০২ সালে আমির খান ও রিনার বিবাহবিচ্ছেদ হয়ে যায়।বলিউডে ইরার প্রেম সম্পর্ক নিয়ে এর আগেও চর্চা হয়েছে এবং আবার নিজের চাইতে বয়সে অনেক বড় নূপুর শিখারের সাথে প্রেম করছেন ইরা, এমনটাই খবর।
নূপুর শিখার বলিউডের বেশ পরিচিত ফিটনেস ট্রেনার। তিনি একসময় সুস্মিতা সেন এর ফিটনেস ট্রেনারও ছিলেন।
আমির খানের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার নূপুর ইরার চাইতে অনেক বড়।লকডাউনের সময় ইরাকেও ট্রেনিং দিয়েছেন নূপুর।
নূপুরের আগে মিশাল কৃপালানির সঙ্গে সম্পর্ক ছিল আমির কন্যা ইরার। দু’বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাদের। এবার নূপুরের সাথে সম্পর্কে জড়িয়েছেন ইরা। মুম্বইয়ের ফিটনেজম, ফিটনেস এক্সপার্ট এর মালিক নূপুর শিখার দীর্ঘদিন ধরেই আমির খানকে ট্রেনিং দিচ্ছেন। লকডাউনে ইরাকে ট্রেনিং দেওয়ার সময় থেকেই দুজনের পরিচয় আরও দৃঢ় হয়।
এই সম্পর্কের কথা ইরা বা নূপুর কেউই প্রকাশ্যে না বললেও তারা এই সম্পর্ক বেশ সিরিয়াস তা বোঝাই যাচ্ছে। কিছুদিন আগেই মহাবালেশ্বরের ফার্ম হাউজে ছুটি কাটাতে গেছিলেন দুজনে।
আরো পড়ুন: দক্ষিণী ছবির তারকা রানা দজ্ঞুবাতি জটিল রোগে আক্রান্ত, মৃত্যুর সম্ভাবনা ৩০ শতাংশ…